18 মে, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 May 19 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

18 মে, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স  

 

  1. প্রতি বছর 18 মে ‘International Museum Day’ (IMD) বা আন্তর্জাতিক জাদুঘর দিবস পালিত হয়। এই বছর আন্তর্জাতিক জাদুঘর দিবসের থিম ‘The Power of Museums’।      
  2. ‘World AIDS Vaccine Day’ যা ‘HIV Vaccine Awareness Day’ (HVAD) নামেও পরিচিত, প্রতি বছর 18 মে সারা বিশ্বে পালিত হয়।রোগটি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে এবং Acquired  Immuno Deficiency Syndrome (AIDS) সম্পর্কে তথ্য প্রদানের জন্য দিনটি পালন করা হয়।    
  3. বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতুটি চেক প্রজাতন্ত্রের ভ্রমণকারীদের জন্য চালু করা হয়েছে৷ প্রায় দুই বছর ধরে নির্মাণাধীন সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ।    
  4. লারসেন অ্যান্ড টুব্রো লিমিটেড (L&T)-এর বর্তমান ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং  সভাপতি  এস.এন. সুব্রহ্মণ্যনকে  ভারতের বৃহত্তম প্রকৌশল ও নির্মাণ কর্পোরেশনের শীর্ষে ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে মনোনীত করা হয়েছে, যা 18 বছরে প্রথম গার্ড পরিবর্তন।   
  5. প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার সুনীল অরোরাকে গ্রাম উন্নতি বোর্ডের নতুন নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছে।  
  6. সোমালি আইনপ্রণেতারা প্রাক্তন নেতা হাসান শেখ মোহামুদকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করেছেন।   
  7.  ব্রিটিশ পর্বতারোহী কেন্টন কুল 16 তম বার বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ আহোরন করেছেন এবং প্রথম বিদেশী পর্বতারোহী হিসাবে সবচেয়ে বেশি মাউন্ট এভারেস্ট সামিট করেছেন৷
  8. পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী, ভূপেন্দর যাদব রাজস্থানের রামগড় বিষধরী ব্যাঘ্র  সংরক্ষণ কেন্দ্রকে রাজস্থানের  চতুর্থ এবং ভারতের 52 তম ব্যাঘ্র সংরক্ষণাগার হিসাবে ঘোষণা করেছেন৷    
  9. আইকার মোটরস বি গোবিন্দরাজনকে রয়্যাল এনফিল্ডের চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে নিযুক্ত করেছে৷
  10. এলিজাবেথ বোর্নকে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে, যিনি দেশের দ্বিতীয় মহিলা হিসাবে এই দায়িত্ব পালন করবেন।    
  11. বেঙ্গালুরু অশোকা ট্রাস্ট ফর রিসার্চ ইন ইকোলজি অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট (ATREE)-এর প্রধান ড. কমল বাওয়া ইউএস ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেস-এ নির্বাচিত হয়েছেন।   
  12. Organization Internationale des Constructeurs d'Automobiles (OICA) দ্বারা প্রকাশিত রিপোর্ট অনুসারে, ভারত জার্মানিকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম গাড়ির মার্কেটে পরিণত হয়েছে৷
  13. মধ্যপ্রদেশের ভোপালে 12তম হকি ইন্ডিয়া সিনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ 2022-এর বিজয়ী হিসাবে ওড়িশাকে ঘোষণা করা হয়েছে।  

14.লোকসভার স্পিকার ওম বিড়লা 17 মে রাজস্থানের কোটায় ‘Suposhit Maa Abhiyan’ -এর দ্বিতীয় পর্ব চালু করেন।

 

Related Post