19 মার্চ 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Mar 20 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

19 মার্চ 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

 

  1. কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, ডঃ হর্ষ বর্ধন (Dr. harsh Vardhan)-কে আন্তর্জাতিক সংস্থা ‘Stop TB Partnership Board’-এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছে ৷
  2. সিঙ্গাপুরে বিশ্বের সবচেয়ে বড় ভাসমান সৌর খামার (floating solar farm) নির্মিত হচ্ছে ।
  3. ইতালি ভারতের সাথে International Solar Alliance (ISA)-এর সংশোধিত ফ্রেমওয়ার্ক চুক্তিতে স্বাক্ষর করেছে।  
  4. জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের, লেফটেন্যান্ট গভর্নর, মনোজ সিনহা (Manoj Sinha - রাজভবন, জম্মুতে ওয়েবসাইট চালু করেছেন এবং একটি রেডিও-তে অনুষ্ঠান মাধ্যমে “Awaam Ki Baat”- প্রকল্পের সূচনা করেছেন ৷  
  5. বিশ্ব পরামর্শক সংস্থা Deloitte -এর প্রতিবেদন “Global Powers of Retailing 2022: Resilience Despite Challenges” –এর দেওয়া তথ্য অনুসারে, ভারতীয় ব্র্যান্ড, রিলায়েন্স রিটেল, শীর্ষ 250 তালিকায় মধ্যে 56 তম স্থানে রয়েছে ৷
  6. পদ্ম পুরস্কারপ্রাপ্ত ডঃ তেহেমটন এরাক উদওয়াদিয়া (Dr Tehemton Erach Udwadia), “More than Just Surgery: Life Lessons Beyond the OT” শিরোনামের একটি নতুন বই লিখেছেন ।
  7. জাতিসংঘ দ্বারা ঘোষিত World Happiness Report অনুসারে ফিনল্যান্ড পঞ্চম বছরের জন্য বিশ্বের সবচেয়ে সুখী দেশ হয়েছে।
  8. 8. 19 মার্চ 2022-এ, 14 তম ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । এজন্য জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা (Fumio Kishida) নয়াদিল্লিতে একটি আনুষ্ঠানিক দুদিনের সফরে এসেছেন ৷
  9. 19 মার্চ থেকে 4 এপ্রিল, 35 তম সুরাজকুন্ড আন্তর্জাতিক কারুশিল্প মেলা (35th Surajkund International Crafts Mela) ফরিদাবাদে অনুষ্ঠিত হবে।
  10. 19-31 মার্চ ভুবনেশ্বর (ওড়িশা)-এ পুরুষ ও মহিলাদের জন্য সিনিয়র জাতীয় ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ 2021- 22 (Senior National Weightlifting Championships 2021-22) অনুষ্ঠিত হবে।
  11. 2022 সালের 18 মার্চ কেরালার 26 তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (26th International Film Festival) তিরুবনন্তপুরমে শুরু হয়েছে ।
  12. চীনের গবেষকরা একটি মাইক্রোওয়েভ মেশিন রিলেটিভিস্টিক ক্লিস্ট্রন অ্যামপ্লিফায়ার তৈরি করেছেন, যা মহাকাশে উপগ্রহগুলিকে ধ্বংস করতে পারবে।
  13. আসাম সরকার একটি 'রাজ্য ওবিসি কমিশন' (‘State OBC Commission’) তৈরি করবে। কমিশন OBC –দের মধ্যে সংরক্ষণ সীমার মধ্যে থাকা বিভিন্ন উপজাতির বিষয়ে সিদ্ধান্ত নেবে।   
  14. 19 মার্চ অকল্যান্ডে, ICC Women’s Cricket World Cup- এ মিতালি রাজ (Mithali Raj) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে অর্ধশতরান করে ইতিহাস তৈরি করেছেন।  
  15. 20-22 মার্চ-এর মধ্যে ‘Geoscience: The Basic Science for a Sustainable Future’- এই থিম এর উপর 36 তম International Geological Congress (IGC)- এর একটি অনুষ্ঠান ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে।  
  16. National Capital Regional Transport Corporation (NCRTC) এর মাধ্যমে  দিল্লী-মীরাট  Rapid Rail Corridor (RRC)- এর কোচগুলি চালু করা হয়েছে ৷    
  17. Flipkart Health+ এর নতুন CEO হিসাবে প্রশান্ত জাভেরি (Prashant Jhaveri)-কে নিয়োগ করার কথা ঘোষণা করা হয়েছে ৷
  18. কর্ণাটকের রাজস্ব বিভাগের, Survey Settlement and Land Records (SSLR) ইউনিট ‘Dishaank’ নামে একটি অ্যাপ বানিয়েছে, যার মাধ্যমে মূল জমির রেকর্ড সহজে পাওয়া যাবে ।

 

 

 

Related Post