11 মার্চ 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Mar 12 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

11 মার্চ 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ (Shri Amit Shah) 11 মার্চ নয়াদিল্লিতে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (NCRB)-এর 37 তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন।1986 সালে NCRB গঠিত হয় ।
  2. কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia) এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan) যৌথভাবে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে প্রথম ড্রোন স্কুলের উদ্বোধন করেছেন।
  3. 10 মার্চ ইউনিয়ন মিনিস্টার অফ আয়ুষ এন্ড স্পোর্টস, শিপিং এন্ড ওয়াটার-ওয়ে সর্বানন্দ সোনোয়াল শ্রীনগরে “Diet and Nutrition in Unani Medicine for Good health and Well-Being” বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করেছেন ৷
  4. ইস্টার্ন রেলওয়ের আসানসোল ডিভিশনে ভারতীয় রেলের প্রথম ‘গতি শক্তি’ (‘Gati Shakti’) কার্গো টার্মিনাল উদ্বোধন করা হয়েছে। এর ফলে প্রতি মাসে প্রায় 11 কোটি টাকা রেলওয়ের আয় বাড়িয়ে দেবে বলে আশা করা হচ্ছে।
  5. ভারত সরকারের প্রাক্তন অর্থ সচিব অজয় ​​ভূষণ পান্ডে (Ajay Bhushan Pandey)-কে National Financial Reporting Authority (NFRA)-এর চেয়ারম্যান হিসাবে তিন বছরের জন্য নিযুক্ত করেছে ৷
  6. D2H, ডিশ টিভি ইন্ডিয়া লিমিটেডের একটি ডাইরেক্ট-টু-হোম (DTH) ব্র্যান্ড ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্ত (Rishabh Pant)-কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করেছে ৷
  7. 45তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা (IKBF)-তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী (সিএম) মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বারোটি বই সেন্ট্রাল পার্ক মেলা মাঠে, বিধাননগর, সল্টলেক-এ প্রকাশিত হয়েছে।
  8. পুদুচেরির কেন্দ্রশাসিত অঞ্চল (UT) এর ছাত্রদের জন্য পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর ডঃ তামিলিসাই সুন্দররাজন (Dr. Tamilisai Soundararajan) একটি Digital School Health Platform চালু করেছেন
  9. অন্ধ্র প্রদেশ সরকার ‘Skoch State of Governance rankings 2021’-এ শীর্ষস্থান অর্জন করেছে।
  10. 2022-23 সালের জন্য Confederation of Indian Industry’s (CII)- এর কর্ণাটক স্টেট কাউন্সিলের নতুন চেয়ারম্যান হিসাবে অর্জুন রাঙ্গা (Arjun Ranga)-কে নির্বাচিত করেছে।   
  11. ভারত সরকার ভারতের প্রাক্তন অর্থ ও রাজস্ব সচিব অজয় ​​ভূষণ পান্ডে (Ajay Bhushan Pandey)-কে, অর্থ মন্ত্রকের, ন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং অথরিটি (NFRA) এর নতুন চেয়ারপার্সন হিসাবে নিযুক্ত করেছে ৷
  12. Airports Council International (ACI) ওয়ার্ল্ড এশিয়া প্যাসিফিক বিভাগের অধীনে, ছয়টি ভারতীয় বিমানবন্দরকে Airport Service Quality (ASQ) Award 2021 দিয়ে সম্মানিত করেছে।
  13. ভারতীয় কবি এবং লেখক অমিতাভ কুমার (Amitava Kumar) “The Blue: A Writer’s Journal” শিরোনামের একটি নতুন বই লিখেছেন ।
  14. ভূপেন্দর যাদব, কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী, নতুন দিল্লিতে “Role of Labour in India’s Development” বইটি প্রকাশ করেছেন ৷
  15. Penguin Random House India (PRHI) ঘোষণা করেছে আইনজীবী অভিনব চন্দ্রচূড়ের (Abhinav Chandrachud)-এর লেখা “Soil Sorabjee: Life and Time” শিরোনামের একটি জীবনী 2022 সালের এপ্রিলে প্রকাশিত হবে ৷
  16. লেখক গীতাঞ্জলি শ্রীর (Geetanjali Shree) অনুদিত হিন্দি উপন্যাস "টম্ব অফ স্যান্ড" (“Tomb of Sand”) আন্তর্জাতিক বুকার পুরস্কারের জন্য 13 টি বইয়ের মধ্যে তালিকাভুক্ত হয়েছে ।
  17. হাঙ্গেরির পার্লামেন্ট প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের ঘনিষ্ঠ কাতালিন নোভাক (Katalin Novak)-কে নির্বাচিত করেছে।
  18. বিখ্যাত গলফার, টাইগার উডস (Tiger Woods) আনুষ্ঠানিকভাবে ‘World Golf Hall of Fame’-এ অন্তর্ভুক্ত হয়েছেন।

 

Related Post