12 ফেব্রুয়ারি, 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Mar 27 2023 কারেন্ট অ্যাফেয়ার্স

12 ফেব্রুয়ারি, 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. ন্যাশনাল প্রোডাক্টিভিটি কাউন্সিল অফ ইন্ডিয়া (NPC)-এর প্রতিষ্ঠা দিবস এবং উৎপাদনশীলতা, দক্ষতা ও উদ্ভাবন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে প্রতি বছর 12 ফেব্রুয়ারি সারা ভারতে ন্যাশনাল প্রোডাক্টিভিটি ডে বা ন্যাশনাল প্রোডাক্টিভিটি কাউন্সিল ফাউন্ডেশন ডে পালিত হয়।প্রতি বছর 12-18 ফেব্রুয়ারি পর্যন্ত ন্যাশনাল প্রোডাক্টিভিটি উইক-এর অংশ হিসাবে ন্যাশনাল প্রোডাক্টিভিটি ডে পালিত হয়। 2023 সালের ন্যাশনাল প্রোডাক্টিভিটি ডে-এর থিম হল “Productivity, Green Growth, and Sustainability: Celebrating India’s G20 Presidency”।
  2. উনিশ শতকের ব্রিটিশ প্রকৃতিবিজ্ঞানী, চার্লস রবার্ট ডারউইন যিনি ‘The Theory of Natural Selection’-এর জন্য সুপরিচিত, তাঁর জন্মবার্ষিকী স্মরণে প্রতি বছর 12 ফেব্রুয়ারি সারা বিশ্বে আন্তর্জাতিক ডারউইন দিবস পালন করা হয়।
  3. 7 ফেব্রুয়ারি, Skye Air, ড্রোনের জন্য ভারতের প্রথম ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে।
  4. 9 ফেব্রুয়ারি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গুরুগ্রামের ওম শান্তি রিট্রিট সেন্টারে ‘Women as Foundation of Value-based Society’ বিষয়ক জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন।
  5. Licious-এর উদ্ভিদ-ভিত্তিক মাংসের ব্র্যান্ড, UnCrave, জনপ্রিয় কমিক, অভিনেতা এবং সঙ্গীতশিল্পী বীর দাসকে সংস্থাটির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে নিযুক্ত করেছে।
  6. মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাসোসিয়েশন ফর ট্যালেন্ট ডেভেলপমেন্ট (ATD), দেশের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা, NTPC লিমিটেড-কে  ‘ATD বেস্ট অ্যাওয়ার্ডস 2023’-এ ভূষিত করেছে।
  7. 9 ফেব্রুয়ারি, সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী বীরেন্দ্র কুমার নয়াদিল্লিতে নেশা মুক্ত ভারত অভিযানের অধীনে 25 টি আসক্তি চিকিৎসা সুবিধা (ATF), জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন।
  8. ঔষধ প্রস্তুতকারক সংস্থা Pfizer Limited, 3 এপ্রিল থেকে পাঁচ বছরের জন্য মীনাক্ষী নেভাতিয়াকে অ্যাডিশনাল ডিরেক্টর এবং ম্যানেজিং ডিরেক্টর হিসাবে  নিয়োগের কথা ঘোষণা করেছে।
  9. 11 ফেব্রুয়ারি, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর এবং কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী কিষাণ রেড্ডি হায়দরাবাদে ফর্মুলা ই চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেছেন।
  10. ইন্দোর মিউনিসিপ্যাল কর্পোরেশন যেটি পরপর ছয় বছর পরিচ্ছন্নতা সমীক্ষায় শীর্ষস্থানে রয়েছে, সেটি দেশের প্রথম সিভিক সংস্থা হিসাবে তার ওয়াটার পাম্পিং স্টেশনের 60-মেগাওয়াট সোলার প্ল্যান্টের জন্য 244 কোটি অর্থ সংগ্রহ করতে গ্রিন বন্ড চালু করবে।
  11. 11-19 ফেব্রুয়ারি, কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক মুম্বাইয়ের আজাদ ময়দানে রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসব-2023-এর আয়োজন করছে।
  12. বিদ্যুৎ মন্ত্রকের অধীনস্থ পাবলিক সেক্টর আন্ডারটেকিঙ্গস-এর একটি যৌথ উদ্যোগ, এনার্জি এফিসিয়েন্সি সার্ভিসেস লিমিটেড (EESL), ইন্ডিয়া এনার্জি উইক-এ ইন্দোনেশিয়া-মালয়েশিয়া-থাইল্যান্ড গ্রোথ ট্রায়াঙ্গেল জয়েন্ট বিজনেস কাউন্সিল (IMT-GT JBC) মালয়েশিয়ার সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
  13. ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সৌদি লীগে আল নাসেরের হয়ে সমস্ত গোল করে আল ওয়েহদাকে 4-0 গোলে পরাজিত করেছেন এবং তার ক্লাব কেরিয়ারে 500টি লিগ গোল করার খেতাব অর্জন করেছেন।
  14. ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো), গগনযান মিশনকে এগিয়ে নিয়ে যেতে ভারতীয় নৌবাহিনীর সাথে অংশীদারিত্ব করেছে।
  15. পারমাণবিক সংযোজন প্ল্যান্টে পরীক্ষা করার জন্য যুক্তরাজ্যের টোকামাক এনার্জি বিশ্বের প্রথম ‘সুপার’ চুম্বক তৈরি করেছে।
  16. 6 ফেব্রুয়ারি, জনপ্রিয় শিল্পী বি.কে.এস. বর্মা 74 বছর বয়সে বেঙ্গালুরুতে প্রয়াত হয়েছেন।

 

 

Related Post