29 মার্চ 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Mar 30 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

29 মার্চ 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন প্রমোদ সাওয়ান্ত (Pramod Sawant)। গোয়ার তালেগাওয় (Taleigao)-র ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি স্টেডিয়ামে 28 মার্চ এই অনুষ্ঠানটি সম্পন্ন হল ।
  2. 28 মার্চ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে. চন্দ্রশেখর রাও (k. Chandrashekhar Rao) সদ্য সংস্কার করা ইয়াদাদ্রি মন্দির কমপ্লেক্সে শ্রী লক্ষ্মী নরসিংহ স্বামীর গর্ভগৃহ উদ্বোধন করেছেন।
  3. National Supercomputing Mission (NSM)-এর অধীনে 28 মার্চ ‘PARAM Shakti’ নামে আইআইটি খড়গপুর দ্বারা নির্মিত একটি পেটস্কেল সুপার কম্পিউটার দেশকে উৎসর্গ করা হয়েছে ৷
  4. ভারতীয় কোস্ট গার্ডে আটটি ফাস্ট প্যাট্রোল ভেসেল নির্মাণের জন্য 28 মার্চ প্রতিরক্ষা মন্ত্রক Goa Shipyard Limited (GSL)-এর সাথে 473 কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করেছে।
  5. 28 মার্চ কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শ্রী নরেন্দ্র সিং তোমর (Shri Narendra Singh Tomar) ‘Indian Agriculture towards 2030’ নামে একটি বই প্রকাশ করেছেন।  
  6. Solar Energy Corporation of India (SECI) বোর্ড ডিরেক্টর (Solar) হিসাবে সঞ্জয় শর্মা (Sanjay Sharma)-কে 28 মার্চ নিযুক্ত করেছে।
  7. 28 মার্চ Chemicals Firm SRF Ltd. ঘোষণা করেছে, 1 এপ্রিল থেকে আশিস ভারত রাম (Ashish Bharat Ram)-কে তাদের সংস্থার চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিয়োগ করা হবে । 
  8. দুবাইতে অনুষ্ঠিত হেলথ 2.0 কনফারেন্সে অন্তরমান কনসাল্টিংয়ের ম্যানেজিং ডিরেক্টর সীমা রেখা (Seema Rekha)-কে “Outstanding Leadership Award” এ সম্মানিত করা হয়েছে ৷
  9. 28 মার্চ রিনিউ পাওয়ার (ReNew Power’s)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং সিইও সুমন্ত সিনহা (Sumant Sinha) ‘Assocham’ সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন ৷  
  10. কল্যাণ জুয়েলার্স ইন্ডিয়া লিমিটেড তাদের কোম্পানি বোর্ডের চেয়ারম্যান এবং ইন্ডিপেন্ডেন্ট নন-এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে বিনোদ রাই (Vinod Rai)-র নিয়োগের কথা ঘোষণা করেছে।
  11. মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এবং ফিলিপাইনসের সামরিক বাহিনী ‘Balikatan 2022’-নামে সামরিক মহড়া শুরু করেছে।
  12. কর্ণাটকের মাইসুরুতে Bharatiya Reserve Bank Note Mudran Private Limited (BRBNMPL) “Varnika” নামে একটি কালি উৎপাদন ইউনিট স্থাপন করেছে ৷
  13. 2022 সালের মাল্টার সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী রবার্ট আবেলা (Robert Abela) লেবার পার্টি বিজয়ী হওয়ার পর দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহন করেছেন।   
  14. ‘National Para Athletics Championship’-এর 20 তম সংস্করণ কলিঙ্গা স্টেডিয়ামে 28 থেকে 31 মার্চ অনুষ্ঠিত হচ্ছে।   
  15. 28 মার্চ 94তম একাডেমি পুরস্কার বা অস্কার পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। উইল স্মিথ (Will Smith)-কে 'কিং রিচার্ড'-সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতা এবং জেসিকা চ্যাস্টেইন (Jessica Chastain)-কে "দ্য আইস অফ ট্যামি ফায়ে" সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার দেওয়া হয়েছে।
  16. ‘TIME100 Impact Awards 2022’-এর পুরস্কার প্রাপক দের মধ্যে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) রয়েছেন ৷      

 

Related Post