26 জানুয়ারি 2022-র কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Jan 27 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

26 জানুয়ারি 2022- কারেন্ট অ্যাফেয়ার্স

  1. 26 জানুয়ারি 2022-এ ভারতের 73তম প্রজাতন্ত্র দিবস পালিত হল। 1950 সালের এই দিনে ভারতীয় সংবিধান কার্যকর হয়েছিল।
  2. 2022 সালের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে ভারতের প্রথম মহিলা রাফাল ফাইটার জেট পাইলট শিবাঙ্গী সিং (Shivangi Singh) ভারতীয় বিমান বাহিনীর ট্যাবলো-তে অংশ নিয়েছেন।
  3. কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দেশের 73তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্ম পুরস্কার ঘোষণা করেছে। পুরস্কারগুলি তিনটি বিভাগে দেওয়া হয়: ‘পদ্মবিভূষণ’ (অসাধারণ এবং বিশিষ্ট পরিষেবার জন্য), ‘পদ্মভূষণ’ (উচ্চ পদের বিশিষ্ট পরিষেবা) এবং ‘পদ্মশ্রী’ (বিশিষ্ট পরিষেবা)।
  4. 2022 সালের প্রজাতন্ত্র দিবস  উপলক্ষ্যে মোট 939 জন পুলিশ কর্মীকে ‘Police Medal for Gallantry’, পদক প্রদান করা হয়েছে।
  5. 25 জানুয়ারি লাদাখের লেফটেন্যান্ট গভর্নর আর. কে. মাথুর (R. K. Mathur) বর্ডার রোড অর্গানাইজেশন (BRO)-এর 10 জন কর্মীকে প্রথম “commendation certificates” প্রদান করেন।
  6. 73তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের প্রাক্কালে সশস্ত্র বাহিনীর কর্মীদের এবং অন্যান্যদের 12টি ‘শৌর্য চক্র’ (Shaurya Chakras ) প্রদান করা হয়েছে৷
  7. ভারতের রাষ্ট্রপতি 51 জনকে  ‘জীবন রক্ষা পদক সিরিজ অফ অ্যাওয়ার্ডস – 2021’ (Jeevan Raksha Padak Series of Awards – 2021) প্রদান করেছেন।
  8. ভারতের রাষ্ট্রপতি প্রজাতন্ত্র দিবস, 2022 উপলক্ষ্যে কারা কর্মীদের (prison personnel) সংশোধনমূলক পরিষেবা পদক(Correctional Service Medals) প্রদানের অনুমোদন দিয়েছেন।
  9. সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমসের 29 জন কর্মকর্তা ও কর্মচারীকে “Specially Distinguished Record of Services”-এর জন্য রাষ্ট্রপতির প্রশংসা সনদ এবং পদক (Presidential Award of Appreciation Certificates and Medals) প্রদানের জন্য নির্বাচিত করা হয়েছে।
  10. রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে অলিম্পিয়ান নীরজ চোপড়া (Neeraj Chopra)-কে ‘পরম বিশেষ সেবা পদক’(‘Param Vishisht Seva Medal’) দিয়ে সম্মানিত করেছেন। 
  11. অন্ধ্রপ্রদেশ সরকার রাজ্যে 13টি নতুন জেলা তৈরির জন্য সবুজ সংকেত দিয়েছে। এর ফলে অন্ধ্রপ্রদেশের জেলার সংখ্যা বেড়ে 26 হয়েছে।
  12. 1983 ব্যাচের অবসরপ্রাপ্ত IRS অফিসার বিনোদানন্দ ঝা (Vinodanand Jha)-কে দিল্লিতে অবস্থিত প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (PMLA) বিচারকারী কর্তৃত্বপক্ষের চেয়ারপার্সন হিসাবে পাঁচ বছরের জন্য নিযুক্ত করা হয়েছে৷
  13. 24 জানুয়ারি বিচারপতি আয়েশা মালিক (Ayesha Malik) পাকিস্তানের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি হিসাবে শপথ নেন। 
  14. সিএসআইআর-সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট (সিডিআরআই) করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট পরীক্ষার জন্য একটি দেশীয় RT-PCR ডায়াগনস্টিক কিট, 'ওম' (‘Om’) তৈরি করেছে। 
  15. ‘আইএনএস খুকরি’ 26 জানুয়ারি দিউ প্রশাসন (Diu Administration)-এর কাছে হস্তান্তর করা হয়েছে।
  16. ভারতীয় চলচ্চিত্র ‘জয় ভীম’ এবং ‘মারাক্কার: আরবিকাদালিন্তে সিংহম’ আনুষ্ঠানিকভাবে অস্কার 2022-এর জন্য তালিকাভুক্ত হয়েছে।
  17. Walmart-মালিকানাধীন Flipkart,  ফাউন্ডেশন ফর ইনোভেশন এন্ড টেকনোলজি ট্রান্সফার -এর সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে৷
  18. ফেসবুকের মূল কোম্পানি, ‘মেটা’-র প্রস্তুত করা নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সুপার কম্পিউটারটি 2022 সালের মাঝামাঝি সময়ে বিশ্বের দ্রুততম কম্পিউটারে পরিণত হবে। 
  19. 2022 সালের জানুয়ারিতে ফ্রান্সের বিখ্যাত কথাকলি নৃত্যশিল্পী মিলেনা সালভিনি (Milena Salvini) প্রয়াত হয়েছেন।
  20. লাদাখের মহিলা দল হিমাচল প্রদেশে অনুষ্ঠিত নবম ন্যাশনাল উমেন’স আইস হকি চ্যাম্পিয়নশিপ জিতেছে।  

Related Post