10 আগস্ট, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Aug 11 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

10 আগস্ট, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. প্রচলিত জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসাবে পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার জন্য প্রতি বছর 10 আগস্ট বিশ্ব জৈব জ্বালানি দিবস পালন করা হয়।
  2. বিশ্বব্যাপী 10 আগস্ট বিশ্ব সিংহ দিবস পালন করা হয়। সিংহদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং তাদের সংরক্ষণের ক্ষেত্রে জরুরি ব্যবস্থা গ্রহণ করার জন্য দিনটি পালিত হয়।    
  3. 7 আগস্ট কলম্বিয়ায় প্রথম বামপন্থী রাষ্ট্রপতি গুস্তাভো পেট্রো শপথগ্রহণ করেছেন।    
  4. 8 আগস্ট ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যৌথ বিশেষ বাহিনীর মহড়া, ‘Ex Vajra Prahar 2022’-এর 13তম সংস্করণ হিমাচল প্রদেশের বাকলোহতে শুরু হয়েছে৷        
  5. 2022 সালের 18-22 অক্টোবর গুজরাটের গান্ধীনগরে DefExpo-এর 12তম সংস্করণ অনুষ্ঠিত হবে৷      
  6. 2022 সালের কমনওয়েলথ গেমসে অস্ট্রেলিয়ার এমা ম্যাককিওন সাঁতারের বিভিন্ন ইভেন্টে মোট 1টি রৌপ্য,1টি ব্রোঞ্জ এবং 6টি স্বর্ণপদক জিতেছেন।তিনি এই ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহণকারী 56টি দেশের প্রতিটির মোট প্রাপ্ত পদকের তুলনায় এককভাবে বেশি পদক জিতে একটি অনন্য বিশ্ব রেকর্ড গড়েছেন।                
  7. জুলাই মাসের শেষ সপ্তাহে ভারতীয় সেনাবাহিনী ‘Ex Skylight’ নামক একটি প্যান-ইন্ডিয়া স্যাটেলাইট যোগাযোগ অনুশীলন পরিচালনা করেছে।      
  8. 7 আগস্ট কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং MoCA প্রতিমন্ত্রী (MoS)জেনারেল বিজয় কুমার সিং মুম্বাই(মহারাষ্ট্র)থেকে আহমেদাবাদের(গুজরাট)মধ্যে আকাসা এয়ারের প্রথম ফ্লাইটটিকে চালু করেছেন।        
  9. আমেরিকান এক্সপ্রেস ছোট থেকে মাঝারি ব্যবসার গ্রাহকদের আন্তর্জাতিক পেমেন্ট সংক্রান্ত সমাধানের জন্য একটি ক্রস-বর্ডার পেমেন্ট প্ল্যাটফর্ম 'গ্লোবাল পে' চালু করেছে।   
  10. প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ার রুডি কোর্টজেন 73 বছর বয়সে একটি গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন।  
  11. 7আগস্ট ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)একটি পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ, EOS-02 এবং স্টুডেন্টস স্যাটেলাইট AzaadiSAT স্থাপনের জন্য সংস্থাটির প্রথম 34 মিটার দৈর্ঘ্যের স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (SSLV) চালু করেছে।           
  12. রাশিয়া এবং চীনের অনুপস্থিতিতে, তরুণ উজবেকিস্তান দল চেন্নাইতে 44তম দাবা অলিম্পিয়াডে স্বর্ণপদক জিতে সবাইকে আশ্চর্যান্বিত করেছে। উজবেকিস্তান 2026 সালের দাবা অলিম্পিয়াডের আয়োজন করবে।  
  13. 23টি গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয়ী আমেরিকান কিংবদন্তি সেরেনা উইলিয়ামস, 9 আগস্ট টেনিস থেকে অবসর গ্রহণের কথা ঘোষণা করেছেন।      

 

Related Post