18 ডিসেম্বর, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Dec 19 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

18 ডিসেম্বর, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকারের প্রচার করার জন্য প্রতি বছর 18 ডিসেম্বর সংখ্যালঘু অধিকার দিবস পালন করা হয়। 
  2. বিশ্বব্যাপী অভিবাসীদের সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতার প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য প্রতি বছর 18 ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হয়।
  3. বিশ্বজুড়ে যৌনকর্মীদের বিরুদ্ধে সংঘটিত ঘৃণ্য অপরাধের প্রতি মনোযোগ কেন্দ্রীভূত করার জন্য প্রতি বছর 17 ডিসেম্বর বিশ্বজুড়ে যৌনকর্মীদের বিরুদ্ধে সহিংসতা বন্ধের আন্তর্জাতিক দিবস পালিত হয়।    
  4. মেসির আর্জেন্টিনা ছয়বার ফাইনাল ম্যাচ খেলে তাদের তৃতীয় বিশ্বকাপ ট্রফি জিতেছে। ফ্রান্সকে পেনাল্টিতে 4- 2 গোলে (অতিরিক্ত সময়ের পরে 3-3) পরাজিত করে তারা পুরুষদের ফুটবলের সবচেয়ে বড় পুরস্কার জিতেছে।   
    • শীর্ষ 4 দলের র‍্যাঙ্কিং: আর্জেন্টিনা (বিজয়ী), ফ্রান্স (দ্বিতীয়), ক্রোয়েশিয়া (তৃতীয়) এবং মরক্কো (চতুর্থ)
    • গোল্ডেন বুট পুরস্কার: কিলিয়ান এমবাপে (ফ্রান্স); (8 গোল)  
    • গোল্ডেন বল পুরস্কার: লিওনেল মেসি (আর্জেন্টিনা); (7টি গোল এবং 3টি সহায়তা প্রদান)
    • গোল্ডেন গ্লাভ অ্যাওয়ার্ড: এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)
    • ফিফা ইয়ং প্লেয়ার অ্যাওয়ার্ড: এঞ্জো ফার্নান্দেজ (আর্জেন্টিনা)
  5. ব্রিটিশ সাপ্তাহিক, The Economist 2022 সালের বিশ্ব খাদ্য নিরাপত্তা সূচক বা গ্লোবাল ফুড সিকিউরিটি ইনডেক্স (GFSI) রিপোর্ট প্রকাশ করেছে। এই রিপোর্ট অনুযায়ী দক্ষিণ আফ্রিকা, তিউনিসিয়াকে পিছনে ফেলে আফ্রিকার সবচেয়ে খাদ্য নিরাপত্তা দেশ হিসাবে স্বীকৃতি লাভ করেছে।           
  6. ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (IEA), ‘Coal 2022: Analysis and Forecast to 2025’ নামক তার বার্ষিক প্রতিবেদনে দাবি করেছে যে, বিশ্বের দুটি বৃহত্তম কয়লা গ্রাহক দেশ চীন এবং ভারত বিশ্বের বৃহত্তম উৎপাদক এবং শীর্ষ দুই কয়লা আমদানিকারক।     
  7. পশু দত্তক গ্রহণ এবং ভেগান ফ্যাশনকে সমর্থন করার জন্য অভিনেত্রী সোনাক্ষী সিনহা PETA (People for Ethical Treatment of Animals) ভারতের 2022 সালের পার্সন অফ দ্য ইয়ার খেতাবে ভূষিত হয়েছেন। 
  8. 16 ডিসেম্বর, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা মেঘালয়ের তুরা-র দাকোপগ্রে-তে পিএ সাংমা স্পোর্টস কমপ্লেক্সে একটি ফুটবল স্টেডিয়ামের উদ্বোধন করেছেন।     
  9. 2022 সালের অ্যাসোসিয়েশন অফ টেনিস প্রফেশনালস অ্যাওয়ার্ডস বিজয়ীদের মধ্যে কয়েকজন হলেন, ক্যারলস আলকারাজ, রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচ, অ্যান্ডি মারে৷  
  10. কেন্দ্রীয় কর্পোরেট বিষয়ক মন্ত্রকের সচিব মনোজ গোভিলকে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI)-র বোর্ডে মনোনীত করেছে৷   
  11. পৃথিবী পৃষ্ঠের প্রায় সমস্ত জল ট্র্যাক করার জন্য 16 ডিসেম্বর US National Aeronautics and Space Administration (NASA) এবং ফরাসি মহাকাশ গবেষণা সংস্থা, Centre National d’Etudes Spatiales (CNES) যৌথভাবে সারফেস ওয়াটার অ্যান্ড ওশান টোপোগ্রাফি (SWOT) মিশন শুরু করেছে ।       
  12. 17 ডিসেম্বর কর্ণাটকের বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত দৃষ্টিশক্তিহীনদের তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত জয়লাভ করেছে।          
  13. 17 ডিসেম্বর ভারতীয় বংশোদ্ভূত লিও ভারাদকার দ্বিতীয়বার আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন।  
  14. 17 ডিসেম্বর ভারতীয় মহিলা হকি দল স্পেনের ভ্যালেনসিয়ায় উদ্বোধনী FIH নেশনস কাপে জয়লাভ করেছে।  
  15. 18 ডিসেম্বর লখনউতে ইন্ডিয়ান হিস্টোরিক্যাল রেকর্ডস কমিটির (IHRC) 63তম অধিবেশনের উদ্বোধন করা হয়েছে।     

 

Related Post