2 জুন, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Jun 3 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

2 জুন, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

1. 2014 সালের 2 জুন তেলেঙ্গানা ভারতের 28তম রাজ্য হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। অন্ধ্রপ্রদেশ থেকে পৃথক করে একটি নতুন রাজ্য গঠনে জনগণের অবদানকে চিহ্নিত করতে তেলঙ্গানা তার গঠন দিবস উদযাপন করে।

2. ভারতের রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের 59তম মহা অধিবেশনের উদ্বোধন করেছেন৷ 

3. সিনিয়র বিজ্ঞানী রাজেশ গেরাকে জাতীয় তথ্যবিজ্ঞান কেন্দ্র (NIC)-এর ডিরেক্টর-জেনারেল  হিসাবে নিযুক্ত করা হয়েছে।

4. প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক, ড্যারেন স্যামি একটি অনুষ্ঠানে পাকিস্তানের সেবার জন্য Sitara-i-Pakistan পুরস্কারে ভূষিত হয়েছেন। 

5. পূর্ব ভারতের শীর্ষস্থানীয় খাদ্য ব্র্যান্ড এবং ওড়িশার 1 নং মশলা কোম্পানি, রুচি ফুডলাইনের ডিরেক্টর, রশ্মি সাহুকে 2022 সালের টাইমস বিজনেস অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে। 

6. 1988-ব্যাচের ভারতীয় পুলিশ সার্ভিস অফিসার এস.এল. থাওসেনকে সশস্ত্র সীমা বলের (SSB) নতুন ডিরেক্টর-জেনারেল হিসাবে নিযুক্ত করা হয়েছে।  

7. ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত পুরুষদের হকি এশিয়া কাপে ভারত জাপানকে 1-0 গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে।  

8. সিনিয়র আইপিএস অফিসার, জুলফিকার হাসানকে ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি (BCAS)-এর নতুন ডিরেক্টর-জেনারেল হিসাবে নিযুক্ত করা হয়েছে।   

9. শচীন তেন্ডুলকার ইউনাইটেড নেশনস চিলড্রেনস ফান্ড (ইউনিসেফ)-এ সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করতে 20তম বছরের জন্য   'গুডউইল অ্যাম্বাসাডর' হিসাবে অব্যাহত থাকবেন। 

10. জম্মু ও কাশ্মীর (J&K)-এর লেফটেন্যান্ট গভর্নর, মনোজ সিনহা এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং 28 মে জম্মু ও কাশ্মীরের কাঠুয়ার কাছে ঘাটিতে নির্মিত উত্তর ভারতের প্রথম ইন্ডাস্ট্রিয়াল বায়োটেক পার্কের উদ্বোধন করেছেন।

11. ভারতীয় জাতীয় পতাকা বা তিরঙ্গা পলিয়েস্টার দিয়ে এবং ভারতের সংশোধিত পতাকা কোড অনুসারে মেশিনের সাহায্যে তৈরি করা যাবে। 

12. মিশেলিন তারকা সেলিব্রিটি শেফ বিকাশ খান্নাকে  একমাত্র ভারতীয় শেফ হিসাবে গেজেট রিভিউ দ্বারা বিশ্বের মর্যাদাপূর্ণ শীর্ষ 10  শেফের মধ্যে স্থান দেওয়া হয়েছে।  

13. গুজরাটে 1 জুন থেকে  দুই দিনব্যাপী জাতীয় শিক্ষামন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।  

14. রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, 31 মে নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রতিরক্ষা বিনিয়োগ অনুষ্ঠানের (পর্যায়-2) সময় একটি কীর্তি চক্র এবং 14টি শৌর্য চক্র প্রদান করেন।

 

Related Post