1 মার্চ 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Mar 2 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

1 মার্চ 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. রাসায়নিক ও সার মন্ত্রক 1 মার্চ থেকে 7 মার্চ 2022 পর্যন্ত ‘জনঔষধী দিবস’-এর আয়োজন করবে৷ 7 মার্চ 2022-এ, চতুর্থ ‘জনঔষধী দিবস’ উদযাপন করা হবে৷ চতুর্থ জনঔষধী দিবসের থিম: 'Jan Aushadhi-Jan Upyogi'।
  2. ‘শূন্য বৈষম্য দিবস’ (‘Zero Discrimination Day’ ) প্রতি বছর 1 মার্চ অনুষ্ঠিত হয়। ‘শূন্য বৈষম্য দিবস 2022’-এর থিম: “Remove laws that harm, create laws that empower”। 
  3. ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্যকে উৎসাহিত করতে এবং বহুভাষিকতাকে উন্নীত করতে শিক্ষা মন্ত্রক ‘ভাষা সার্টিফিকেট সেলফি’  নামে একটি অভিযান শুরু করেছে। ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’-এর তত্ত্বাবধানে সংশ্লিষ্ট মন্ত্রকের চালু করা এই প্রচারাভিযানের লক্ষ্য হল ‘ভাষা সঙ্গম’ মোবাইল অ্যাপের প্রচার করা।   
  4. দিল্লি পুলিশ 28 ফেব্রুয়ারি 3টি নতুন ডিজিটাল উদ্যোগের সূচনা  করেছে – ‘অনুভূতি’, দিল্লি পুলিশের ওয়েবসাইট-এ  'QR কোড-ভিত্তিক ফিডব্যাক সিস্টেম’  এবং ‘ই-চিত্ত পোর্টাল’৷
  5. কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড (CIAL) কেরালার কান্নুর জেলার পায়ান্নুরের কাছে 6 মার্চ একটি 12 MWp সৌর বিদ্যুৎ কেন্দ্র (solar power plant ) চালু করতে চলেছে৷
  6. প্রথম বহুপাক্ষিক সংস্থা  হিসাবে নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (NDB) গুজরাট ইন্টারন্যাশনাল ফিনান্স টেক সিটিতে  অফিস স্থাপন করেছেন৷
  7. পঞ্চম বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক সম্মেলন 28 ফেব্রুয়ারি রাজশাহীতে সমাপ্ত হয়েছে। রাজশাহী শহরের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন (AHM Khairuzzaman Liton)অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ।
  8. দীপক ধর (Deepak Dhar)-কে পরিসংখ্যানগত পদার্থবিদ্যার ক্ষেত্রে অবদানের জন্য মর্যাদাপূর্ণ ‘বোল্টজম্যান পদক’ (‘Boltzmann Medal’) দেওয়া হবে।
  9. প্রিয়ম গান্ধী-মোদি (Priyam Gandhi-Mody)-র ‘এ নেশন টু প্রোটেক্ট: লিডিং ইন্ডিয়া থ্রু দ্য কোভিড ক্রাইসিস’ বইটির আনুষ্ঠানিক উদ্বোধন হল। 2022 সালের ফেব্রুয়ারিতে বইটি প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া (Mansukh Mandaviya) ।
  10. L&T ফাইন্যান্স হোল্ডিংস লিমিটেড (LTFH)-এর পরিচালনা পর্ষদ এস. এন. সুব্রহ্মণ্যন (S. N. Subrahmanyan)-কে এর পরিচালক এবং চেয়ারপারসন হিসাবে নিয়োগের অনুমোদন দিয়েছে৷ তার নিয়োগ 28 ফেব্রুয়ারি 2022 থেকে কার্যকর হবে।
  11. 2022 সালের এপ্রিলে, জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে (Manoj Mukund Naravane) ভারতীয় সেনাবাহিনীর 27তম প্রধানের পদ থেকে অবসর নেবেন।
  12. সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI)-এর নতুন চেয়ারম্যান হলেন প্রাক্তন ICICI ব্যাঙ্কার, মাধবী পুরী বুচ (Madhabi Puri Buch)। তিনি অজয় ​​ত্যাগী (Ajay Tyagi)-র স্থলাভিষিক্ত হলেন। উল্লেখ্য SEBI-এর প্রথম মহিলা প্রধান তিনি ।   
  13. সমীরণ গুপ্তা (Samiran Gupta) মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম টুইটারের পাবলিক পলিসি এবং জনহিতকর প্রচেষ্টায় ভারত ও দক্ষিণ এশিয়ায় নেতৃত্ব দেবেন।
  14. ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান নিয়ে আলোচনার জন্য 28 ফেব্রুয়ারি সম্মিলিত জাতিপুঞ্জ সাধারণ পরিষদের একটি জরুরি অধিবেশনের আয়োজন করে। সম্মিলিত জাতিপুঞ্জের  সদর দফতর নিউইয়র্কে, সাধারণ পরিষদের 11তম জরুরি বিশেষ অধিবেশনে সভাপতিত্ব করেন ইউএনজিএ প্রেসিডেন্ট আবদুল্লাহ শহীদ (Abdulla Shahid)।
  15. মস্কোতে 22 থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত মস্কো উশু স্টারস চ্যাম্পিয়নশিপে (Moscow Wushu Stars Championship)  ভারতের সাদিয়া তারিক (Sadia Tariq) স্বর্ণপদক জিতেছেন।    
  16. ভারতীয় ভারোত্তোলক বিকাশ ঠাকুর (Vikas Thakur) এবং ভেঙ্কট রাহুল রাগালা (Venkat Rahul Ragala) 27 ফেব্রুয়ারি  সিঙ্গাপুর ভারোত্তোলনে যথাক্রমে স্বর্ণ এবং ব্রোঞ্জ পদক জিতে কমনওয়েলথ গেমসে অংশগ্রহণের জন্য যোগ্যতা অর্জন করেছেন।
  17. 27 ফেব্রুয়ারি  বুলগেরিয়ার সোফিয়াতে ভারতীয় বক্সার নিখাত জারিন (Nikhat Zareern) ইউক্রেনের তেতিয়ানা কোব (Tetiana Kob)-কে পরাজিত করে 73তম স্ট্র্যান্ডজা মেমোরিয়াল টুর্নামেন্টে 52 কেজি বিভাগে স্বর্ণপদক জিতেছেন।

Related Post