4 ডিসেম্বর, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Dec 5 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

4 ডিসেম্বর, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

 

  1. ভারতীয় নৌবাহিনীর অবদান এবং কৃতিত্বকে স্বীকৃতি দেওয়ার জন্য ভারতে প্রতি বছর 4 ডিসেম্বর নৌবাহিনী দিবস পালন করা হয়।
  2. স্থিতিশীল উন্নয়নের অর্থায়নের ক্ষেত্রে বহুপাক্ষিক ও আন্তর্জাতিক উন্নয়ন ব্যাংকের গুরুত্বকে স্বীকৃতি দিতে 4 ডিসেম্বর আন্তর্জাতিক ব্যাংক দিবস পালিত হয়।
  3. প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (PMKVY) 3.0 এবং কাশ্মীরের কারিগর ও তাঁতিদের দক্ষতা বৃদ্ধির জন্য যোজনাটির অংশ, Recognition of Prior Learning কাশ্মীরের নামদা শিল্পকে সংরক্ষণ ও পুনরুজ্জীবিত করতে সহায়তা করবে।   
  4. উদয়পুর 4 থেকে 7, ডিসেম্বর G-20 শেরপা বৈঠকের আয়োজন করবে। এই বৈঠকের সভাপতিত্ব করবেন ভারতীয় শেরপা অমিতাভ কান্ত।
  5. জম্মু ও কাশ্মীরের, লেফটেন্যান্ট গভর্নর, মনোজ সিনহার নেতৃত্বে প্রশাসনিক পরিষদ, রাজ্য জুড়ে আবাসিক ভবনগুলিতে রুফটপ সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে।   
  6. মধ্যপ্রদেশের বর্তমান মুখ্য সচিব ইকবাল এস বেইনস-এর মেয়াদ ছয় মাস বর্ধিত করা হয়েছে।   
  7. 2 ডিসেম্বর হরিয়ানার সরবজোত সিং 65তম জাতীয় শ্যুটিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় দুটি স্বর্ণপদক জিতেছেন।     
  8. 3 ডিসেম্বর অস্ট্রেলিয়ান স্পিনার নেথেন লিয়ন দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইনকে ছাড়িয়ে টেস্ট ক্রিকেটে নবম সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের স্থান অর্জন করেছেন।    
  9. 3 ডিসেম্বর ভারতীয় শ্যুটার রুদ্রাঙ্কশ পাটিল মিশরের কায়রোতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল শ্যুটিং স্পোর্ট ফেডারেশন (ISSF) প্রেসিডেন্ট কাপে সোনা জিতেছেন।    
  10. 3 ডিসেম্বর প্রবীণ ডকুমেন্টারিয়ান এবং অস্কার পুরস্কারপ্রাপ্ত, জুলিয়া রাইচার্ট 76 বছর বয়সে প্রয়াত হয়েছেন।   
  11. ভারতের ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সি (NADA) ক্রীড়াবিদদের নিষিদ্ধ পদার্থ যুক্ত ওষুধ যাচাই করতে সহায়তা প্রদানের জন্য অ্যাপ তৈরি করছে।   
  12. গীতা জয়ন্তী দিনটিতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা জ্ঞান ব্যাখ্যা করেছিলেন। এটি মার্গশীর্ষ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে (11 তম দিন) পালন করা হয়। 2022 সালে, 3 ডিসেম্বর গীতা জয়ন্তী পালিত হয়েছে। 
  13. অস্ট্রেলিয়ার Superstars of STEM হিসাবে নির্বাচিত হওয়া 60 জন বিজ্ঞানী, প্রযুক্তিবিদ, প্রকৌশলী এবং গণিতবিদদের মধ্যে তিনজন ভারতীয় বংশোদ্ভূত মহিলা স্থান অর্জন করেছেন ।   
  14. রাকেশ ভাল্লা, 2022-23 সালের জন্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া-র ভাইস-প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন।  
  15. চেন্নাই ম্যাথমেটিকাল ইনস্টিটিউট (CMI)-এর  অবসরপ্রাপ্ত সম্মানীয় রাজীব লক্ষ্মণ কারান্দিকরকে ভারত সরকার তিন বছরের জন্য ভারতের জাতীয় পরিসংখ্যান কমিশন (NSC)-এর পার্ট-টাইম চেয়ারপার্সন হিসাবে  নিযুক্ত করেছে।     
  16. লন্ডনের একটি অনুষ্ঠানে ব্রিটিশ লেখিকা ক্যাথরিন রুন্ডেলের জীবনী ‘Super-Infinite: The Transformations of John Donne’ 50,000 পাউন্ড ($59,000) বেইলি গিফোর্ড পুরস্কারের বিজয়ী হিসাবে মনোনীত হয়েছে।     
  17. 2 ডিসেম্বর বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ভিস্তারা বিমান সংস্থার পুনে থেকে সিঙ্গাপুর পর্যন্ত একটি সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালু করেছেন।   

 

Related Post