22 জুন, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Jun 23 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

22 জুন, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স     

  1. প্রতি বছর 21 জুন বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস পালন করা হয়। 2022 সালের বিশ্ব হাইড্রোগ্রাফি দিবসের থিম হল “Hydrography – contributing to the United Nations Ocean Decade”।   
  2. কানাডিয়ান-আমেরিকান লেখক রুথ ওজেকি 2022 সালের ‘Women’s Prize for Fiction’ পুরষ্কারে ভূষিত হলেন । তিনি তার “The Book of Form and Emptiness” উপন্যাসের জন্য এই পুরস্কার পেলেন।      
  3. 36 তম রাজ্যে হিসাবে আসাম 'এক দেশ এক রেশন কার্ড' (ONORC) প্রকল্প বাস্তবায়ন করেছে।  
  4. কিংবদন্তি অস্ট্রেলিয়ান ক্রিকেটার লিসা স্থালেকার ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (FICA) প্রথম মহিলা সভাপতি হয়েছেন৷
  5. সিনিয়র কূটনীতিবিদ রুচিরা কাম্বোজকে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত এবং বর্তমান প্রতিনিধি হিসাবে সম্মিলিত জাতিপুঞ্জে নিযুক্ত করা হয়েছে।     
  6. ভারত এবং নেপালের রামায়ণ সার্কিটের সাথে যুক্ত স্থানগুলির সংযোগকারী প্রথম 'ভারত গৌরব' পর্যটন ট্রেনটি 21 জুন নয়াদিল্লির সফদরজং রেলওয়ে স্টেশন থেকে সূচনা করা হয়েছে।     
  7. কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং 21 জুন জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় সিসমোলজি অবজারভেটরির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন।      
  8. কেন্দ্রীয় সরকার দেশব্যাপী 1 জুলাই থেকে 'একক-ব্যবহারযোগ্য প্লাস্টিক'-এর ব্যবহার নিষিদ্ধ করবে৷  1 জুলাই থেকে একক-ব্যবহারযোগ্য প্লাস্টিক বিশেষ করে যেগুলি পলিস্টাইরিন এবং প্রসারিত পলিস্টাইরিন দিয়ে তৈরি করা হয় সেগুলি উৎপাদন, আমদানি, স্টক, বিতরণ, বিক্রি এবং ব্যবহার করা অবৈধ ঘোষিত হবে৷          
  9. মঙ্গোলিয়ার খুভসগুল লেক ন্যাশনাল পার্ক ইউনেস্কোর ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ারের তালিকায় যুক্ত হয়েছে।  
  10. ভারতের সর্বোচ্চ সাংবিধানিক পদের জন্য মনোনীত প্রার্থী হিসাবে ওড়িশা-ভিত্তিক সাঁওতাল সম্প্রদায়ের দ্রৌপদী মুর্মু-কে ভারত শেষ পর্যন্ত তার প্রথম উপজাতীয় রাষ্ট্রপতি হিসাবে পেতে পারে৷     
  11. হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর চতুর্থ আন্তর্জাতিক যোগ দিবসের প্রাক্কালে ডক্টর সোনু ফোগাট রচিত ‘অষ্টাঙ্গ যোগ’ বইটির আনুষ্ঠানিক প্রকাশ করেছেন৷   
  12. ভারতের প্রথম পর্বতারোহী স্কালজাং রিগজিন, যিনি অক্সিজেনের সাহায্য ছাড়াই মাউন্ট অন্নপূর্ণার চূড়ায় আরোহণ করেছিলেন তাকে লেহ-তে উন্মুক্ত অস্ত্র পদ্ধতিতে  স্বাগত জানানো হয়েছে।   
  13. শ্রীলঙ্কায় সরকার গৃহকর্মী হিসাবে বিদেশে কাজে যাওয়ার ক্ষেত্রে মহিলাদের ন্যূনতম বয়সসীমা সংশোধন করে 21 বছর করেছে৷           

 

Related Post