9 সেপ্টেম্বর, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Sep 10 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

9 সেপ্টেম্বর, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. নাউলা ফাউন্ডেশনের সহযোগিতায় ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা 9 সেপ্টেম্বর হিমালয় দিবস উদযাপন করেছে। 2022 সালের হিমালয় দিবসের থিম হল “Himalayas will be safe only when the interests of its residents are protected”।     
  2. 2020 সালে সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ পরিষদের সর্বসম্মত সিদ্ধান্তে প্রতি বছর 9 সেপ্টেম্বর শিক্ষাকে আক্রমণ থেকে রক্ষা করার জন্য আন্তর্জাতিক দিবস পালন করা হয়।
  3. বৈদ্যুতিক গতিশীলতার গুরুত্বের ওপর জোর দিতে 9 সেপ্টেম্বর বিশ্ব ইভি দিবস পালন করা হয়।        
  4. মার্কিন যুক্তরাষ্ট্র 2022 সালে 82,000 জন ভারতীয় শিক্ষার্থীকে ভিসা প্রদানের রেকর্ড তৈরি করেছে৷ ভারতীয় শিক্ষার্থীরা অন্যান দেশের তুলনায় বেশি সংখ্যক যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ভিসা পেয়েছে৷      
  5. কেন্দ্রীয় মন্ত্রিসভা দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং মালদ্বীপ প্রজাতন্ত্রের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের অনুমোদন দিয়েছে।  
  6. প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা এবং ভারতীয় সেনাবাহিনী 8 সেপ্টেম্বর ওড়িশা উপকূলে চাঁদিপুর ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে ক্যুইক রিঅ্যাকশন সারফেস টু এয়ার মিসাইল (QRSAM) সিস্টেমের ছয়টি ফ্লাইট-পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে।   
  7. 7 সেপ্টেম্বর বিহারে ভোজপুরি লোকনাট্য শিল্পী রামচন্দ্র মাঝি প্রয়াত হয়েছেন।   
  8. বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 7 সেপ্টেম্বর নয়াদিল্লিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রবৃত্তি প্রদান করেছেন।  
  9. মঙ্গোলিয়া সফরকারী প্রথম ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-কে, মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি উখনাগিন খুরেলসুখ একটি অত্যন্নুত ঘোড়া 'তেজস' উপহার দিয়েছেন।      
  10. কেন্দ্রীয় মন্ত্রিসভা রেলওয়ের জমি দীর্ঘমেয়াদী লিজ দেওয়ার নীতি এবং আগামী পাঁচ বছরে 300টি গতি শক্তি কার্গো টার্মিনাল তৈরির প্রস্তাবকে অনুমোদন দিয়েছে৷     
  11. ইন্ডিগোর প্রাক্তন সিইও রনজয় দত্তের স্থলাভিষিক্ত হিসাবে ঘোষণা করার তিন মাস পরে  পিটার এলবার্স সংস্থাটির চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে দায়িত্বগ্রহণ করেছেন।       
  12. 9 সেপ্টেম্বর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভার্চুয়ালি প্রধানমন্ত্রী টিবি মুক্ত ভারত অভিযানের উদ্বোধন করেছেন৷    
  13. 8 সেপ্টেম্বর ব্রিটেনের সবচেয়ে দীর্ঘমেয়াদী শাসক, রানি দ্বিতীয় এলিজাবেথ, 96 বছর বয়সে প্রয়াত হয়েছেন।    
  14. 8 সেপ্টেম্বর বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার গয়াতে ফল্গু নদীর উপর ভারতের দীর্ঘতম রবার বাঁধ 'গয়াজি বাঁধ'-এর উদ্বোধন করেছেন।     
  15. ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (UNDP) দ্বারা প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী,   2021 সালের মানব উন্নয়ন সূচকে (HDI) ভারত 191টি দেশের মধ্যে 132তম স্থান অর্জন করছে৷    
  16. ওড়িশা সরকার ‘Community Harnessing and Harvesting Rainwater Artificially from Terrace to Aquifer (CHHATA)’ নামক একটি বৃষ্টির জল সংরক্ষণ প্রকল্প চালু করেছে৷   

 

Related Post