21 ডিসেম্বর 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Dec 22 2021 কারেন্ট অ্যাফেয়ার্স

21  ডিসেম্বর 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. দিল্লি মন্ত্রিসভা Delhi Teachers’ University স্থাপনের অনুমোদন দিয়েছে৷ 
  2. নাগাল্যান্ড সরকার তিনটি নতুন জেলা গঠনের কথা  ঘোষণা করেছে, নবগঠিত জেলাগুলির নাম হল - Tseminyu, Niuland এবং Chumoukedima.
  3. হরিয়ানার মুখ্যমন্ত্রী, মনোহর লাল খাট্টার (Manohar Lal Khattar) কারনাল স্মার্ট সিটি প্রকল্পের অধীনে নতুন ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার (ICCC)-এর উদ্বোধন করেছেন৷
  4. ভারতের প্রধান বিচারপতি (CJI) এন.ভি. রমনা (N.V. Ramana) এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে. চন্দ্রশেখর রাও (K. Chandrasekhar Rao) তেলেঙ্গানার হায়দ্রাবাদের নানকরামগুডায় ফিনিক্স ভি.কে. টাওয়ারে ভারতের প্রথম আন্তর্জাতিক সালিসি ও মধ্যস্থতা কেন্দ্র (International Arbitration and Mediation Centre - IAMC)-এর উদ্বোধন করেছেন৷    
  5. গুজরাট অ্যালকালিজ অ্যান্ড কেমিক্যালস লিমিটেড (GACL) এবং GAIL (ইন্ডিয়া) লিমিটেড গুজরাটে প্রতিদিন 500-কিলো লিটার (KLD) উৎপাদন ক্ষমতাসম্পন্ন একটি বায়োইথানল প্ল্যান্ট স্থাপনের জন্য একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে৷
  6. প্রসার ভারতী এবং ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্স (ICCR) ভারতীয় সংস্কৃতির প্রচারের জন্য একটি মউ (MoU) স্বাক্ষর করেছে। 
  7. ডিপার্টমেন্ট ফর প্রোমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড (DPIIT) চালু করেছে ইউনিফাইড লজিস্টিকস ইন্টারফেস প্ল্যাটফর্মের (ULIP) হ্যাকাথন - 'LogiXtics' যাতে আরও আইডিয়া ক্রাউডসোর্স করা যায় যা লজিস্টিক শিল্পকে উপকৃত করবে। 
  8. মহারাষ্ট্রের গভর্নর ভগত সিং কোশিয়ারি (Bhagat Singh Koshyari)-র উপস্থিতিতে ডাঃ রেখা চৌধুরী (Dr. Rekha Chaudhari)-র লেখা “India’s Ancient Legacy of Wellness” বইটির আনুষ্ঠানিক  উদ্বোধন হল ।   
  9. সুপ্রিম কোর্টের প্রাক্তন,  গিরিশ ঠাকুরলাল নানাবতী (Girish Thakorlal Nanavati) যিনি 2002 গোধরা দাঙ্গা এবং 1984-এর শিখ বিরোধী দাঙ্গার তদন্তের জন্য গঠিত দুটি তদন্ত কমিশনের নেতৃত্ব দিয়েছিলেন, তিনি প্রয়াত হয়েছেন।
  10. সিনিয়র কূটনীতিবিদ প্রদীপ কুমার রাওয়াত (Pradeep Kumar Rawat)-কে চিনে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে।
  11. ভারতীয় জাতীয় কংগ্রেসের (আইএনসি) একজন প্রবীণ নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী, আর.এল. জলপ্পা (R.L. Jalappa) প্রয়াত হয়েছেন।
  12. 2020-21 সালে ভারত সর্বকালের সর্বোচ্চ বার্ষিক প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (Foreign Direct Investment)-এর প্রবাহ নথিভুক্ত করেছে,যা হল  81.97 বিলিয়ন মার্কিন ডলার ।   
  13. ইন্ডিয়ান এয়ার ফোর্স (IAF) পাঞ্জাব সেক্টরে S-400 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম-এর প্রথম স্কোয়াড্রন মোতায়েন করছে।
  14. অস্ট্রিয়ার ভিয়েনার হফবার্গ প্যালেসে এক অনুষ্ঠানে অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যান ডার বেলেন (Alexander Van der Bellen)-এর কাছে কার্ল নেহামার (Karl Nehammer) অস্ট্রিয়ার নতুন চ্যান্সেলর হিসেবে শপথ গ্রহন করেছেন ।
  15. উজবেকিস্তানের তাসখন্দে অনুষ্ঠিত কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ 2021-এ ভারত মোট 16টি পদক জিতেছে। তার মধ্যে 4টি স্বর্ণ, 7টি রৌপ্য এবং 5টি ব্রোঞ্জ পদক রয়েছে৷  
  16. টেনিস তারকা এমা রাদুকানু (Emma Raducanu) 2021 সালের জন্য BBC-এর ‘বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্ব’(BBC’s ‘Sports Personality of the Year’) নির্বাচিত হয়েছেন।

Related Post