16 ফেব্রুয়ারি 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Feb 17 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

16 ফেব্রুয়ারি 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. 16 ফেব্রুয়ারি গুরু রবিদাস (Guru Ravidas)-এর 645তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে ৷
  2. 16 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দ্য এনার্জি অ্যান্ড রিসোর্সেস ইনস্টিটিউটের (TERI) ওয়ার্ল্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট সামিটে উদ্বোধনী ভাষণ দিয়েছেন।
  3. ভারত সরকারের আদিবাসী বিষয়ক মন্ত্রক, তেলেঙ্গানায় মেদারাম জাটারা 2022 উৎসবের জন্য 2.26 কোটি টাকা মঞ্জুর করেছে৷ । 2022 সালে, ফেব্রুয়ারি 16 থেকে 19, 2022 পর্যন্ত উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে।  
  4. সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (SPMCIL)-এর 17তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অর্থমন্ত্রী, নির্মলা সীতারামন  (Nirmala Sitharaman ) 'পঞ্চতন্ত্র'-এর ওপর  ফার্স্ট কালোর স্যুভেনির কয়েন (first colour souvenir coin) চালু করেছেন। 
  5. সরকার 2021-22 থেকে 2025-26 পর্যন্ত পাঁচ বছরের জন্য Scheme of Modernization of State Police Forces (MPF স্কিম) অব্যাহত রাখার অনুমোদন দিয়েছে৷
  6. সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী, ডঃ বীরেন্দ্র কুমার (Dr. Virendra Kumar) নয়া দিল্লিতে ডি-নোটিফাইড, যাযাবর এবং আধা-যাযাবর সম্প্রদায়ের কল্যাণের জন্য স্কিম ফর ইকোনমিক এমপাওয়ারমেন্ট ফর ডিএনটিস (SEED)-এর সূচনা করেছেন৷ 
  7. ছোট, ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রক এবং অ্যামাজন দেশে উৎপাদন বাড়াতে এবং সহজ মূল্যে মানুষের কাছে মানসম্পন্ন পণ্য পৌঁছে দিতে একসঙ্গে কাজ করবে। 
  8. 14-15 ফেব্রুয়ারি ভারত সরকার, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুর সরকারের সাথে অংশীদারিত্বে, একটি ইন্টারন্যাশনাল ওয়ার্কশপ পরিচালনা করে।
  9. সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-এর নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন আইএএস বিনীত যোশী (Vineet Joshi)৷
  10. 2020-21 সালের ‘বিজনেস স্ট্যান্ডার্ড ব্যাঙ্কার’ হিসাবে সন্দীপ বক্সী (Sandeep Bakhshi )  নির্বাচিত হয়েছেন।
  11. অনলাইন গেমিং কোম্পানি হেড ডিজিটাল ওয়ার্কসের মালিকানাধীন A23 অ্যাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে শাহরুখ খান (Shah Rukh Khan )-কে নিয়োগ করা হয়েছে৷ 
  12. ডকুমেন্টারি, শর্ট ফিকশন এবং অ্যানিমেশন ফিল্মের জন্য ‘মুম্বাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’ (MIFF-2022)-এর 17 তম সংস্করণ মুম্বাইয়ের ফিল্ম ডিভিশন কমপ্লেক্সে 29 মে থেকে 4 জুন, 2022 পর্যন্ত অনুষ্ঠিত হবে।
  13. সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র সরকার তাইওয়ান প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেমের প্রতি যত্নশিল হতে এবং উন্নতি সাধন করার জন্য 100 মিলিয়ন মার্কিন ডলারের  কিট কেনার অনুমোদন দিয়েছে।   
  14. ইসরায়েল হল প্রথম দেশ যেটি অসামরিক আকাশসীমায় ড্রোন ওড়ানোর অনুমতি দিয়েছে। 
  15. প্রবীণ গায়ক এবং সুরকার, বাপ্পি লাহিড়ী (Bappi Lahiri ) 69 বছর বয়সে প্রয়াত হয়েছেন।
  16. পি.জে. ও'রৌরকে (P.J.O'Rourke), একজন আমেরিকান সাংবাদিক, রাজনৈতিক বিদ্রুপাত্মক সাহিত্য-রচয়িতা এবং সর্বাধিক বিক্রিত বই-এর লেখক, 2022 সালের ফেব্রুয়ারিতে প্রয়াত হয়েছেন।   
  17. 15 ফেব্রুয়ারি লেহ-তে 15তম CEC কাপ ওমেন’স আইস হকি চ্যাম্পিয়নশিপ 2022 শেষ হয়েছে৷

Related Post