24 জানুয়ারি 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Jan 25 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

24 জানুয়ারি 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. ভারতে, প্রতি বছর 24 জানুয়ারি  ‘জাতীয় কন্যা শিশু দিবস’  (‘National Girl Child Day’ - NGCD)  পালন করা হয়।
  2. প্রতি বছর 24 জানুয়ারি আন্তর্জাতিক শিক্ষা দিবস (‘International Day of Education’) পালিত হয় ।
  3. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 'পরাক্রম দিবস'-এ ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষ চন্দ্র বসুর একটি হলোগ্রাম মূর্তি উন্মোচন করেছেন৷ হলোগ্রাম মূর্তিটির উচ্চতা 28 ফুট  এবং প্রস্থ 6 ফুট । 
  4. কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সহযোগিতা মন্ত্রী অমিত শাহ ভার্চুয়াল মাধ্যমে জম্মু ও কাশ্মীরের 20টি জেলার জন্য ভারতের প্রথম “ডিস্ট্রিক্ট গুড গভর্নেন্স ইনডেক্স” প্রকাশ করেছেন৷“ডিস্ট্রিক্ট গুড গভর্নেন্স ইনডেক্স”-এর শীর্ষ 5টি জেলা হল (1) জম্মু, (2) ডোডা, (3) সাম্বা, (4) পুলওয়ামা এবং (5) শ্রীনগর।     
  5. ভারতের প্রথম প্যারা-ব্যাডমিন্টন একাডেমি উত্তর প্রদেশের লখনউতে স্থাপন করা হয়েছে।
  6. হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী, জয় রাম ঠাকুর (Jai Ram Thakur) হিমাচল প্রদেশের ধর্মশালায় 'আপনা কাংড়া' (‘Apna Kangra’) অ্যাপ চালু করেছেন ৷    
  7. কর্ণাটকের  বেঙ্গালুরুর মহাদেবপুরায়, কর্ণাটক সরকার ভারতের প্রথম AVGC সেন্টার অফ এক্সিলেন্স (CoE) (অ্যানিমেশন, ভিজ্যুয়াল ইফেক্টস, গেমিং এবং কমিকস) উদ্বোধন  করেছে।
  8. ভারতের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশনের সাথে অংশীদারিত্বে রিলায়েন্স জিও তার প্রিপেইড এবং পোস্টপেইড - ব্যবহারকারীদের জন্য ‘UPI AUTOPAY’  চালু করার ঘোষণা করেছে।
  9. 24 জানুয়ারি রতন টাটাকে (Ratan Tata) আসামের সর্বোচ্চ অসামরিক পুরস্কার ‘Asom Baibhav’ প্রদান করা হয়েছে। 
  10. ন্যাটো (নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানিজশন) সদস্য দেশগুলি ভূমধ্যসাগরে  24 জানুয়ারি  থেকে 12 দিনের সামুদ্রিক মহড়া পরিচালনা করবে। সামুদ্রিক মহড়ার নাম "নেপচুন স্ট্রাইক '22"। এই নৌ মহড়া 4 ফেব্রুয়ারি শেষ হবে।                                        
  11. দুই-বারের অলিম্পিক পদক বিজয়ী পি.ভি. সিন্ধু (P.V. sindhu) সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টে মহিলাদের একক শিরোপা জিতেছেন।
  12. প্রখ্যাত প্রত্নতাত্ত্বিক এবং পদ্মভূষণ পুরস্কারপ্রাপক আর. নাগস্বামী (R. Nagaswamy) প্রয়াত হয়েছেন।
  13. 23 জানুয়ারি ঢাকায় শেষ হওয়া 20তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে ভারতের 'কুজাংগাল' (‘Koozhangal’ ) সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে।
  14. ICC বর্ষসেরা মহিলা ক্রিকেটারের হিসাবে স্মৃতি মান্ধানা (ভারত)-কে ‘Rachael Heyhoe Flint’ ট্রফি  দেওয়া হয়েছে৷
  15. প্রো কাবাডি লিগ 2022 সিজনে  বেঙ্গালুরু বুলস-এর পবন সেহরাওয়াত (Pawan Sehrawat) শীর্ষ রেইডার এবং তামিল থালাইভাসের সুরজিত সিং (Surjeet Singh) শীর্ষ ডিফেন্ডার হয়েছে৷
  16. ভারতীয় মহিলা ফুটবল দলের বেশ কয়েকজন খেলোয়াড়  কোভিড-19 সংক্রামিত হওয়ার পরে ভারতীয় দল  AFC ওমেন'স এশিয়ান কাপ 2022 থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে ।  

Related Post