17 ডিসেম্বর 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Dec 18 2021 কারেন্ট অ্যাফেয়ার্স

17  ডিসেম্বর 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. ভারতে 16-23 ডিসেম্বর রাজ্য জুড়েত নদী উৎসব উদযাপিত হচ্ছে।
  2. রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ 17 ডিসেম্বর ঢাকার ঐতিহাসিক শ্রী রমনা কালী মন্দির উদ্বোধন করেন, যেটি 50 বছর আগে,1971 সালে পাকিস্তানি বাহিনী কর্তৃক ধ্বংস হয়েছিল।    
  3. সম্মিলিত জাতিপুঞ্জের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) অন্ধ্রপ্রদেশ সরকারের সাথে কৃষকদের ভালো খামার ব্যবস্থাপনা অনুশীলোন এবং সংযমী কৃষি পদ্ধতির প্রশিক্ষণ দেওয়ার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে।  
  4. ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর (Anurag Singh Thakur) নয়া দিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে প্রথমবার জাতীয় স্তরে খেলো ইন্ডিয়া মহিলা হকি লিগ-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন৷    
  5. নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও অনলাইন ইনার লাইন পারমিট (ILP) মডিউল পোর্টাল চালু করেছেন৷
  6. ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা 15 ডিসেম্বর মহিলাদের জন্য বিবাহের বৈধ বয়স 18 থেকে 21 বছর করার সিদ্ধান্ত নিয়েছে।
  7. 17 ডিসেম্বর ভুটান সরকার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার - “Ngadag Pel gi khorlo” প্রদান করেছে ।
  8. আয়ুষমন্ত্রক 16 ডিসেম্বর দেশের জন্য নোডাল কেন্দ্র হিসাবে উত্তরাখণ্ড আয়ুর্বেদ বিশ্ববিদ্যালয়ে  “Marma Chikitsa” প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের ঘোষণা করেছে৷
  9. ভারত সরকার Ethanol Blended Petrol (EBP) প্রোগ্রাম -এর অধীনে ইথানলের উপর GST হার 18% থেকে কমিয়ে 5% করেছে৷
  10. অরবিন্দ কুমার (Arvind Kumar)  ভারতের সফটওয়্যার টেকনোলজি পার্কের মহাপরিচালক/ডিরেক্টর জেনেরাল হিসাবে যোগদান করেছেন। 
  11. আসাম স্কিল ইউনিভার্সিটি (ASU) প্রতিষ্ঠার মাধ্যমে দক্ষতার শিক্ষা ও প্রশিক্ষণকে শক্তিশালী করার জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (ADB)  112 মিলিয়ন  মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে।   
  12. আদানি গ্রীন এনার্জি লিমিটেড (AGEL) 4,667 মেগাওয়াট গ্রীন পাওয়ার সরবরাহ করার জন্য সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া (SECI)- এর সাথে একটি ক্রয় চুক্তি (purchase agreement) স্বাক্ষর করেছে৷ এটি বিশ্বের সর্ববৃহৎ গ্রিন পাওয়ার ক্রয় চুক্তি (Power Purchase Agreement - PPA)।
  13. রিয়ার অ্যাডমিরাল সন্দীপ মেহতা (Sandeep Mehta) Flag Officer Commanding Maharashtra Naval Area (FOMA),মুম্বাই হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
  14. ভাইস  অ্যাডমিরাল  সঞ্জয় বাৎস্যায়ন (Sanjoy Vatsayan) 16 ডিসেম্বর  ইস্টার্ন নেভাল কমান্ডের, চিফ অফ স্টাফ হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। 
  15. ভারতের TVS মোটর কোম্পানি, ভারতে BMW-এর মোটরসাইকেল ব্র্যান্ডের সাথে বৈদ্যুতিক যানবাহন (EV) তৈরি করবে ।
  16. ইতিহাসে প্রথমবার নাসার পার্কার সোলার প্রোব সূর্যের উপরের বায়ুমণ্ডলে প্রবেশ করেছে। 2018 সালে, পার্কার সোলার প্রোব উৎক্ষেপণ করার উদেশ্য ছিল সূর্যের কাছাকাছি ভ্রমণ করে এর রহস্য উন্মোচন করা।    
  17. হোয়াটসঅ্যাপ ভারতের 500টি গ্রামের জন্য ডিজিটাল পেমেন্ট উৎসব ঘোষণা করেছে। উদ্দেশ্য হল 'হোয়াটসঅ্যাপে পেমেন্ট'-এর মাধ্যমে গ্রামবাসীদের ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে ব্যবহারের ক্ষমতা বৃদ্ধি করা ।  
  18. ভারত 2022 সালে মহিলাদের অনূর্ধ্ব -18 এবং অনূর্ধ্ব-19 দক্ষিণ  এশিয়ান ফুটবল ফেডারেশন  (SAFF) চ্যাম্পিয়নশিপ-এর আয়োজন করবে।    
  19. সিমোন বাইলস(Simone Biles) টাইম ম্যাগাজিনের 2021 সালের ‘অ্যাথলিট অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন।
  20. সাতবারের ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টন (Lewis Hamilton) লন্ডনের উইন্ডসর ক্যাসেলে  ‘নাইটহুড’ (Knighthood’) খেতাব পেয়েছেন।    

Related Post