3 মার্চ 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Mar 4 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

3 মার্চ 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. বিশ্বের বন্য প্রাণী এবং উদ্ভিদ সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর 3 মার্চ ‘বিশ্ব বন্যপ্রাণী দিবস’(‘World Wildlife Day’) পালন করা হয়। বিশ্ব বন্যপ্রাণী দিবস 2022 সালের থিম হল “Recovering key species for ecosystem restoration” ।
  2. বধিরতা এবং শ্রবণশক্তি হ্রাস প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে 3 মার্চ বিশ্ব শ্রবণ দিবস (‘World Hearing Day’)- হিসাবে পালিত করা হয়। WHO, 2007 সালের 3 মার্চ, প্রথমবার বিশ্ব শ্রবণ দিবস পালন করে। 2022 সালের বিশ্ব শ্রবণ দিবসের থিম - “to hear for life, listen with care”।  
  3. আসাম সরকার রাজ্যে বিতর্কিত সশস্ত্র বাহিনী (বিশেষ ক্ষমতা) আইন, 1958  [Armed Forces (Special Powers) Act, 1958 – AFSPA]-র মেয়াদ আরও ছয় মাসের জন্য বৃদ্ধি করল।  
  4. ভারতের প্রতিরক্ষা মন্ত্রক Defence Acquisition Procedure 2020-এর অধীনে মেক-I (সরকারি অর্থায়নে) বিভাগের 4টি প্রধান নীতি এবং মেক-II (শিল্প তহবিল) বিভাগের অধীনে 5টি প্রধান নীতিকে সামঞ্জস্য বিধানে প্রয়াসী হয়েছে৷    
  5. হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর (Jai Ram Thakur) ঘোষণা করেছেন যে , রাজ্যে পুরানো পেনশন স্কিম পুনরায় ফিরিয়ে আনার জন্য একটি কমিটি গঠন করা হবে। মুখ্য সচিব রাম সুবাগ সিং (Ram Subagh Singh )-এর সভাপতিত্বে কমিটি স্থাপন করা হবে।  
  6. উত্তর প্রদেশের  আগ্রায় ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে 19তম ‘মিলিটারি কোঅপারেশন মিটিং’ অনুষ্ঠিত হয়েছে 1-2 মার্চ 2022-তে।  
  7. লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তিওয়ারি স্পিয়ার কোরের জেনারেল অফিসার কমান্ডিং হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি একজন ‘অতি বিশেষ সেবা পদক’ (AVSM) এবং ‘সেনা পদক’ পুরস্কারপ্রাপ্ত অফিসার ।
  8. ইন্ডিয়ান এয়ার ফোর্স (IAF) 7 মার্চ রাজস্থানের জয়সলমীরের পোখরান রেঞ্জে ‘বায়ু শক্তি’ নামক মহড়া (Exercise Vayu Shakti ) পরিচালনা করবে। উল্লেখ্য রাফাল বিমান এই মহড়ায় প্রথমবার অংশগ্রহণ করবে।
  9. LIC মিউচুয়্যাল ফান্ড টি.এস. রামাকৃষ্ণন (T.S. Ramakrishnan)-কে তাদের সংস্থার ম্যানেজিং ডিরেক্টর এবং প্রধান চিফ এক্সেকিউটিভ অফিসার (CEO) হিসাবে নিয়োগের  কথা ঘোষণা করেছে।    
  10. ফিল্ম প্রোডাকশন এবং ডিস্ট্রিবিউশন কোম্পানি যশ রাজ ফিল্মস (ওয়াইআরএফ) অক্ষয় উধানি (Akshaye Widhani)-কে  তাদের সংস্থার চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) হিসাবে নাম দিয়েছে৷
  11. কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী শ্রীমতি অন্নপূর্ণা দেবী (Smt. Annapurna Devi), সমগ্র ভারতের 49 জন শিক্ষককে ‘ন্যাশনাল আইসিটএ’ পুরস্কারে সন্মানিত করেছেন৷
  12. আদানি গ্রীন এনার্জি লিমিটেড জানিয়েছে যে তার সহযোগী প্রতিষ্ঠান আদানি রিনিউয়েবল এনার্জি হোল্ডিং ফিফটিন লিমিটেড একটি 150 মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য ‘লেটার অফ অ্যাওয়ার্ড’ (LOA) পেয়েছে।
  13. ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) RuPay নেটওয়ার্কের মাধ্যমে একটি কো-ব্র্যান্ডেড ‘Yatra SBI Card’ চালু করার জন্য Yatra.com এবং SBI কার্ড-এর সঙ্গে অংশীদারিত্ব করেছে।
  14. মার্কিন মহাকাশ সংস্থা, নাসা, কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন, ফ্লোরিডা থেকে উন্নত মানের আবহাওয়া পর্যবেক্ষণকারী উপগ্রহ(weather satellites), জিওস্টেশনারি অপারেশনাল এনভায়রনমেন্টাল স্যাটেলাইট (GOES)-এর চারটি সিরিজের তৃতীয়টি সফলভাবে উৎক্ষেপণ করেছে। স্যাটেলাইটটির নাম GOES-T।  
  15. সম্মিলিত জাতিপুঞ্জ প্লাস্টিক দূষণের উপর বিশ্বে-প্রথম বৈশ্বিক চুক্তি নিয়ে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে। নাইরোবিতে UN এনভায়রনমেন্ট অ্যাসেম্বলিতে প্রায় 200টি দেশ সর্বসম্মতিক্রমে 2024 সালের মধ্যে  আইনিগতভাবে বাধ্যতামূলক প্লাস্টিক চুক্তির আলোচনা এবং তাকে চূড়ান্ত করার জন্য একটি আন্তঃসরকারি কমিটি গঠন করতে সম্মত হয়েছে।    
  16. ভারতীয় শ্যুটার, সৌরভ চৌধুরী (Saurabh Chaudhary) মিশরের কায়রোতে অনুষ্ঠিত ‘2022 ইন্টারন্যাশনাল শ্যুটিং স্পোর্ট ফেডারেশন (ISSF) বিশ্বকাপ’-এ পুরুষদের বিভাগে 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন।

Related Post