23 সেপ্টেম্বর, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Sep 24 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

23 সেপ্টেম্বর, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

1.     প্রতি বছর 23 সেপ্টেম্বর সারা বিশ্বে আন্তর্জাতিক সাংকেতিক ভাষা দিবস (IDSL) পালিত হয়। 2022 সালের আন্তর্জাতিক সাংকেতিক ভাষা দিবসের থিম হল “Sign Languages Unite Us!”।    

2.     জাতীয় চলচ্চিত্র দিবস পূর্বে 16 সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার ঘোষণা করা হয়েছিল কিন্তু পরে বিভিন্ন স্টেকহোল্ডারদের অনুরোধে এবং অংশগ্রহণ বাড়ানোর জন্য, 23 সেপ্টেম্বর তারিখটি  পুনঃনির্ধারিত করা হয়েছে।    

3.     21 সেপ্টেম্বর,আমাজন ভারতে তার প্রথম ইউটিলিটি-স্কেল পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রকল্প ঘোষণা করেছে, যার মধ্যে রাজস্থানের তিনটি সৌর ফার্ম রয়েছে।  

4.     এককভাবে মহাকাশে সবচেয়ে বেশিদিন থাকার রেকর্ড ধারী সোভিয়েত মহাকাশচারী ভালেরি  পলিকোভ,  19 সেপ্টেম্বর 80 বছর বয়সে প্রয়াত হয়েছেন।          

5.     প্রবীণ শিল্পপতি রতন টাটা, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারক কে টি থমাস, এবং প্রাক্তন ডেপুটি লোকসভা স্পিকার কারিয়া মুন্ডাকে পিএম কেয়ার ফান্ডের ট্রাস্টি হিসাবে মনোনীত করা হয়েছে৷

6.     21 সেপ্টেম্বর ভারত 'ইন্ডিয়া হাইপারটেনশন কন্ট্রোল ইনিশিয়েটিভ (IHCI)'-এর জন্য সম্মিলিত জাতিপুঞ্জের একটি পুরস্কারে ভূষিত হয়েছে।       

7.     রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড (RINL) 2021 সালের জাতীয় শক্তি নেতা পুরস্কারে ভূষিত হয়েছে।

8.     29 বছর বয়সী অভিনেত্রী, আলিয়া ভাট মর্যাদাপূর্ণ প্রিয়দর্শনী অ্যাকাডেমি স্মিতা পাটিল  মেমোরিয়াল অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কারে ভূষিত হয়েছেন।     

9.     রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রবীণতম প্রচারক, কেশব রাও দত্তাত্রেয় দীক্ষিত 98 বছর বয়সে প্রয়াত হয়েছেন।  

10.   32 বছর দেশকে পরিষেবা প্রদানের পর ভারতীয় নৌ জাহাজ অজয়কে কর্মভার থেকে বিরতি দেওয়া হয়েছে।     

11.   2022 সালের গ্লোবাল ফিনটেক ফেস্টে ভারতের রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস, তিনটি প্রধান ডিজিটাল পেমেন্ট উদ্যোগ চালু করেছেন৷      

12.   পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সংস্কৃত পণ্ডিত এবং কাশী বিদ্যাত পরিষদের প্রাক্তন সভাপতি, অধ্যাপক আচার্য রাম যত্ন শুক্লা, 90 বছর বয়সে প্রয়াত হয়েছেন।      

13.   2023 সালে গ্রেটার নয়ডার বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিটে ভারত তার প্রথম MotoGP ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রেস-এর আয়োজন করবে।   

14.   কার্বন ট্র্যাকার এবং গ্লোবাল এনার্জি মনিটর বিশ্বের প্রথম জীবাশ্ম জ্বালানির মজুদ, উৎপাদন এবং নির্গমন সংক্রান্ত নিবন্ধীকরণ ‘গ্লোবাল রেজিস্ট্রি অফ ফসিল ফুয়েলস’চালু করেছে।

       15.  19 সেপ্টেম্বর মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং, সাধারণ জনগনের অভিযোগ জানানোর জন্য মণিপুরের ইম্ফলে ‘CM Da Haisi’ (Let’s inform The CM) ওয়েব পোর্টাল চালু করেছেন।   

Related Post