4 মার্চ 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Mar 5 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

4 মার্চ 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. ‘রামকৃষ্ণ জয়ন্তী’ প্রতি বছর 4 মার্চ  পালন করা হয়। রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মবার্ষিকী ‘রামকৃষ্ণ জয়ন্তী’ হিসাবে পালিত হয়। তিনি তার বেদান্তিক গুরু – তোতাপুরী (Totapuri)-র কাছ থেকে "পরমহংস" উপাধি পেয়েছিলেন।
  2. ‘জাতীয় নিরাপত্তা দিবস’ (‘National Safety Day’) 4 মার্চ পালন করা হয়। এই দিবসের মূল উদ্দেশ্য হল দেশের নিরাপত্তা, স্বাস্থ্য এবং পরিবেশ (SHE) সম্পর্কে মানুষের কাছে প্রচার করা। 2022-এর থিম হল ‘Nurture young Minds-Develop safety culture’।
  3. ভারতে, 4 মার্চ ভারতীয় নিরাপত্তা বাহিনীর সম্মানে প্রতি বছর ‘জাতীয় নিরাপত্তা দিবস’ (রাষ্ট্রীয় সুরক্ষা দিবস) (‘National Security Day’ /’Rashtriya Suraksha Diwas’ )পালিত হয়।
  4. ‘World Obesity Day’ প্রতি বছর 04 মার্চ পালন করা হয়। ‘World Obesity Day’ 2022-এর থিম হল - ‘Everybody Needs to Act’।
  5. প্রতি বছর, কর্মচারীদের ভালো কাজের স্বীকৃতি হিসাবে মার্চ মাসের প্রথম শুক্রবার ‘কর্মচারী প্রশংসা দিবস’ (‘Employee Appreciation Day’) হিসাবে পালিত হয়। Recognition Professionals International – এর প্রতিষ্ঠাতা ডক্টর বব নেলসন(Dr. Bob Nelson) ছিলেন দিনটির প্রতিষ্ঠাতা।
  6. পর্যটন মন্ত্রণালয় বিভিন্ন ক্যাটাগরিতে ‘স্বদেশ দর্শন পুরস্কার’ (Swadesh Darshan Award) প্রদান  করেছে। 'স্বদেশ দর্শন'-এর ফ্ল্যাগশিপ প্রকল্পের অধীনে পর্যটন মন্ত্রক ভারতের 31টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে 5500 কোটি টাকারও বেশি 76টি প্রকল্প অনুমোদন করেছে।
  7. হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর (Jai Ram Thakur) রাজ্য বিধানসভায় 2022-23 বাজেট পেশ করেছেন৷
  8. অরুণাচল প্রদেশে ইটানগর শহর থেকে 15 কিলোমিটার দূরে হলঙ্গিতে একটি গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরি করা হবে ।
  9. জেট এয়ারওয়েজ (ইন্ডিয়া) লিমিটেডের নতুন প্রবর্তক, জালান-কালরক কনসোর্টিয়াম(Jalan-Kalrock consortium), সঞ্জীব কাপুর (Sanjiv Kapoor)-কে এয়ারলাইনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসাবে নিযুক্ত করেছেন৷
  10.  2-3 মার্চ ভার্চুয়ালি অনুষ্ঠিত 7 তম ইন্ডিয়া ইন্ডাস্ট্রি ওয়াটার কনক্লেভ এবং FICCI ওয়াটার অ্যাওয়ার্ডের নবম সংস্করণে ‘ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা’ (NMCG) 'বিশেষ জুরি পুরস্কার'(‘Special Jury Award’) পেয়েছে।
  11. Sustainable Development Report 2021 অথবা Sustainable Development Index 2021-এ ভারত 120 তম অবস্থানে রয়েছে৷ এই সূচকে, দেশগুলিকে 100 এর মধ্যে একটি স্কোর দ্বারা স্থান দেওয়া হয়, যেখানে ভারতের স্কোর 60.07 ৷
  12. ‘Herath’ বা ‘Night of Hara (Shiva)’, যা সাধারণত ‘মহা শিবরাত্রি’ নামে পরিচিত, জম্মু ও কাশ্মীর (J&K) জুড়ে কাশ্মীরি পণ্ডিতদের দ্বারা উদযাপন করা প্রধান উৎসব। উৎসবটি ভগবান শিব এবং দেবী উমা (পার্বতী) -এর বিবাহ বার্ষিকীকে চিহ্নিত করে।
  13. টাটা মোটরস 'অনুভব' নামে একটি মোবাইল শোরুম (showroom on wheels) চালু করেছে, গ্রামীণ গ্রাহকদের জন্য গ্রামে তাদের বাড়ির দোরগোড়ায় গাড়ি কেনার অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে এটি চালু করা হয়েছে।
  14. চলচ্চিত্র সমালোচক, লেখক জয়প্রকাশ চৌকসে (Jaiprakash Chouksey), 82 বছর বয়সে কার্ডিয়াক অ্যারেস্টের কারণে প্রয়াত হয়েছেন।
  15. 2022 সালের মার্চ মাসে NASA ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের (NOAA) জন্য, সফলভাবে পরবর্তী উন্নত পর্যায়ের আবহাওয়া সম্পর্কিত স্যাটেলাইটগুলির একটি সিরিজের মধ্যে তৃতীয়টি সফলভাবে উৎক্ষেপণ করেছে, ৷
  16. 2022 সালের বেইজিং শীতকালীন প্যারালিম্পিকে রাশিয়া এবং বেলারুশের ক্রীড়াবিদদের প্রতিদ্বন্দ্বিতা করতে ,আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি (IPC) নিষিদ্ধ করেছে ৷ শীতকালীন প্যারালিম্পিকে খেলা গুলি 4-13 মার্চ  অনুষ্ঠিত হচ্ছে।
  17. 4 মার্চ আইসিসি মহিলা বিশ্বকাপ 2022 নিউজিল্যান্ডে শুরু হয়েছে। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে 3 এপ্রিল ICC মহিলা বিশ্বকাপ 2022 এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
  18. মিশরের কায়রোতে ISSF বিশ্বকাপে (ISSF World Cup in Cairo) মহিলাদের 10 মিটারের দলগত এয়ার পিস্তল  ইভেন্টে ভারতের শ্রী নিবেথা (Shri Nivetha), এশা সিং(Esha Singh) এবং রুচিতা ভিনেরকার(Ruchita Vinerkar ) স্বর্ণপদক জিতেছেন ৷

 

  

 

Related Post