21 জুলাই, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Jul 22 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

21 জুলাই, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. ওড়িশার একটি অতি সাধারণ আদিবাসী পরিবারের কন্যা, দ্রৌপদী মুর্মু ভারতের 15তম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন৷ মুর্মু হলেন ভারতের প্রথম মহিলা আদিবাসী রাষ্ট্রপতি।
  2. শ্রীলঙ্কার সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে 134 ভোট পেয়ে জয়ী হয়েছেন।   
  3. লস এঞ্জেলেসএ অনুষ্ঠিত 2028 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের আয়োজকরা ঘোষণা করেছেন যে,14 জুলাই প্রতিযোগীতাটির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।            
  4. হেনলি পাসপোর্ট সূচকে ভারতীয় পাসপোর্ট 87তম স্থানে রয়েছে। জাপান, সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া বিশ্বের সবচেয়ে কার্যকারী পাসপোর্ট গুলির অধিকারী।     
  5. বিচার বিভাগীয় সহযোগিতার জন্য 20 জুলাই কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারত এবং মালদ্বীপ প্রজাতন্ত্রের বিচার বিভাগীয় পরিষেবা কমিশনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের অনুমোদন দিয়েছে।  
  6. 17 জুলাই চেন্নাইতে ‘The Indo-UAE Economic Chamber of Commerce’ নামক একটি নতুন শিল্প সংস্থা চালু হয়েছে।     
  7. মালায়ালাম চলচ্চিত্র নির্মাতা কেপি কুমারান কেরালার সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার, জেসি ড্যানিয়েল পুরস্কারে সম্মানিত হয়েছেন।  
  8. ন্যাশনাল একাডেমি অফ এগ্রিকালচারাল রিসার্চ ম্যানেজমেন্ট (NAARM) 2021 সালের সর্দার প্যাটেল আউটস্ট্যান্ডিং ICAR ইনস্টিটিউট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে ।    
  9. হিমাচল প্রদেশ দেশের প্রথম রাজ্য, যেখানে ভেহিকল লোকেশন ট্র্যাকিং ডিভাইস (VLTD)সমন্বিত সমস্ত নিবন্ধিত বাণিজ্যিক যানবাহনগুলিকে ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেম (ERSS)-এর সাথে সংযুক্ত করা হয়েছে।           
  10. অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক রাজ শুক্লাকে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)-এর সদস্য হিসাবে নিযুক্ত করা হয়েছে।  
  11. RattanIndia Power ব্রিজেশ গুপ্তকে সংস্থাটির নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিয়োগের কথা ঘোষণা করেছে।
  12. সিনিয়র আইএএস অফিসার মিসেস আরাধনা জোহরি রচিত উত্তরাখণ্ডের মন্দিরগুলির বিষয়ে কাহিনী সমন্বিত ‘BEYOND THE MISTY VEIL’,Temple Tales of Uttarakhand নামক বইটি মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি প্রকাশ করেছেন৷     
  13. ফোর্বস রিয়েল-টাইম বিলিয়নেয়ারদের তালিকা অনুসারে, ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি, গৌতম আদানি, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসকে পিছনে ফেলে বর্তমানে বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তির স্থান অধিকার করেছেন।      
  14. নীতি আয়োগের ইন্ডিয়া ইনোভেশন ইনডেক্সের তৃতীয় সংস্করণে কর্ণাটক, মণিপুর এবং চণ্ডীগড় তাদের নিজ নিজ বিভাগে শীর্ষস্থান অর্জন করেছে।

 

Related Post