5 ফেব্রুয়ারি 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Feb 6 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

5 ফেব্রুয়ারি 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. 4 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদি পন্ডিত ভীমসেন জোশী  (Pandit Bhimsen Joshi)-র তাঁর 100 তম জন্মবার্ষিকী স্মরণ করেছেন।
  2. 26 জানুয়ারি, 2022-এ প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণকারী 12টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে উত্তরপ্রদেশের ট্যাবলোটি 'সেরা ট্যাবলো' (best tableau)  হিসাবে বাছাই করা হয়েছে। উত্তরপ্রদেশের ট্যাবলোটির  থিম ছিল 'এক জেলা এক পণ্য এবং কাশী বিশ্বনাথ ধাম'।  
  3. হরিয়ানার গুরুগ্রামের আরাবল্লী জীববৈচিত্র্য পার্কটিকে ভারতের প্রথম "অন্যান্য কার্যকর এলাকা-ভিত্তিক সংরক্ষণ ব্যবস্থা" (other effective area-based conservation measures - OECM) সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে। 
  4. ভারত 2022-23 সালের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস-এর তালিকার জন্য কর্ণাটকের হোয়সালা মন্দিরগুলিকে মনোনীত করেছে৷  
  5. 3 ফেব্রুয়ারি ত্রিপুরা  বাংলাদেশ সীমান্তের কামালপুর-কুমারঘাটে তৃতীয় সীমান্ত হাটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে ।
  6. জাতীয় মানবাধিকার কমিশন (NHRC) দ্বারা আয়োজিত একটি প্রতিযোগিতায় অকুলা সন্দীপে ( Akula Sandeep )-র একটি তেলেগু শর্ট ফিল্ম 'স্ট্রিট স্টুডেন্ট' প্রথম পুরস্কার জিতেছে।  
  7. ভারত সরকার জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, এম. জগদেশ কুমার (M. Jagadesh Kumar)-কে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নতুন চেয়ারম্যান নিযুক্ত করেছে।
  8. কম খরচের ভারতীয় বিমান সংস্থা, IndiGo তার সহ-প্রতিষ্ঠাতা এবং প্রবর্তক রাহুল ভাটিয়া (Rahul Bhatia)-কে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর (MD) হিসাবে নিয়োগ করেছে৷ 
  9. ক্রীড়া লেখক নভদীপ সিং গিল (Navdeep Singh Gill) রচিত ভারতীয় ক্রীড়াবিদ নীরজ চোপড়ার একটি সংক্ষিপ্ত জীবনীর নাম হল 'গোল্ডেন বয় নীরজ চোপড়া' ।
  10. MIDAS Deals Pvt Ltd-এর সহযোগিতায় Virzu Studios তার আসন্ন গ্রাফিক উপন্যাস, ‘অথর্ব – দ্য অরিজিন’ (‘Atharva – The Origin’)-এর মোশন পোস্টার প্রকাশ করেছে৷ এই গ্রাফিক উপন্যাসে ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিকে সুপারহিরো অথর্ব হিসাবে চিত্রিত করা হয়েছে। 
  11. মারাঠি এবং হিন্দি চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব রমেশ দেও (Ramesh Deo), হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন।
  12. কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব) ডঃ জিতেন্দ্র সিং ( Dr. Jitendra Singh) জানিয়েছেন বহুল প্রতীক্ষিত চন্দ্রযান 3 মিশনটি 2022 সালের আগস্টে লঞ্চ করবে।
  13. 2022 শীতকালীন অলিম্পিক 4 ফেব্রুয়ারি, 2022 চীনের বেইজিং-এ  শুরু হয়েছে এবং 20 ফেব্রুয়ারি, 2022 পর্যন্ত চলবে৷ ভারত বেইজিং শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠান কূটনৈতিক স্তরের বয়কটের ঘোষণা করেছে৷ 
  14. 4 ফেব্রুয়ারি ওমানের সালতানাত থেকে একটি সাত সদস্যের প্রতিরক্ষা প্রতিনিধিদল, কোচিতে দক্ষিণ নৌ কমান্ডে তার দুই দিনের সফর শেষ করেছে। 
  15. অ্যান্টিগার নর্থ সাউন্ডে  স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে পরাজিত করে ভারত পঞ্চম আইসিসি  শিরোপা জিতেছে। 
  16. 4 ফেব্রুয়ারি ইরান জুনিয়র ইন্টারন্যাশনাল সিরিজ ব্যাডমিন্টন টুর্নামেন্টে অনূর্ধ্ব-19 ছেলে এবং মেয়েদের বিভাগে যথাক্রমে শঙ্কর মুথুসামি সুব্রামানিয়ান (Sankar Muthusamy Subramanian) এবং সামায়ারা পানওয়ার (Samayara Panwar) একক শিরোপা জিতেছে।

Related Post