26 নভেম্বর 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Nov 27 2021 কারেন্ট অ্যাফেয়ার্স

26 নভেম্বর  2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  • প্রতি বছর 26 নভেম্বর ভারতে জাতীয় দুধ দিবস (National Milk Day) হিসাবে পালিত হয়। ভারতে` ‘শ্বেত বিপ্লবের জনক’ ডাঃ ভার্গিস কুরিয়েন (Verghese Kurien)-এর জন্মবার্ষিকী স্মরণে 2014 সাল থেকে এই দিনটি পালন করা হচ্ছে। তাঁকে "ভারতের মিল্কম্যান" নামেও ডাকা হয়।
  • ভারতে সংবিধান গৃহীত হওয়ার দিনটিকে অর্থাৎ 26 নভেম্বর ভারতে ‘সংবিধান দিবস’ (Samvidhan Diwas) পালিত   হয়। উল্লেখ্য 1949 সালের এই দিনেই ভারতীয় সংবিধানকে প্রয়োগ করা হয় দেশের শাসনতন্ত্রে । এই দিনটির উদ্দেশ্য হল ভারতীয় সংবিধানের জনক বি.আর. আম্বেদকরের চিন্তা ও সংবিধানিক ধারণাগুলি মানুষের সামনে উপস্থাপিত করা ।
  • উত্তরপ্রদেশের জেওয়ারে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জেওয়ার বিমানবন্দর হল দিল্লি-জাতীয় রাজধানী অঞ্চলের (NCR) দ্বিতীয় আন্তর্জাতিক এরোড্রম।2024 সালের সেপ্টেম্বরের মধ্যে বিমানবন্দরটি চালু হবে বলে আশা করা হচ্ছে। একবার চালু হলে, এই বিমানবন্দরটি হবে ভারতের বৃহত্তম বিমানবন্দর।  
  • কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী, নির্মলা সীতারামন মেয়েদের জন্য জম্মু ও কাশ্মীর ব্যাঙ্কের ‘তেজস্বিনী ও হাউসলা স্কিম’ নামে দুটি স্কিম চালু করেছেন।
  • করোনভাইরাস (COVID-19)-এর বিরুদ্ধে নিরাপদ এবং কার্যকরী ভ্যাকসিন কিনতে সাহায্য করার জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (ADB) ভারত সরকারকে $1.5 বিলিয়ন ঋণ (প্রায় 11,185 কোটি টাকা) অনুমোদন করেছে।  
  • শ্রম মন্ত্রক ভিত্তি বছর 2016 অনুযায়ী মজুরি হার সূচক (wage rate index - WRI)-এর নতুন সিরিজ প্রকাশ করেছে। WRI-এর নতুন সিরিজটি  2016=100 পুরানো সিরিজ  1963-65 –টিকে বাতিল করে প্রকাশিত হয়েছে।  
  • সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর বিশেষ পরিচালক প্রবীণ সিনহা (Praveen Sinha ) চীনের সাথে জড়িত একটি  বিবাদের পরে ইন্টারন্যাশনাল ক্রাইম পুলিশ অর্গানাইজেশন (ইন্টারপোল)-এর কার্যনির্বাহী কমিটিতে এশিয়ার প্রতিনিধি নির্বাচিত হয়েছেন।  
  • প্রাক্তন সেনা কর্মকর্তা মারুফ রাজা (Maroof Raza)-র লেখা একটি  নতুন বইয়ের  শিরোনাম হল “Contested Lands: India, China and the Boundary Dispute”
  • Equitas Small Finance Bank (SFB) তার নতুন কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডের সূচনা করতে HDFC (হাউজিং ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড) ব্যাংকের সাথে অংশীদারিত্ব করেছে ।  
  • ওয়ার্ল্ড  কংগ্রেস অন ডিজাস্টার ম্যানেজমেন্ট (WCDM)-এর পঞ্চম সংস্করণের  ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করেছেন  কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।    
  • ASEM (এশিয়া-ইউরোপ মিটিং)-এর শীর্ষ সম্মেলনের 13 তম সংস্করণ 25 এবং 26 নভেম্বর, 2021-এ আয়োজন করা হয়েছে৷ কম্বোডিয়া ASEM-এর সভাপতি হিসাবে এই সম্মেলনের আয়োজন করছে৷ দুই দিনব্যাপী ASEM শীর্ষ সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে Strengthening Multilateralism for Shared Growth ।    
  • ভারত-ফ্রান্স  যৌথ সামরিক মহড়া "Ex SHAKTI- 2021" ফ্রান্সে 26 নভেম্বর, 2021-এ শেষ হয়েছে।
  • শেখ সাবাহ আল খালেদ আল হামাদ আল সাবাহ (Sheikh Sabah Al Khaled Al Hamad Al Sabah ) কুয়েতের নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন।
  • বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) 24 নভেম্বর দক্ষিণ আফ্রিকার বতসোয়ানা অঞ্চলে SARS-CoV-2 ভেরিয়েন্ট B.1.1529 –এর নতুন রূপ  সনাক্ত করেছে।এই রূপটির নাম দেওয়া হয়েছে ওমিক্রন(Omicron)। ওমিক্রন অন্যান্য ফর্মের তুলনায় আরো দ্রুত গতিতে ছড়াতে পারে।  
  • 26 নভেম্বর  শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) 16 তম ভারতীয়  ক্রিকেটার হিসেবে তার টেস্ট অভিষেকে সেঞ্চুরি করেছেন৷ তিনি 171 বলে 13টি চার এবং দুটি ছক্কায় 105 রান করেছেন৷

 

Related Post