20 ফেব্রুয়ারি 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Feb 21 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

20 ফেব্রুয়ারি 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. সারা বিশ্বে প্রতি বছর 20 ফেব্রুয়ারি ‘বিশ্ব সামাজিক ন্যায়বিচার দিবস’ পালিত হয়।
  2. কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লি পুলিশের 75 তম বার্ষিকী উপলক্ষে  দিল্লি পুলিশের ‘স্মার্ট কার্ড আর্মস লাইসেন্স’ এবং ‘শাস্ত্র অ্যাপ’ –এর সূচনা করেছেন।
  3. স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ঘোষণা করেছে যে ভারতের প্রথম বায়ো সেফটি লেভেল-3 কনটেইনমেন্ট মোবাইল ল্যাবরেটরি মহারাষ্ট্রের নাসিকে চালু করা হয়েছে।
  4. সরকার 2022-23 থেকে 2025-26 সালের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রালয়ের দ্বারা ইন্টার-অপারেবল ক্রিমিন্যাল জাস্টিস সিস্টেম (ICJS) প্রকল্প বাস্তবায়নের অনুমোদন দিয়েছে।  
  5. নেপাল হল ভারতের UPI সিস্টেম গ্রহণকারী প্রথম দেশ, প্রতিবেশী  দেশে ভারতের ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন (NPCI)-এর ডিজিটাল অর্থনীতিকে রূপান্তরিত করতে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
  6. ব্রিটিশ সরকার ঘোষণা করেছে যে জালিয়াতি এবং অবৈধ অর্থায়ন ঘটাতে পারে এমন উদ্বেগের জন্য তারা টিয়ার 1 ইনভেস্ট ভিসা প্রোগ্রাম বাতিল করছে, এটি "গোল্ডেন ভিসা" নামেও পরিচিত  ।    
  7. IIIT নয়া রায়পুরের ফ্যাকাল্টি  ফসলের অবস্থার একটি   পূর্বাভাস দিতে ড্রোন-ভিত্তিক সমাধান (drone-based crop health forecasting solution) তৈরি করেছে৷ এটি ফসলের পোকামাকড় এবং রোগ সনাক্ত করতে এবং তাদের মোকাবিলার জন্য আরও সঠিক সমাধানের সুপারিশ করতে ব্যবহার করা যেতে পারে।  
  8. ইন্সটিটিউট অফ ইকোনমিক গ্রোথ চেতন ঘাটে (Chetan Ghate )-কে নতুন ডিরেক্টর নিযুক্ত করেছে৷ তিনি অজিত মিশ্র (Ajit Mishra)-র  স্থলাভিষিক্ত হয়েছেন ।  
  9. 11. শ্রীকান্ত নাধামুনি (Srikanth Nadhamuni) HDFC ব্যাঙ্কের নন-এক্সিকিউটিভ ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিয়েছে৷ তাঁর পদত্যাগ 18 ফেব্রুয়ারি, 2022 থেকে কার্যকর হয়েছে।    
  10. রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান (RUSA) নামক একটি কেন্দ্রীয় স্পনসরড স্কিম (CSS) 31 মার্চ, 2026 পর্যন্ত রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলিতে অর্থায়নের কার্যক্রম চালিয়ে যাবে৷
  11. 19 ফেব্রুয়ারি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC) ভারতকে 2023 সালে মুম্বাইতে IOC অধিবেশন আয়োজন করার অধিকার প্রদান করেছে। 
  12. WHO ঘোষণা করেছে যে 6টি আফ্রিকান দেশকে তাদের নিজস্ব ভ্যাকসিন উৎপাদন কেন্দ্র স্থাপনের জন্য mRNA প্রযুক্তি দেওয়া হবে।
  13. ভারতের প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত (Surajit Sengupta), যিনি একজন মিডফিল্ডার হিসাবেও খেলেছিলেন, কোভিড-19 জটিলতার কারণে প্রয়াত হলেন। 
  14. সিনিয়র সাংবাদিক এবং  স্বনামধন্য রাজনৈতিক রিপোর্টার এবং সম্পাদক, রবীশ তিওয়ারি (Ravish Tiwari) 2022 সালের ফেব্রুয়ারিতে প্রয়াত হলেন ।
  15. বিহারের 22 বছর বয়সী ডানহাতি ব্যাটার সাকিবুল গণি (Sakibul Gani), 2021-22 রঞ্জি ট্রফির দ্বিতীয় দিনে, প্রথম ম্যাচে ট্রিপল সেঞ্চুরি করা প্রথম খেলোয়াড় হিসাবে ইতিহাস তৈরি করলেন।  
  16. ‘দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডস 2022’-এর অনুষ্ঠানটি 20 ফেব্রুয়ারি মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে গত বছরের সেরা পারফরম্যান্সগুলিকে সম্মানিত করতে । 

Related Post