11 ফেব্রুয়ারি, 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Mar 27 2023 কারেন্ট অ্যাফেয়ার্স

11 ফেব্রুয়ারি, 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে নারীদের উল্লেখযোগ্য অবদানকে স্বীকৃতি দিতে সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ পরিষদ 11 ফেব্রুয়ারিকে ইন্টারন্যাশনাল ডে অফ উইমেন অ্যান্ড গার্লস ইন সায়েন্স হিসাবে মনোনীত করেছে।অষ্টম ইন্টারন্যাশনাল ডে অফ উইমেন অ্যান্ড গার্লস ইন সায়েন্স-এর থিম হল “Innovate. Demonstrate. Elevate. Advance (IDEA): Bringing communities Forward for sustainable and equitable development”।
  2. ইউনানি পদ্ধতিতে চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে প্রতি বছর 11 ফেব্রুয়ারি বিশ্ব ইউনানি দিবস পালিত হয়। এই দিনটিকে মহান ভারতীয় ইউনানি পণ্ডিত এবং সমাজ সংস্কারক, মহম্মদ আজমল খান-এর জন্মবার্ষিকী হিসাবেও চিহ্নিত করা হয়। 2023 সালের বিশ্ব ইউনানি দিবসের থিম হল “Unani Medicine for Public Health”।
  3. অসুস্থদের জন্য প্রার্থনা করার বার্ষিক দিনটি চিহ্নিত করতে 11 ফেব্রুয়ারি সারা বিশ্বে ওয়ার্ল্ড ডে অফ দ্য সিক পালিত হয়।
  4. কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া-র অধীনস্থ ভারতের জাতীয় স্বীকৃতি ব্যবস্থা, গ্লোবাল কোয়ালিটি ইনফ্রাস্ট্রাকচার ইনডেক্স (GQII) 2021-এ বিশ্বে পঞ্চম স্থান অর্জন করেছে।
  5. প্রবীণ সাংবাদিক ড. এ.বি.কে. প্রসাদকে সাংবাদিকতায় শ্রেষ্ঠত্বের জন্য ‘রাজা রামমোহন রায় জাতীয় পুরস্কার’-এর বিজয়ী হিসাবে নির্বাচিত করা হয়েছে।
  6. 6 ফেব্রুয়ারি সিরিয়া এবং তুরস্কতে ভূমিকম্প হওয়ার পর ভারত সরকার দুটি দেশকে সাহায্য করার জন্য ‘অপারেশন দোস্ত’ নামক একটি উদ্ধার অভিযান শুরু করেছে।
  7. রাজস্থানের মুখ্য সচিব ঊষা শর্মা নয়াদিল্লির বিকানীর হাউসে ভাস্কর্য পার্কের উদ্বোধন করেছেন।এটি বিকানীর হাউসের ঐতিহ্যবাহী পরিবেশে আধুনিক এবং সমসাময়িক শিল্প ও সংস্কৃতির সংমিশ্রণ প্রদর্শন করে।
  8. ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (IISc), অন-চিপ ইলেক্ট্রোস্ট্যাটিক ডিসচার্জ (ESD) সুরক্ষার ক্ষেত্রে গবেষণা ও উন্নয়নের জন্য স্যামসাং সেমিকন্ডাক্টর ইন্ডিয়া রিসার্চ-এর সাথে অংশীদারিত্ব করেছে।
  9. MobiKwik প্রথম ফিনটেক অ্যাপ যেটি UPI-তে RuPay ক্রেডিট কার্ডকে সহায়তা প্রদান করবে।
  10. 7 ফেব্রুয়ারি, আইনজীবী লক্ষণা চন্দ্র ভিক্টোরিয়া গৌরী, মাদ্রাজ হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসাবে নিযুক্ত হয়েছেন।
  11. ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়া নিয়ে গঠিত চতুর্ভুজ নিরাপত্তা সংলাপ বা কোয়াড, তাদের দেশগুলি জুড়ে সাইবার নিরাপত্তা উন্নত করার জন্য 8 ফেব্রুয়ারি একটি সর্বজনীন প্রচারাভিযান ‘কোয়াড সাইবার চ্যালেঞ্জ’ চালু করেছে।
  12. গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েতি রাজ মন্ত্রী গিরিরাজ সিং 9 ফেব্রুয়ারি নয়াদিল্লিতে মিশন অন্ত্যোদয় সার্ভে (MAS) 2022-23-এর উদ্বোধন করেছেন।
  13. কেরালা সরকার, ত্রিবান্দ্রম এবং কোচিতে গ্রিন হাইড্রোজেন হাব তৈরির জন্য 200 কোটি অর্থের একটি প্রকল্পের কথা ঘোষণা করেছে। কেরালার লক্ষ্য হল 2040 সালের মধ্যে 100 শতাংশ পুনর্নবীকরণযোগ্য শক্তি-নির্ভর রাজ্য এবং 2050 সালের মধ্যে একটি কার্বন-নির্গমনবিহীন রাজ্যে পরিণত হওয়া।
  14. 10 ফেব্রুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকায় আইসিসি টি-টোয়েন্টি মহিলা বিশ্বকাপ শুরু হয়েছে।
  15. মার্কিন মহাকাশ সংস্থা নাসা ঘোষণা করেছে যে, সংস্থাটির “সম্পূর্ণ-ইলেকট্রিক” প্লেন X-57 শীঘ্রই তার যাত্রা শুরু করবে। বিমানটির ডানা বরাবর 14টি প্রপেলার রয়েছে এবং এটি সম্পূর্ণরূপে বিদ্যুত দ্বারা চালিত।
  16. 14-26 ফেব্রুয়ারি, ন্যাশনাল স্কুল অফ ড্রামা (NSD) ভারত রঙ্গ মহোৎসব (BRM)-এর 22তম সংস্করণের আয়োজন করছে।

 

 

Related Post