28 জানুয়ারি 2022-র কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Jan 29 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

28 জানুয়ারি 2022- কারেন্ট অ্যাফেয়ার্স  

  1. 28 জানুয়ারি সারা বিশ্বে ‘ডেটা প্রাইভেসি ডে’ (DPD) হিসাবে পালিত হয়। এ বছরের থিম ‘Privacy Matters’।
  2. 28 জানুয়ারি দিনটি ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের একজন প্রবীণ নেতা লালা লাজপত রায় ( Lala Lajpat Rai)-এর জন্মবার্ষিকী হিসেবে পালিত হয়।
  3. ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় (MeitY) ইলেকট্রনিক্স সেক্টরের জন্য একটি 5-বছরের রোডম্যাপ এবং ভিশন ডকুমেন্ট 2.0 প্রকাশ করেছে। “$300 bn Sustainable Electronics Manufacturing & Exports by 2026”  শিরোনামের ভিশন ডকুমেন্ট 2.0টি ইন্ডিয়া সেলুলার অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যাসোসিয়েশন (ICEA)-এর সহযোগিতায় MeitY দ্বারা প্রস্তুত করা হয়েছে।
  4. অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 1 ফেব্রুয়ারি দ্বিতীয়বার কাগজবিহীন বাজেট (paperless budget) পেশ করবেন৷
  5. ভারতীয় পার্লামেন্ট 'ডিজিটাল সংসদ অ্যাপ' চালু করেছে যাতে সংসদের কার্যক্রম শুধু সদস্যদের কাছেই নয়, সাধারণ মানুষের কাছেও সহজলভ্য হয়।
  6. 28 জানুয়ারি কেন্দ্রীয় মিনিস্টার ফর কেমিক্যালস এন্ড ফার্টিলিজেরস মনসুখ মান্ডাভিয়া (Mansukh Mandaviya) ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিকাল এডুকেশন এন্ড রিসার্চ (NIPER)-এর গবেষণা পোর্টাল চালু করেছেন।
  7. 27 জানুয়ারি ইন্ডিয়ান নেভাল প্লেসমেন্ট এজেন্সি (INPA)  এবং আইআইএফএল হোম ফাইন্যান্স লিমিটেড (IIFL HFL)  একটি চুক্তি (MoU) স্বাক্ষর করেছে।
  8. 28 জানুয়ারি দুটি দেশীয় ভাবে তৈরি অ্যাডভান্স লাইট হেলিকপ্টার ‘ALH-DHRUV MK III’ পোর্ট ব্লেয়ারে ভারতীয় নৌবাহিনীর আন্দামান নিকোবর কমান্ডের অন্তর্ভুক্ত করা হয়েছে।
  9. ভারত সরকার ডক্টর ভি. অনন্ত নাগেশ্বরণ (Dr. V. Anantha Nageswaran )-কে নতুন প্রধান অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে নিযুক্ত করেছে।
  10. ভারতের প্রাক্তন অর্থ সচিব, সুভাষ চন্দ্র গর্গ (Subhash Chandra Garg ) " দ্য $10 ট্রিলিয়ন ড্রিম" নামক তার প্রথম বই প্রকাশের কথা  ঘোষণা করেছেন। 
  11. কেরালা তার প্রথম বার্ড অ্যাটলাস তৈরি করেছে। এই এটলাসে 361টি প্রজাতির তিন লক্ষ রেকর্ডের বিবরণ রয়েছে যার মধ্যে 94টি অত্যন্ত বিরল প্রজাতি, 103টি বিরল প্রজাতি, 110টি সাধারণ প্রজাতি, 44টি খুব সাধারণ প্রজাতি এবং  প্রচুর পরিমাণে প্রাপ্ত 10টি সাধারণ প্রজাতি রয়েছে।    
  12. ডিজিটাল ইউনিভার্সিটি কেরালা (DUK),  থ্রিসুরের সেন্টার ফর মেটেরিয়ালস ফর ইলেকট্রনিক্স টেকনোলজি (C-MET) সহযোগিতায় 86.41 কোটি টাকা বিনিয়োগ করে  কেরালায় ভারতের প্রথম গ্রাফিনের উদ্ভাবন কেন্দ্র স্থাপন করবে।   
  13. 28 জানুয়ারি, ভারতের ড্রাগস কন্ট্রোলার জেনারেল (DCGI) ভারতে ইন্ট্রানাসাল কোভিড বুস্টার ডোজ পরীক্ষা করার জন্য ভারত বায়োটেককে অনুমোদন দিয়েছে।
  14. 2022 সালের জানুয়ারিতে মারাঠি লেখক এবং সামাজিক কর্মী অনিল আওচাট (Anil Awachat) প্রয়াত হয়েছেন।
  15. 28 জানুয়ারি ফিলিপাইন নৌবাহিনীর কাছে ব্রহ্মোস সুপারসনিক অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র বিক্রির জন্য ভারত এবং ফিলিপাইন, 375 মিলিয়নের চুক্তি স্বাক্ষর করেছে।
  16. 2022 সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টটি উত্তরপ্রদেশের লখনউতে বাবু বেনারসি দাস ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

Related Post