12 ফেব্রুয়ারি 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Feb 13 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

12 ফেব্রুয়ারি 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. ভারতে প্রতি বছর 12 ফেব্রুয়ারি ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস’ (‘National Productivity Day’) পালন করা হয়।
  2. 12 ফেব্রুয়ারি, চার্লস ডারউইনের জন্মবার্ষিকী এবং বিজ্ঞান ও মানবতার ক্ষেত্রে তাঁর অবদানের স্মরণে ‘ডারউইন দিবস’(‘Darwin Day’) পালিত হয়।
  3. সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন দপ্তর 12 ফেব্রুয়ারি "স্মাইল: সাপোর্ট ফর মার্জিনালিসেড ইন্ডিভিডুলস ফর লিভলিহুড এন্ড এন্টারপ্রাইস "(“SMILE: Support for Marginalised Individuals for Livelihood and Enterprise”) প্রকল্পের সূচনা করেছে ।  
  4. ভারতের কেন্দ্রীয় সরকার 2021-22 থেকে 2025-26 পর্যন্ত আরও 5 বছরের জন্য 'রাষ্ট্রীয় যুব সশক্তিকরণ কর্মক্রম (RYSK)' স্কিমটি চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে , স্কিমটির জন্য 2,710.65 কোটি  টাকা ব্যয় করা  হয়েছে৷    
  5. কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী, নিতিন গড়করি (Nitin Gadkari)-কে 2020-21 সালের জন্য কর্মক্রম খাসদার (দক্ষ সংসদ সদস্য) বিভাগে ‘18 তম লেট মাধবরাও লিমায় অ্যাওয়ার্ড’-এ প্রথমবার সন্মানিত করা হবে৷
  6. 10 ফেব্রুয়ারি  ভার্চুয়ালি শিক্ষা প্রতিমন্ত্রী ড. সুভাষ সরকার (Dr. Subhas Sarkar) শিক্ষা প্রশাসনে ‘ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর ইনোভেশনস এন্ড গুড প্রাক্টিসেস’ প্রদান করেছেন।    
  7. কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক 15-16 ফেব্রুয়ারি, 2022-এ 'ভারতে রিইম্যাজিনিং মিউজিয়াম'-এর উপর প্রথম গ্লোবাল সামিটের আয়োজন করবে।
  8. গুণমান সম্পন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য প্রযুক্তি-চালিত সমাধান খুঁজে বের করতে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী আর. কে. সিং (R. K. Singh ) একটি হ্যাকাথনের সূচনা করেছেন, যার নাম ‘Powerthon-2022’।  
  9. ‘সিঙ্গাপুর এয়ার শো-2022’-এ অংশ নিতে ভারতীয় বিমান বাহিনীর 44 সদস্যের  একটি  দল 12 ফেব্রুয়ারি সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। 
  10. মার্কিন প্রেসিডেন্ট জো বিডেনের প্রশাসন 11 ফেব্রুয়ারি ইন্দো-প্যাসিফিক স্ট্রাটেজি প্রকাশ করেছে।  
  11. 10 ফেব্রুয়ারি 2022-এ 72 তম বার্লিনেল ইউরোপিয়ান ফিল্ম মার্কেট 2022-এ ইন্ডিয়া প্যাভিলিয়ন উদ্বোধন করা হয়েছে। 
  12. ভারতের অন্যতম বৃহত্তম ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম, MediBuddy, কিংবদন্তি বলিউড তারকা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)-কে অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে স্বাক্ষর করেছে৷
  13. ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের গণতন্ত্র সূচকের 2021-এর সংস্করণ প্রকাশিত হয়েছে।  165টি দেশের মধ্যে শীর্ষে আছে নরওয়ে এবং ভারত আছে 46তম স্থানে ।
  14. লুক মন্টাগনিয়ার (Luc Montagnier), একজন ফরাসি ভাইরোলজিস্ট যিনি 2008 সালে এইডস সৃষ্টিকারী ভাইরাস আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার ভাগ করে নেন, প্রয়াত হয়েছেন।
  15. 12 এবং 13 ফেব্রুয়ারি কর্ণাটকের বেঙ্গালুরুতে টাটা আইপিএল নিলাম 2022 অনুষ্ঠিত হবে৷

Related Post