18 জুন, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Jun 19 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

18 জুন, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

 

  1. প্রতি বছর 18 জুন ‘Austistic Pride Day’ পালন করা হয়৷ 2022-সালের থিম হল ‘Inclusion in the Workplace: Challenges and Opportunities in a Post-Pandemic World’৷  
  2. প্রতি বছর 18 জুন  সারা বিশ্বে ‘Sustainable Gastronomy Day’ পালিত হয়।   
  3. সারা বিশ্বে প্রতি বছর 18 জুন  ‘International Day for Countering Hate Speech’ পালন করা হয়।       
  4. প্রতি বছর 18 জুন ‘আন্তর্জাতিক পিকনিক দিবস’ পালন করা হয়।     
  5. 2022 সালের স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর  ভারত এবং দক্ষিণ এশিয়ার সেরা আঞ্চলিক বিমানবন্দরের শিরোপা জিতেছে।   
  6. কেন্দ্রীয় সরকার ‘অগ্নিপথ’ নিয়োগ প্রকল্পের জন্য সর্বোচ্চ বয়সসীমা 21 বছর থেকে বাড়িয়ে 23 বছর করেছে৷     
  7. তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন 2022 সালের জুন মাসে ‘এন্নাম এজুথুম’ প্রকল্পের সূচনা করেছেন।   
  8. 2022-2023 সালের ‘মিসেস ইন্ডিয়া ওয়ার্ল্ড’, 15 জুন মুম্বাই-তে অনুষ্ঠিত হয়েছে। মিসেস সরগম কৌশল বিজয়ী হয়েছেন এবং তিনি ‘মিসেস ওয়ার্ল্ড 2022’-এ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন।      
  9. সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ 15 জুন দেশের প্রধানমন্ত্রী হিসেবে হামজা আবদি বারেকে নিযুক্ত করেছেন।   
  10.  মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন 15 জুন ভারতীয়-আমেরিকান নিরাপত্তা বিশেষজ্ঞ  রাধা আয়েঙ্গার প্লাম্বকে প্রতিরক্ষা ক্ষেত্রে ডেপুটি আন্ডার সেক্রেটারি পদে মনোনীত করেছেন।      
  11. চীনা রাষ্ট্রপতি শি জিনপিং 23 জুন বেইজিংয়ে 14-তম ব্রিকস(BRICS) শীর্ষ সম্মেলনের আয়োজন করেছেন।   
  12.  14 জুন সেলুলার অপারেটরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (COAI) প্রমোদ কে মিত্তালকে অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করেছে৷
  13. গুজরাট দেশের প্রথম রাজ্য হিসাবে 'বালিকা পঞ্চায়েত' চালু করবে। এটি মেয়েদের একটি পঞ্চায়েত যার লক্ষ্য মেয়েদের সামাজিক ও রাজনৈতিক উন্নয়ন এবং রাজনীতিতে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। 
  14. ভেরিজনের নিউজ রিলিজ অনুসারে, ভারতীয়-আমেরিকান সোম্যনারায়ণ সম্পাথ ভেরিজন বিজনেসের নতুন সিইও(CEO)  হিসাবে নিযুক্ত হবেন৷    

 

Related Post