22 জানুয়ারি 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Jan 23 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

22 জানুয়ারি 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘Azadi Ke Amrit Mahotsav se Swarnim Bharat Ki Ore’ অনুষ্ঠানের উদ্বোধন করেছেন।
  2. ভারতের প্রজাতন্ত্র দিবস 2022-এ কোনও বিদেশীকে  প্রধান অতিথি  হিসাবে আমন্ত্রণ জানায়নি। বর্তমানে  কোভিড-19 সংক্রমণ  বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
  3. ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ডিজিটাল সরকার মিশন প্রতিষ্ঠা করেছে। এই মিশন নাগরিকদের মেশিন লার্নিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সরকারী সেবা প্রদান করবে।
  4. কয়লা মন্ত্রকের সচিব  ডঃ অনিল কুমার জৈন (Dr. Anil Kumar Jain), "কয়লা দর্পণ"  নামে একটি  পোর্টাল তৈরি  করেছেন৷
  5. 19 জানুয়ারি ভারতের ত্রিপুরা রাজ্য জুড়ে কোকবোরোক ভাষার বিকাশের লক্ষ্যে কোকবোরোক দিবস (Kokborok Day) পালিত হয়, যা ত্রিপুরী ভাষা দিবস (Tripuri Language Day ) নামেও পরিচিত  ।
  6. কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের, প্রশাসন রিয়াসি জেলার জেরি  বসতিকে  কেন্দ্রশাসিত অঞ্চলের প্রথম ‘Milk Village’ হিসাবে ঘোষণা করা হয়েছে এবং ইন্টিগ্রেটেড ডেইরি ডেভেলপমেন্ট স্কিম (IDDS)-এর অধীনে আরও 57টি দুধের  ফার্ম স্থাপনের অনুমোদন দিয়েছে।     
  7. চঞ্চল কুমার (Chanchal Kumar)-কে  সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের অধীনে ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (NHIDCL)-এর  ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে।     
  8. Essar Golbal Fund Ltd-এর বিনিয়োগ ব্যবস্থাপক, Essar Capital Ltd. অনিল কুমার চৌধুরী (Anil Kumar Chaudhary)-কে  মেটাল এবং মাইনিং বিসনেস জন্য চিফ এক্সেকিউটিভে অফিসার (CEO) নিযুক্ত করেছে৷  
  9. জলবায়ু পরিবর্তনের  প্রতিকূলতায় সহনশীলতা জোরদার করার মাধ্যমে ভারতের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের খাদ্য নিরাপত্তা  প্রদানের জন্য ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ফুড প্রোগ্র্যাম এবং ওড়িশা সরকার হাত মিলিয়েছে।   
  10. আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) তার ওয়ার্ল্ড এমপ্লয়মেন্ট এন্ড সোশ্যাল আউটলুক – ট্রেন্ডস 2022 (WESO Trends) রিপোর্ট প্রকাশ করেছে। WESO ট্রেন্ডস 2022 এবং 2023-এর ব্যাপক শ্রম বাজার অনুমান অন্তর্ভুক্ত করে রিপোর্টটি প্রকাশ করেছে । 
  11. জাহ্নবী ডাঙ্গেটি (Jahnavi Dangeti), অন্ধ্র প্রদেশের একটি অল্পবয়সী মেয়ে, মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামার কেনেডি স্পেস সেন্টার থেকে  NASA-এর ইন্টারন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস প্রোগ্রাম (iasp nasa) সম্পূর্ণ করেছে। তিনি প্রথম ভারতীয় যিনি এই কীর্তি অর্জন করলেন৷
  12. Paytm -এর প্রতিষ্ঠাতা বিজয় শেখর শর্মা (Vijay Shekhar Sharma )-কে বিশ্বব্যাপী ইন্টারনেট সংস্থা ICANN দ্বারা  ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স স্টিয়ারিং গ্রুপ (UASG) –এর  অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করা হয়েছে৷
  13. বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন (Sushmita Sen ) ওয়াশিংটন ডিসি সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল (DCSAFF) 2021-এ ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ওয়ার্কিং উইমেন অ্যাওয়ার্ড পেয়েছেন।
  14. প্রাক্তন ভারতীয় ফুটবলার সুভাষ ভৌমিক (Subhas Bhowmick), 2022 সালের জানুয়ারিতে প্রয়াত হয়েছেন।
  15. IPL 2022 মুম্বাই এবং পুনেতে  দর্শক শূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।  

Related Post