29 জানুয়ারি, 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Mar 6 2023 কারেন্ট অ্যাফেয়ার্স

29 জানুয়ারি, 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. প্রতি বছর জানুয়ারি মাসের শেষ রবিবার বিশ্ব কুষ্ঠ দিবস (WLD) পালিত হয়। 2023 সালে, 29 জানুয়ারি বিশ্ব কুষ্ঠ দিবস পালন করা হয়েছে। 2023 সালের বিশ্ব কুষ্ঠ দিবসের থিম হল “Act Now. End Leprosy.” 
  2. মিশেল ইয়োহ প্রথম এশীয় মহিলা যিনি তার সিনেমা ‘The Everything Everywhere All at Once’-এ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর অস্কার মনোনয়ন পেয়েছেন।
  3. জেপি মরগ্যান চেজ অ্যান্ড কোম্পানি প্রবদেব সিংকে সংস্থাটির ভারতে নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে নিয়োগের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের অনুমোদন পেয়েছে।
  4. বালকৃষ্ণ বিঠলদাস দোশী (মরণোত্তর), জাকির হুসেন, এস এম কৃষ্ণ, দিলীপ মহলানবীশ (মরণোত্তর), শ্রীনিবাস বর্ধন এবং মুলায়ম সিং যাদব (মরণোত্তর) ভারতের 74তম প্রজাতন্ত্র দিবসের সন্ধ্যায় পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত হয়েছেন।
  5. Oppo India এবং সরকারের কমন সার্ভিস সেন্টার (CSC) অ্যাকাডেমি দেশে 10,000 জন মহিলাকে সাইবার সিকিউরিটি এবং সাইবারের ইতিবাচক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার কথা ঘোষণা করেছে।
  6. ভারতের 74তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ছত্তিশগড়ের বেকার যুবকদের 2023-24 অর্থবর্ষ থেকে মাসিক ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন।
  7. রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ছয়জন ভারতীয় তটরক্ষী কর্মীকে তটরক্ষক পদক প্রদান করেছেন।
  8. এমপ্লয়িজ প্রোভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) একটি পুনর্গঠিত Nidhi Aapke Nikat প্রোগ্রামের মাধ্যমে দেশের সমস্ত জেলা নিয়ে একটি বিশাল জেলা প্রচার কর্মসূচি চালু করেছে।
  9. নীতি আয়োগ, শিক্ষা মন্ত্রকের অধীনস্থ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এবং ইন্টেল ইন্ডিয়া, আনুষ্ঠানিক পাঠ্যক্রমের মধ্যে AI এবং Tinkering-এর মতো ভবিষ্যৎ দক্ষতাগুলি নিহিত করে শিক্ষাক্ষেত্রে পরিবর্তন আনতে সহযোগিতা করেছে।
  10. মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে 12টি চিতা স্থানান্তর করার জন্য ভারত দক্ষিণ আফ্রিকার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
  11. ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের স্বয়ংক্রিয় প্রতিষ্ঠান, বেঙ্গালুরুর জওহরলাল নেহরু সেন্টার ফর অ্যাডভান্সড সায়েন্টিফিক রিসার্চ (JNCASR)-এর বিজ্ঞানীদের একটি দল, যারা নাইট্রাইড-ভিত্তিক উপকরণ নিয়ে কাজ করছিলেন তারা নিউরোমরফিক কম্পিউটিং-এর হার্ডওয়্যার তৈরির জন্য তাদের পটভূমিকে ব্যবহার করেছেন।
  12. ভারতীয় নৌবাহিনী, ভারত মহাসাগরীয় অঞ্চল (IOR)-এ উল্লেখযোগ্য দ্বিবার্ষিক সামুদ্রিক অনুশীলন,‘Theatre Level Operational Readiness Exercise (TROPEX)’-এর 2023 সালের সংস্করণ পরিচালনা করছে।
  13. 27 জানুয়ারি, কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন এবং জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ন্যাশনাল লজিস্টিক পোর্টাল (Marine) উদ্বোধন করেছিলেন।
  14. রান করার সময় আয়ারল্যান্ডের অ্যান্ডি মেকব্রাইনকে রান আউট না করার সিদ্ধান্তের জন্য নেপালের উইকেটরক্ষক আসিফ শেখকে আইসিসি স্পিরিট অফ ক্রিকেট অ্যাওয়ার্ড 2022-এর জন্য মনোনীত করা হয়েছে।
  15. 1985 ব্যাচের ইন্ডিয়ান রেলওয়ে ইঞ্জিনিয়ারিং সার্ভিসের সিনিয়র অফিসার নরেশ লালওয়ানি, সেন্ট্রাল রেলওয়ের নতুন জেনারেল ম্যানেজার হিসাবে দায়িত্বগ্রহণ করেছেন।
  16. বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ মনসুখ মান্ডাভিয়া, ভারতে কোভিড-19-এর বিরুদ্ধে ভারত বায়োটেক দ্বারা উৎপাদিত প্রথম ন্যাসাল ভ্যাকসিন, iNCOVACC-এর প্রবর্তন করেছিলেন।

 

Related Post