26 মে, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 May 27 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

26 মে, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. বিশ্ব স্বাস্থ্য সংস্থা 16ই আগস্ট থেকে দ্বিতীয় মেয়াদে WHO-এর ডিরেক্টর-জেনারেল হিসেবে টেড্রোস আধানম ঘেব্রেইসাসকে পুনরায় নিযুক্ত করেছে।
  2. কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব, রাজেশ ভূষণকে 75তম World Health Assembly (WHA) কমিটি B-এর চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত করা হয়েছে। 
  3. 2021-সালের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (WEF)-এর ভ্রমণ ও পর্যটন উন্নয়ন সূচকে 4.1 স্কোর সহ ভারতকে 54 তম অবস্থানে রেখেছে, যদিও ভারত দক্ষিণ এশিয়ায় দেশ গুলির মধ্যে শীর্ষ স্থানে রয়েছে ।
  4. রাস্কিন বন্ডের 88তম জন্মদিনে রাস্কিন বন্ডের লেখা “Listen to Your Heart: The London Adventure” নামে একটি নতুন বই পেঙ্গুইন র‌্যান্ডম হাউস ইন্ডিয়া (PRHI)প্রকাশ করেছে। 
  5. Abhinav Bindra Foundation Trust (ABFT)-এর সহযোগিতায় ওড়িশায় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (IOC) Olympic Values Education Programme (OVEP) চালু করেছেন৷  
  6. দেশের প্রথম মেট্রো শহর হিসাবে কলকাতা জীববৈচিত্র্যের একটি বিশদ রেজিস্টার প্রস্তুত করেছে৷
  7. ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা (NMCG) হাইব্রিড অ্যানুইটি মোডের অধীনে পশ্চিমবঙ্গের মহেশতলার পয়ঃনিষ্কাশন পরিকাঠামোর উন্নয়নের জন্য 2টি চতুর্পক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে।
  8. রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ 26 মে তিরুবনন্তপুরমে National Women Legislators’ Conference-2022 এর উদ্বোধন করেন।
  9. নরিন্দর বাত্রা Indian Olympic Association (IOA)-এর সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন৷
  10. 22 মে পশ্চিমবঙ্গের পিয়ালি বসাক প্রথম ভারতীয় মহিলা হিসাবে অক্সিজেন ছাড়াই মাউন্ট এভারেস্টে জয় করেন।  
  11. 26 মে ভারতীয় নৌবাহিনীর একটি জরিপ জাহাজ নির্দেশক, চেন্নাইয়ের কাছে কাট্টুপল্লীতে চালু করা হয়েছে। 
  12. কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং 26 মে জম্মু ও কাশ্মীরের ভাদেরওয়াহে ভারতের ‘First Lavender Festival’ উদ্বোধন করেন।

 

 

Related Post