26 নভেম্বর, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Nov 27 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

26 নভেম্বর, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

 

  1. 1949 সালে গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান গৃহীত হওয়াকে স্মরণ করে প্রতি বছর 26 নভেম্বর ভারতে সংবিধান দিবস পালিত হয়।     
  2. দুধের গুরুত্ব ও উপকারিতা সম্পর্কে অবগত করতে এবং ভারতের শ্বেত বিপ্লবের জনক, ডক্টর ভার্গিস কুরিয়েনের জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রতি বছর 26 নভেম্বর জাতীয় দুগ্ধ দিবস পালিত হয়।  
  3. অহম জেনারেল লাচিত বোরফুকানের জন্মদিন উপলক্ষ্যে প্রতি বছর 24 নভেম্বর, লাচিত দিবস পালিত হয়।    
  4. 22 নভেম্বর তামিলনাড়ু সরকার মাদুরাই জেলার অরিত্তাপট্টি গ্রামটিকে রাজ্যটির প্রথম জীববৈচিত্র্যপূর্ণ ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করেছে।  
  5. IIT গুয়াহাটির ডিরেক্টর টি জি সীতারাম, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (AICTE)-এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন।    
  6. 20 নভেম্বর কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই বেঙ্গালুরুর বাসভানাগুড়িতে ‘Kadlekai Parishe’ নামক একটি চীনাবাদাম মেলার উদ্বোধন করেছেন।     
  7. জনপ্রিয় লেখিকা রাখি কাপুর তার নতুন বই ‘Now You Breathe: Overcoming Toxic Relationships and Abuse’ প্রকাশ করেছেন।     
  8. গোয়ায় ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (IFFI)-এ ‘53-Hour Challenge’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে ‘75 Creative Minds of Tomorrow’-এর দ্বিতীয় সংস্করণের সমাপ্তি ঘটেছে।           
  9. ভারতীয় নৌবাহিনীর INS ত্রিকন্দ, INS সুমিত্রা এবং মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফ্ট ডর্নিয়ার,  ওমানের উপকূলে দ্বিপাক্ষিক মহড়া ‘Naseem Al Bahr’-এর 13তম সংস্করণে অংশগ্রহণ করেছিল।   
  10. উদয়পুর 4 থেকে 7 ডিসেম্বর ভারতের প্রথম G20 শেরপা বৈঠকের আয়োজন করবে।     
  11. 24 নভেম্বর পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ঘানার বিরদ্ধে ম্যাচে গোল করে প্রথম পুরুষ খেলোয়াড় হিসাবে পাঁচটি বিশ্বকাপে স্কোর করার কৃতিত্ব অর্জন করেছেন। তিনি তাঁর দেশের হয়ে 118তম গোল করেছেন।         
  12. 25 নভেম্বর লন্ডনে অনুষ্ঠিত 'গ্লোবাল বিজনেস কনক্লেভ 2022'-এ প্রশান্ত ওয়াঘ 'Asia's Inspirational Leader 2022' পুরস্কারে ভূষিত হয়েছেন।  
  13. অ্যাসোসিয়েটেড চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া (ASSOCHAM), NIIT লিমিটেড-কে সেরা ই-লার্নিং প্ল্যাটফর্ম হিসাবে স্বীকৃতি দিয়েছে৷    
  14. ব্যাঙ্ক অফ বরোদা কেরালার কোচিতে তার প্রথম মিড-কর্পোরেট শাখা খুলেছে।মিড কর্পোরেট ক্লাস্টার সাউথ-এর প্রধান ও জেনারেল ম্যানেজার এস. রেঙ্গারাজন, এবং এর্নাকুলামের জোনাল হেড শ্রীজিত কোত্তারাথিলের উপস্থিতিতে এক্সিকিউটিভ ডিরেক্টর দেবদত্ত চন্দ শাখাটির উদ্বোধন করেছেন।    
  15. টাইমস হায়ার এডুকেশন গ্লোবাল এমপ্লয়বিলিটি ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং অ্যান্ড সার্ভে (GEURS) অনুযায়ী, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি(আইআইটি)দিল্লি, 50 টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের মধ্যে 28তম স্থান অর্জন করেছে।      

 

Related Post