29 মে, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 May 30 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

29 মে, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. প্রতি বছর 29 মে ‘আন্তর্জাতিক এভারেস্ট দিবস’ পালিত হয়। নিউজিল্যান্ডের স্যার এডমন্ড হিলারি এবং নেপালের শেরপা তেনজিং নোরগে কর্তৃক প্রথমবার মাউন্ট এভারেস্টের চূড়া  আরোহণ করার দিন স্বরুপ এটি উদযাপন করা হয়।   
  2. 29 মে বিশ্বব্যাপী ‘International Day of UN Peacekeepers’ পালিত হয়। 2022 সালের থিম হল “People. Peace. Progress. The Power of Partnerships”।   
  3. প্রতি বছর 29 মে চৌধুরী চরণ সিংয়ের মৃত্যুবার্ষিকী পালন করা হয়। তিনি ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।  
  4. 29 মে থেকে 4 জুন  পর্যন্ত মুম্বাই-এর ওরলিতে নেহেরু সেন্টার অডিটোরিয়ামে  Mumbai International Film Festival (MIFF)-এর 17 তম সংস্করণ অনুষ্ঠিত হচ্ছে।      
  5. 28 মে মুম্বাইয়ের ন্যাভাল ডকইয়ার্ডে INS গোমতীকে কার্যভার থেকে বিরত করা হয়েছে।      
  6. চলচ্চিত্র নির্মাতা শৌনক সেনের তথ্যচিত্র ‘All That Breathes’ 2022 সালের L’OEil d’Or পুরস্কারে সম্মানিত হয়েছে। 
  7. সুইডিশ পরিচালক রুবেন অস্টলন্ডের চলচ্চিত্র, “Triangle of Sadness”, 28 মে কান চলচ্চিত্র উৎসবে সেরা ছবির জন্য Palme d’Or পুরস্কারে সম্মানিত হয়েছে।      
  8. প্রখ্যাত পাঞ্জাবি লেখিকা সুলতানা বেগম 2022 সালের মে মাসে  প্রয়াত হয়েছেন।
  9. 28 মে কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং জম্মুর কাঠুয়ার ঘাট্টিতে উত্তর ভারতের ইন্ডাস্ট্রিয়াল বায়োটেক পার্কের উদ্বোধন করেছেন।    
  10. ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক 27 মে ভুবনেশ্বরে সরকারি তথ্য রক্ষা করার প্রচেষ্টার জন্য একটি সাইবার সিকিউরিটি অপারেশন সেন্টারের উদ্বোধন করেছেন ।     
  11. 29 মে আহমেদাবাদে অনুষ্ঠিত আইপিএলের 15তম সংস্করণের  ফাইনালে গুজরাট টাইট্যানস রাজস্থান রয়্যালসকে 7 উইকেটে পরাজিত করেছে।        
  12. তামাক সেবন নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে স্বীকৃতি দিয়ে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ঝাড়খণ্ডকে 2022 সালের বিশ্ব তামাকমুক্ত দিবস (WNTD) পুরস্কার-এর জন্য নির্বাচিত করেছে।
  13. 29 বছর বয়সী পাঞ্জাবি গায়ক, সিধু মুজ ওয়ালা পাঞ্জাবের মানসা জেলার জওহারকে গ্রামে অজ্ঞাতপরিচয় হামলাকারীদের গুলিতে নিহত হয়েছেন।  

 

Related Post