11 জুলাই, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Jul 12 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

11 জুলাই, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

1.  সারা বিশ্বে জনসংখ্যার সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে প্রতি বছর 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়। 2022 সালের থিম হল “A world of 8 billion: Towards a resilient future for all- Harnessing opportunities and ensuring rights and choices for all”।  

2.  অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই. এস. জগন মোহন রেড্ডিকে Yuvajana Sramika Rythu Congress (YSRC) তার আজীবনকালের সভাপতি হিসাবে নির্বাচিত করেছে৷     

3.  সরকার দুর্নীতির অভিযোগে সতীশ অগ্নিহোত্রীকে বরখাস্ত করার পরে, রাজেন্দ্র প্রসাদকে ন্যাশনাল হাই-স্পিড রেল কর্পোরেশন লিমিটেড (NHSRCL)-এর ব্যবস্থাপনা পরিচালক হিসাবে নিযুক্ত করেছে৷   

4.  মন্ত্রিসভার নিয়োগ কমিটি (ACC),প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ PSU গোয়া শিপইয়ার্ড লিমিটেড (GSL)-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (CMD)হিসাবে ব্রজেশ কুমার উপাধ্যায়কে নিয়োগের অনুমোদন দিয়েছে৷    

5.  নয়া দিল্লিতে ‘মাই হোম ইন্ডিয়া’-দ্বারা আয়োজিত যুব সম্মেলনে ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ উপস্থিত ছিলেন।    

6.  Videsh Sanchar Nigam Ltd (VSNL)-এর প্রাক্তন চেয়ারম্যান ব্রিজেন্দ্র কে সিঙ্গাল দীর্ঘদিনের অসুস্থতার পরে প্রয়াত হয়েছেন।   

7.  প্রধানত কৃষিক্ষেত্রে 13 মিলিয়ন মানুষ চাকরি হারানোর পর 2022 সালের জুন মাসে দেশের বেকারত্বের হার বেড়ে 7.80 শতাংশ হয়েছে ।      

8.  কেন্দ্রীয় মহাকাশ বিজ্ঞান প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং 11 জুলাই বেঙ্গালুরুতে IS4OM উদ্বোধন করেছেন।  

9.  10 জুলাই নয়া দিল্লির এয়ার ফোর্স স্টেশন রাজোক্রিতে UDAN-এর অধীনস্থ কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য IAF সেন্টার অফ এক্সিলেন্স উদ্বোধন করা হয়েছে।     

10.  ভুবনেশ্বর কুমার T20 ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার যিনি 500টি ডট বল করেছেন।  

11. জ্যোতি সুরেখা ভেন্নাম এবং অভিষেক ভার্মা 2022 সালের জুলাই মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের বার্মিংহামে অনুষ্ঠিত 2022 ওয়ার্ল্ড গেমসে ব্রোঞ্জ পদক জিতে ইতিহাস তৈরি করেছেন।  

12.  সম্মিলিত জাতিপুঞ্জের একটি রিপোর্ট অনুসারে 2023 সালে ভারত চিনকে ছাড়িয়ে পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ পরিণত হবে।     

13. 11 জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন সংসদ ভবনের ছাদে জাতীয় প্রতীক উন্মোচন করেছেন। এটি ব্রোঞ্জ দিয়ে তৈরি যার মোট ওজন 9500 কিলোগ্রাম এবং উচ্চতা 6.5 মিটার।  

               14. 79 বছর বয়সী অ্যাঙ্গোলার প্রাক্তন এবং সবচেয়ে দীর্ঘতম মেয়াদের রাষ্ট্রপতিদের মধ্যে অন্যতম জস এডুয়ার্দো ডস সান্তোস 8 জুলাই স্পেনের বার্সেলোনায় প্রয়াত হয়েছেন।  

Related Post