5 মার্চ 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Mar 6 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

5 মার্চ 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

 

1. প্রতি বছর 4 মার্চ বিশ্বব্যাপী ‘World Obesity Day’ পালন করা হয়। 2022-এর থিম হল ‘Everybody Needs to Act’

2. 4 মার্চ ভারতীয় সেনাবাহিনীর ড্যাগার ডিভিশন, জম্মু ও কাশ্মীর পর্যটন বিভাগের সহযোগিতায় গুলমার্গে তিন দিনের শীতকালীন উৎসবের সূচনা করেছে।

3. কেরালা পুলিশকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা অ্যানালিটিক্স বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ৷ দেশের প্রথম অন-ক্যাম্পাস ডিজিটাল ইউনিভার্সিটি, ডিজিটাল ইউনিভার্সিটি কেরালা,তাদের  এই বিষয়ে সাহায্য করছে।

4. 5 মার্চ কেন্দ্রীয় মন্ত্রী পুরুষোত্তম রুপালা (Parshottam Rupala) গুজরাটে ‘সাগর পরিক্রমা’(‘SagarParikrama’) উদ্বোধন করেন।

5. রেলওয়ে দেশীয়ভাবে তৈরি সংঘর্ষ প্রতিরোধকারী সিস্টেমের সফল ট্রায়াল এবং পরীক্ষা শুরু করেছে, যার নাম 'কবচ'(‘Kavach’)

6. ইউনিয়ন মিনিস্টার অফ আয়ুষ এন্ড পোর্টস, শিপিং এন্ড ওয়াটারওয়েস সর্বানন্দ সোনোয়াল (Sarbananda Sonowal) নাগাল্যান্ডে আয়ুশ স্বাস্থ্যসেবা খাতের বিকাশের জন্য 100 কোটিরও বেশি  বিনিয়োগের কথা ঘোষণা করেছেন৷

7. 2022 সালের মার্চে ভারত ও বাংলাদেশের মধ্যে কমার্স সেক্রেটারি লেভেল মিটিং-টি  নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে।

8. 4 মার্চ, কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া (CCI) ন্যাশনাল কনফারেন্স ও ইকোনমিক্স ল (National Conference on Economics Law )-এর  উপর ভার্চুয়াল মোডে 7 ঘন্টার  একটি জাতীয় সম্মেলনের আয়োজন করেছিল।

9. 4 মার্চ  ঢাকায় দুই দিনব্যাপী স্টাডি ইন ইন্ডিয়া (SII) 2022 সভাটির উদ্বোধন করা হয়েছে। দ্য স্টাডি ইন ইন্ডিয়া প্রোগ্রাম হল একটি ফ্ল্যাগশিপ প্রকল্প যা শিক্ষা মন্ত্রক 2018 সালে চালু করেছে

10. সঞ্জীব কাপুর (Sanjiv Kapoor)-কে জেট এয়ারওয়েজের নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হিসাবে নিযুক্ত করা হয়েছে ৷

11. হরিয়ানার গুরগাঁও এর শশাঙ্ক সিং কাটারিয়া (Shashank Singh Kataria) এশিয়ান গেমসের ট্রায়াল –এ অংশগ্রহন করা  সর্বকনিষ্ঠ অশ্বারোহী এবং একমাত্র অসামরিক ব্যক্তি।

12. 5 মার্চ INS চেন্নাই, ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ব্রহ্মোস(BrahMos ) সুপারসনিক ক্রজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে।

13. রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশের "সবচেয়ে বড় এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ বহুমুখী গন্তব্য", জিও ওয়ার্ল্ড সেন্টার খুলবে।

14. Bharti AXA Life Insurance, জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেত্রী বিদ্যা বালান (Vidya Balan)-কে ব্র্যান্ড অ্যাম্বাসডর হিসেবে নিযুক্ত করেছে ৷

15.অবসর প্রাপ্ত জেনারেল সুনিথ ফ্রান্সিস রোড্রিগেস (General (retd) Sunith Francis Rodrigues), যিনি 1990 থেকে 1993 সাল পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর প্রধান ছিলেন, 2022 সালের মার্চ মাসে প্রয়াত হয়েছেন।

16. অস্কার বিজয়ী প্রযোজক, অ্যালান ল্যাড জুনিয়ার (Alan Ladd Junior) 84 বছর বয়সে প্রয়াত হয়েছেন।

17. অস্ট্রেলিয়ার ক্রিকেটার কিংবদন্তি শেন ওয়ার্ন (Shane Warne) থাইল্যান্ডের কোহ সামুইতে হার্ট অ্যাটাকে প্রয়াত হয়েছেন।

 

Related Post