21 জানুয়ারি, 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Mar 5 2023 কারেন্ট অ্যাফেয়ার্স

21 জানুয়ারি, 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. ভারত ও নেপালের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে এবং দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক প্রচার করার জন্য ভারতীয় রেল 17 ফেব্রুয়ারি থেকে ভারতের অযোধ্যা এবং নেপালের জনকপুরের তীর্থস্থানগুলির সাথে সংযোগস্থাপনকারী একটি রুটে ভারত গৌরব ডিলাক্স এসি ট্যুরিস্ট ট্রেন চালু করার কথা ঘোষণা করেছে। 
  2. সাংবাদিক-লেখক হরিশ দামোদরন-কে, তার বই ‘Broke to Breakthrough: The Rise of India’s Largest Private Dairy Company’-র জন্য 17 জানুয়ারি গাজা ক্যাপিটাল বিজনেস বুক পুরস্কার  2022-এর বিজয়ী হিসাবে ঘোষণা করা হয়েছে। 
  3. ভারত, গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্স 2023-এ 145টি দেশের মধ্যে চতুর্থ স্থান অর্জন করেছে। 
  4. 17 জানুয়ারি, মাস্টারকার্ড ভারতে তার প্রধান শিক্ষা কার্যক্রম, Girls4Tech, STEM (Science, Technology, Engineering, and Math) সম্প্রসারণের কথা ঘোষণা করেছে। 
  5. সম্মিলিত জাতিপুঞ্জের শিশু তহবিল (ইউনিসেফ)-এর ‘Transforming Education with Equitable Financing’ নামক প্রতিবেদন অনুসারে, নিম্ন ও মধ্যম আয়সম্পন্ন দেশে, দরিদ্র পরিবারের শিশুরা, জাতীয় সর্বজনীন শিক্ষা তহবিল থেকে সবচেয়ে কম উপকৃত হয়। 
  6. ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (NASA) এবং জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (JAXA)-এর প্রথম যৌথ মিশন, জিওটেল মহাকাশযান, কক্ষপথ মিশনে 30 বছর নিযুক্ত থাকার পর, তার ডেটা রেকর্ডারের বাকি থাকা অংশটি ব্যর্থ হওয়ায় সেটি অবসর গ্রহণ করেছে।
  7. ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (WEF), স্বাস্থ্যসেবা এবং জীবন বিজ্ঞানের উপর দৃষ্টি নিবদ্ধ করে চতুর্থ শিল্প বিপ্লবের কেন্দ্র (C4IR তেলেঙ্গানা) প্রতিষ্ঠার জন্য হায়দ্রাবাদ শহরকে বেছে নিয়েছে। 
  8. প্রগতিশীল রাজনীতির বিশ্বব্যাপী ব্যক্তিত্ব, জেসিন্ডা আর্ডার্ন, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন।
  9. ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে এমএস ধোনির দীর্ঘদিনের রেকর্ড ভেঙে ভারতের হয়ে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড গড়েছেন। 
  10. 18 জানুয়ারি, সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ পরিষদ (UNGA), ডেনমার্কের ইঙ্গার অ্যান্ডারসেনকে দ্বিতীয় 4 বছরের মেয়াদের জন্য সম্মিলিত জাতিপুঞ্জের পরিবেশ কর্মসূচি (UNEP)-র নির্বাহী পরিচালক (ED) হিসাবে নির্বাচিত করেছে, যেটি 2023 সালের 15 জুন থেকে  2027 সালের 14 জুন পর্যন্ত কার্যকরী থাকবে। 
  11. 18 জানুয়ারি জলশক্তি মন্ত্রক, কেন-বেতোয়া লিঙ্ক প্রকল্পের  স্টিয়ারিং কমিটি (SC-KBLP)-র তৃতীয় সভার আয়োজন করেছে। 
  12. ভারতীয় সেনাবাহিনী HQ আর্মি ট্রেনিং কমান্ড (ARTRAC)-এর অধীনে 2022 সালের অক্টোবর মাস থেকে 2023 সালের জানুয়ারি মাস পর্যন্ত ‘SAINYA Ranakshetram 2.0’ নামক হ্যাকাথনের দ্বিতীয় সংস্করণের আয়োজন করেছে। 
  13. হাশিম আমলা দক্ষিণ আফ্রিকার সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটারদের তালিকায় নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়ে 18 জানুয়ারি তার 22 বছরের ক্রিকেট কেরিয়ারের সমাপ্তি ঘটিয়েছেন। 
  14. MSN গ্রুপ, Palborest ব্র্যান্ডের অধীনে স্তন ক্যান্সারের উন্নত থেরাপির জন্য তৈরি  বিশ্বের প্রথম জেনেরিক Palbociclib ট্যাবলেট চালু করেছে।
  15. লোকসভার স্পিকার ওম বিড়লা 16-21 জানুয়ারি পর্যন্ত কেনিয়া এবং তানজানিয়ায় একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন।
  16. 17 জানুয়ারি, বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি, ফরাসি সন্ন্যাসিনী লুসিলে র‍্যান্ডন 118 বছর বয়সে প্রয়াত হয়েছেন।

 

Related Post