19 এপ্রিল, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Apr 21 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

19 এপ্রিল, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. যকৃতের রোগের কারণ ও প্রতিরোধের কৌশল এবং যকৃতের সামগ্রিক যত্ন নেওয়া সম্পর্কে সচেতনতা বিকাশের জন্য প্রতি বছর 19 এপ্রিল বিশ্ব যকৃৎ দিবস পালন করা হয়।
  2. হরিয়ানা তামিলনাড়ুকে পরাজিত করে 12তম সিনিয়র পুরুষদের জাতীয় হকি চ্যাম্পিয়নশিপ জিতেছে।
  3. সক্রিয়ভাবে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে ভারত ও ফ্রান্সের মধ্যে যৌথ আলোচনার 20তম সংস্করণ-এর  সমাপ্তি ঘটেছে।
  4. সরকার পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান কমলেশ নীলকান্ত ব্যাসের  মেয়াদ এক বছরের জন্য বৃদ্ধি করেছে। এটি তার মেয়াদ বৃদ্ধির দ্বিতীয় পর্যায়। তিনি 2018 সালের সেপ্টেম্বরে এই পদে প্রথম নিযুক্ত হন।
  5. জনপ্রিয় ওড়িয়া গায়ক এবং সঙ্গীত পরিচালক প্রফুল্ল কর বার্ধক্যজনিত অসুস্থতার কারণে প্রয়াত হয়েছেন। 2015 সালে তিনি সম্মানজনক পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছিলেন।
  6. লেফটেন্যান্ট জেনারেল মনোজ পান্ডেকে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান হিসেবে নিয়োগ করা  হয়েছে। তিনি ভারতীয় সেনাবাহিনীর বর্তমান উপপ্রধান। তিনি জেনারেল এম এম নারাভানের স্থলাভিষিক্ত হবেন। লেফটেন্যান্ট জেনারেল মনোজ পান্ডে কর্পস অফ ইঞ্জিনিয়ার্সের প্রথম অফিসার যাকে সেনাপ্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে।
  7. ফিনো পেমেন্টস ব্যাঙ্ক নিউ দিল্লির পেসপ্রিন্ট প্রাইভেট লিমিটেডের 12.19% শেয়ার ক্রয় করবে৷
  8. লেহ-তে আইটি সেক্টর গঠন করার জন্য প্রথম পদক্ষেপ গৃহীত হয়েছে। লাদাখের অতিরিক্ত পুলিশ ডিরেক্টর জেনারেল এস এস খান্দারে লেহ-তে ইথোশ ডিজিটাল(Ethosh Digital) -এর প্রথম আইটি প্রশিক্ষণ ও পরিষেবা কেন্দ্র চালু করেছেন।
  9. রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নিউ দিল্লিতে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার-এর হীরক জয়ন্তী বর্ষ উদযাপনের উদ্বোধন করেছেন৷
  10. বর্ডার রোডস অর্গানাইজেশনের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল রাজীব চৌধুরী ঘোষণা করেছেন যে বর্ডার রোডস অর্গানাইজেশন হিমাচল প্রদেশ এবং লাদাখকে সংযুক্ত করতে 16,580 ফুট উচ্চতায় শিনকু লা গিরিপথে বিশ্বের সর্বোচ্চ সুড়ঙ্গপথ স্থাপন করবে।
  11. গুজরাটের গান্ধীনগরে স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির কমপ্লেক্সে ভারতের প্রথম সহজে বহনযোগ্য ছাদের উপরিভাগে সৌরশক্তি ব্যবস্থার উদ্বোধন করা হয়েছে।
  12. ভারতীয় তটরক্ষী  বাহিনী 2022 সালের 19 এপ্রিল গোয়ার মুর্মুগাঁও বন্দর থেকে দু'দিনের জাতীয় স্তরের Pollution Response Exercise, ‘NATPOLREX-VIII’-এর অষ্টম সংস্করণ শুরু করেছে। প্রতিরক্ষা সচিব ড. অজয় কুমার marine spill প্রস্তুতি মহড়ার উদ্বোধন করেছেন।
  13. 2022 সালের 19 এপ্রিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল দ্বারা প্রকাশিত সাম্প্রতিক World Economic Outlook রিপোর্টে 2023 অর্থবর্ষে ভারতের মোট জিডিপি বৃদ্ধির আনুমানিক হার কমিয়ে 8.2 শতাংশ করেছে।
  14.  ভারতের সুপ্রিম কোর্ট দিল্লি-দেরাদুন অর্থনৈতিক করিডোর এক্সপ্রেসওয়ে (Delhi-Dehradun Economic Corridor Expressway) প্রকল্পের জন্য ক্ষতিপূরণমূলক বনসৃজন এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা নিরীক্ষণের জন্য বিশেষজ্ঞ কমিটি পুনর্গঠন করেছে। উত্তরাখণ্ডের মুখ্য সচিব সুখবীর সিং সান্ধুর নেতৃত্বে 12-সদস্যের স্বাধীন বিশেষজ্ঞ কমিটির প্রধান হবেন।
  15. কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমাই ঘোষণা করেছেন যে সিদ্ধালিঙ্গ স্বামীর জন্মবার্ষিকী ‘Integration Day’ হিসাবে পালন করা হবে।

 

 

Related Post