4 জানুয়ারি 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Jan 5 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

4 জানুয়ারি 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. 2019 সাল থেকে 4 জানুয়ারী বিশ্বব্যাপী ‘বিশ্ব ব্রেইল দিবস’  (‘World Braille Day’ ) পালিত হয়। দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ব্রেইলের উদ্ভাবক লুই ব্রেইল(Louis Braille)-এর জন্মবার্ষিকী স্মরণ করে দিনটি উদযাপন করা হয় ।   
  2. লাদাখে,  তিব্বতীয় বৌদ্ধধর্মের ঐতিহ্যগত 'লোসার উৎসব' (Losar Festival) নববর্ষের শুরুতে উদযাপিত হয়। 
  3. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুর এবং ত্রিপুরা সফরকালে,মণিপুরে 4,800 কোটি টাকা মুল্যের উন্নয়ন প্রকল্পের কথা ঘোষণা করেছেন এবং  ত্রিপুরা ‘মহারাজা বীর বিক্রম বিমানবন্দর’-এ দুটি  উন্নয়নমূলক উদ্যোগের সাথে নতুন সমন্বিত টার্মিনাল নির্মাণের কথাও ঘোষণা করেছেন।   
  4. আয়ুষ মন্ত্রক আয়ুষ আহার’  নামে একটি প্রকল্প চালু করেছে। মন্ত্রকের আয়ুষ ভবন ক্যান্টিনে এটি চালু করা হয়েছে। প্রকল্পের লক্ষ্য পুষ্টিকর খাদ্যের মাধ্যমে স্বাস্থ্যকর জীবনযাত্রার প্রচার করা।     
  5. সোমর হ্রদ এবং নাথুলা বর্ডার পাসকে গ্যাংটকের সাথে সংযোগকারী 'নরেন্দ্র মোদি মার্গ' নামে দ্বিতীয় রাস্তাটি আনুষ্ঠানিকভাবে রাজ্যপাল গঙ্গা প্রসাদ ( Ganga Prasad) উদ্বোধন করেছিলেন৷ পুরোনো রুটটির নাম জওহরলাল নেহেরু রোড।  
  6. উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেছেন যে উত্তরপ্রদেশের ঝাঁসির ‘ঝাঁসি রেলওয়ে স্টেশন’-এর নাম পরিবর্তন করে রানি লক্ষ্মীবাঈয়ের সম্মানে "বীরাঙ্গনা লক্ষ্মীবাঈ রেলওয়ে স্টেশন" রাখা হয়েছে৷ 
  7. 31 ডিসেম্বর, 2021 পর্যন্ত স্বচ্ছ ভারত মিশন (গ্রামীণ) ফেজ-II প্রোগ্রাম’-এর অধীনে সর্বাধিক সংখ্যক উন্মুক্তস্থানে মলত্যাগ মুক্ত (Open Defecation Free - ODF প্লাস) গ্রামের তালিকায় দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে তেলেঙ্গানা।    
  8. “The Prohibition of Child Marriage (Amendment) Bill, 2021” নিয়ে আলোচনা করার জন্য একজন মহিলা প্রতিনিধি সহ মোট 31 জন সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি  গঠিত হয়েছে। টিএমসি সাংসদ সুস্মিতা দেব (Sushmita Dev) এই কমিটিতে একমাত্র মহিলা প্রতিনিধি।
  9. 25 ফেব্রুয়ারি, 2022 থেকে বিশাখাপত্তনমে আয়োজিত বহুজাতিক নৌ মহড়া মিলান’-এ অংশগ্রহণের জন্য ভারত মোট 46টি বন্ধুত্বপূর্ণ বিদেশী দেশকে আমন্ত্রণ জানিয়েছে।
  10. ক্ষুদ্র সঞ্চয় স্কিমগুলির সুদের হার 2021-2022 -এর চতুর্থ ত্রৈমাসিক (জানুয়ারি - ফেব্রুয়ারি - মার্চ 2022)-এ, 2021-22  -এর তৃতীয় ত্রৈমাসিক (অক্টোবর-ডিসেম্বর 2021)-এর মতো একই থাকবে৷ উল্লেখ্য যে, ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলিতে সর্বাধিক অবদানকারী  রাজ্য হল পশ্চিমবঙ্গ এবং উত্তর প্রদেশ হল দ্বিতীয় ।     
  11. তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw ) ভারতে সেমিকন্ডাক্টর ওয়েফার ফ্যাব্রিকেশন সুবিধা স্থাপনের জন্য বড় বিনিয়োগ আকর্ষণ করার জন্য ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন (ISM) চালু করেছেন।
  12. বলিউডের চলচ্চিত্র প্রযোজক বিজয় গালানি(Vijay Galani) প্রয়াত হয়েছেন। তিনি ব্লাড ক্যান্সারে ভুগছিলেন এবং চিকিৎসার জন্য লন্ডনে ছিলেন।
  13. টেসলার প্রতিষ্ঠাতা এবং সিইও ইলন মাস্ক (Elon Musk), তাঁর বৈদ্যুতিক যানবাহন কোম্পানির অটোপাইলট দলের জন্য ভারতীয় বংশোদ্ভূত অশোক ইলুস্বামীই (Ashok Elluswamy)-কে প্রথম কর্মচারী হিসাবে নিয়োগ করেছেন৷   
  14. রাশিয়া , একটি ফ্রিগেট থেকে প্রায় 10টি নতুন Tsirkon (Zircon) হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একটি সাবমেরিন থেকে অন্য দুটি ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা করেছে।  
  15. ফ্রান্সের বিজ্ঞানীরা এবং বিশেষজ্ঞরা 'IHU' নামে পরিচিত COVID-19-এর একটি নতুন রূপ (variant) শনাক্ত করেছেন। নতুন রূপ (variant)-টি ওমিক্রনের চেয়ে বেশি মিউটেড স্ট্রেন বলে জানা গেছে।   
  16. প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার (Tony Blair), ডাচেস  অফ কর্নওয়াল এবং ব্যারনেস আমোস (Baroness Amos)-কে ইংল্যান্ডের প্রাচীনতম এবং বীরত্বপূর্ণ  অর্ডার অর্ডার অফ দ্য গার্টার’-এর সদস্য হিসাবে নিযুক্ত করা হয়েছে।   
  17. 2 জানুয়ারী, 2022-এ কেপটাউনে দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টে একটি বিশাল অগ্নিকাণ্ড হয়েছে৷ আগুনের ফলে পুরানো জাতীয় পরিষদের ছাদ ধসে পড়েছে৷ কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।  
  18. 3 জানুয়ারী, 2022-এ জোহান্সবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের দ্বিতীয় টেস্টের সময় অধিনায়কের ভূমিকা নেওয়ার পরে কে.এল. রাহুল (K.L. Rahul) টেস্ট ম্যাচে ভারতকে নেতৃত্ব দানকারী 34 তম ভারতীয় ৷        

 

Related Post