18 এপ্রিল, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Apr 21 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

18 এপ্রিল, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. প্রতি বছর 18 এপ্রিল, সম্মিলিত জাতিপুঞ্জ বিশ্ব ঐতিহ্য দিবস পালন করে। 2022 সালের বিশ্ব ঐতিহ্য দিবস-এর থিম হল ‘Heritage and Climate’।
  2. পেটিএম, প্রধানমন্ত্রী সংগ্রহালয়ের ডিজিটাল পেমেন্ট-এর অফিসিয়াল পার্টনার হয়েছে। 2022 সালের 21 এপ্রিল থেকে এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে।
  3. মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং, মণিপুরের বিষ্ণুপুর জেলার মইরাং-এ ভারতীয় জাতীয় সেনাবাহিনীর সদর দফতরের কমপ্লেক্সে 165 ফুট উঁচু ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করার কথা ঘোষণা করেছেন।  উত্তর-পূর্ব    ভারতের মধ্যে এই পতাকার উচ্চতা সবচেয়ে বেশি।
  4. মহারাষ্ট্রের নাগপুরে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ভারতের প্রথম রেডিও চ্যানেল, ‘Radio Aksh’ চালু করা হয়েছে। চ্যানেলটি বিভিন্ন ইন্টারনেট রেডিও প্ল্যাটফর্মে বিনামূল্যে পাওয়া যাবে।
  5. নিউজিল্যান্ডের পেসার হ্যামিশ বেনেট সব ধরনের ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন।
  6. ভারত উন্নয়নের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি কমিশন সহ সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (United Nations Economic and Social Council) চারটি প্রধান সংস্থায় নির্বাচিত হয়েছে। রাষ্ট্রদূত প্রীতি শরণ অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার কমিটিতে পুনর্নির্বাচিত হয়েছেন।
  7. 2022 সালের 17 এপ্রিল থেকে 21 এপ্রিল পর্যন্ত সিঙ্গাপুরের  মেরিনা বে স্যান্ডস-এর স্যান্ডস এক্সপো অ্যান্ড কনভেনশন সেন্টারে সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল ওয়াটার উইক অনুষ্ঠিত হচ্ছে।
  8. বিমান পরিবহন মন্ত্রকের আঞ্চলিক সংযোগ স্কিম UDAN (Ude Desh ka Aam Nagarik), বেসামরিক ফ্ল্যাগশিপ প্রকল্প ‘Innovation (General)-Central’ বিভাগের অধীনে জনপ্রশাসনে শ্রেষ্ঠত্বের জন্য Prime Minister's Award 2020-এর জন্য নির্বাচিত হয়েছে।
  9. বিক্রম দেব দত্তকে এয়ার ইন্ডিয়া অ্যাসেট হোল্ডিং-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে।
  10.  নিউ দিল্লির কর্মকর্তাদের দ্বারা খাদ্য নিরাপত্তা মূল্যায়নকারী পরীক্ষাগার নিবন্ধন করার  ব্যর্থতার ব্যাপারে উল্লেখ করে ইন্দোনেশিয়া ভারত থেকে কৃষিপণ্য আমদানি বন্ধ করে দিয়েছে।
  11.  প্রবীণ হিন্দি টেলিভিশন উপস্থাপক এবং অভিনেতা, মঞ্জু সিং হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। তিনি দিদি হিসাবে পরিচিত ছিলেন।
  12.  ইসরায়েল সফলভাবে একটি নতুন লেজার ক্ষেপণাস্ত্র-প্রতিরক্ষা ব্যবস্থা ‘Iron Beam’ পরীক্ষা করেছে। এটি বিশ্বের প্রথম শক্তি-ভিত্তিক অস্ত্র ব্যবস্থা যেটি লেজার রশ্মি ব্যবহার করে ড্রোন সহ যে কোনো বায়ুবাহিত বস্তুকে ধ্বংস করতে পারে।
  13.  শীর্ষস্থানীয় ভারতীয় সাঁতারু সজন প্রকাশ ডেনমার্কের কোপেনহেগেনে ড্যানিশ ওপেন সুইমিং মিটে পুরুষদের 200 মিটার বাটারফ্লাই-এ সোনা জিতেছেন।
  14.  2021 সালের AIMA ম্যানেজিং ইন্ডিয়া অ্যাওয়ার্ডস-এ ‘Sardar Udham’ ছবির জন্য সুজিত সরকারকে বছরের সেরা পরিচালকের পুরস্কারে সম্মানিত করা হয়েছে ।
  15. 2022 সালের 18 এপ্রিল থেকে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ভারত জুড়ে এক লক্ষেরও বেশি আয়ুষ্মান ভারত-স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্রগুলিতে ব্লক স্তরের স্বাস্থ্য মেলাগুলি আয়োজন করছে।

 

 

Related Post