8 আগস্ট, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Aug 9 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

8 আগস্ট, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আগস্ট ক্রান্তি দিন বা ভারত ছাড়ো আন্দোলনের 80তম বার্ষিকী 8 আগস্ট সমগ্র দেশে পালন করা হয়েছে।    
  2. ভারত 2022 সালের অক্টোবর মাসে দিল্লি এবং মুম্বাইতে সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে(UNSC)15টি দেশের কূটনীতিবিদ এবং কর্মকর্তাদের নিয়ে আয়োজিত সন্ত্রাসবাদ সংক্রান্ত একটি বিশেষ বৈঠকের আয়োজন করবে।          
  3. 4 আগস্ট অন্ধ্রপ্রদেশ সরকার, ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্মার্ট গভর্নমেন্ট (NISG)-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।  
  4. 6 আগস্ট সিনিয়র বৈজ্ঞানিক নল্লাথাম্বি কালাইসেলভি বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা কাউন্সিলের (CSIR) প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছেন।   
  5. গোয়া সরকার আগামী শিক্ষাবর্ষ থেকে জাতীয় শিক্ষা নীতি অনুযায়ী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের সিলেবাসের 100 শতাংশ বাস্তবায়ন করবে।     
  6. কালাচুভাডুর প্রকাশক কানন সুন্দরমকে ফরাসি সরকার নাইট অফ দ্য অর্ডার অফ দ্য মেরিট (শেভালিয়ার পুরস্কার) দ্বারা ভূষিত করেছে।
  7. কেরালার জাম্পার এলধোস পল, কমনওয়েলথ গেমসে প্রথম ভারতীয় হিসাবে 7 আগস্ট পুরুষদের ট্রিপল জাম্প বিভাগে স্বর্ণপদক জিতেছেন।        
  8. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 7 আগস্ট নয়াদিল্লিতে অনুষ্ঠিত নীতি আয়োগ পরিচালনা পরিষদের সপ্তম বৈঠকে সভাপতিত্ব করেছেন।     
  9. 8 আগস্ট থেকে নয়াদিল্লিতে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (ITU)-এর এশিয়া এবং ওশিয়ানিয়া অঞ্চলের জন্য রিজিওনাল স্ট্যান্ডার্ডাইজেশন ফোরাম শুরু হবে।   
  10. 7 আগস্ট বার্মিংহামে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ভারতীয় বক্সার নিখাত জারিন মহিলাদের 50 কেজি বিভাগে লাইট ফ্লাইওয়েট ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন।  
  11. পাঁচবারের দাবা বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ, 7 আগস্ট FIDE (International Chess Federation)-এর ডেপুটি প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন।    
  12. নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক শিশুদের কল্যাণ ও পুনর্বাসনের জন্য কেন্দ্রীয়ভাবে স্পনসর করা প্রকল্প 'মিশন বাৎসল্য' যেটি 2009-10 সাল থেকে Child Protection Services (CPS) নামে পরিচিত, তার বাস্তবায়ন করছে।        
  13. বার্মিংহামে অনুষ্ঠিত 2022 সালের কমনওয়েলথ গেমসে ভারত 22টি স্বর্ণ, 16টি রৌপ্য এবং 23টি ব্রোঞ্জ পদক সহ মোট 61টি পদক জিতেছে৷ ভারত 61টি পদক জিতে মেডেল ট্যালিতে চতুর্থ স্থানে অবস্থান করছে এবং অস্ট্রেলিয়া পদক তালিকায় শীর্ষস্থান অর্জন করেছে৷         

 

Related Post