11 অক্টোবর, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Oct 12 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

11 অক্টোবর, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. মেয়েদের ক্ষমতায়ন এবং বিশ্বের দরবারে তাদের কণ্ঠস্বরকে পৌঁছে দিতে প্রতি বছর 11 অক্টোবর আন্তর্জাতিক কন্যা শিশু দিবস স্মরণ করা হয়। এই দিবসের এবছরের থিম হল — “Our time is now – our rights, our future”।
  2. 17 থেকে 20 অক্টোবর পর্যন্ত নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে আন্তর্জাতিক সৌর জোটের পঞ্চম সম্মেলন।
  3. কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারামন মুম্বাইতে ভারতের আঞ্চলিক কার্যালয়ের (পশ্চিম) কম্পিটিশন কমিশনের উদ্বোধন করেছেন৷
  4. গাম্বিয়ায় 66 জন শিশু মৃত্যুর ঘটনার পর WHO ভারতে তৈরি কাশির সিরাপগুলির বিরুদ্ধে সতর্কতা জারি করেছে।
  5. আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন প্রকল্পের অধীনে থাকা ন্যাশনাল হেলথ অথোরিটি (NHA) হাসপাতালে QR কোড ভিত্তিক দ্রুত ওপিডি নিবন্ধন চালু করেছে।
  6. ভারতীয় হকি তারকা হরমনপ্রীত সিং টানা দ্বিতীয়বারের জন্য পুরুষদের বিভাগে FIH-এর বর্ষসেরা খেলোয়াড়ের সম্মানে ভূষিত হলেন।
  7. গোয়া সরকার ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনকে (IOA) 2023 সালের অক্টোবরে 37তম জাতীয় গেমস আয়োজনের আইনানুগ অনুমোদন দিয়েছে।
  8. ভারতের পরবর্তী প্রধান বিচারপতি হতে চলেছেন ডিওয়াই চন্দ্রচূড়। 50তম প্রধান বিচারপতি হচ্ছেন ডিওয়াই চন্দ্রচূড়।
  9. নরউইজিয়ান নোবেল কমিটি একজন ব্যক্তি এবং দুই সংস্থাকে 2022 সালের নোবেল শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
  10. ফিনল্যান্ড তাদের দেশের স্কুলে কেরালা শিক্ষা বিভাগের দ্বারা ‘লিটল কাইট প্রোগ্রাম’ বাস্তবায়নের জন্য কেরালার সঙ্গে অংশীদারিত্ব ঘোষণা করেছে।
  11. ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধানা গালফ অয়েল ইন্ডিয়ার বিপণন দূত হিসেবে নির্বাচিত হয়েছেন।
  12. ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তাঁর অসাধারণ ক্যারিয়ারে আরেকটি অনন্য মাইলফলক স্পর্শ করলেন। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এভারটনের বিপক্ষে তাঁর গোলের সুবাদে জয় পায় ম্যানচেস্টার ইউনাইটেড এবং এরই সঙ্গে ক্লাবের হয়ে তিনি 700 টি গোল করার কৃতিত্ব অর্জন করলেন।
  13. জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা (UNESCO) 50টি আইকনিক ভারতীয় ঐতিহ্যবাহী বস্ত্রের তালিকা প্রকাশ করেছে।
  14. ইতালিয়ান ইউরোপিয়ান স্পেস এজেন্সির (ESA) মহাকাশচারী সামান্থা ক্রিস্টোফোরেটি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের (ISS) প্রথম মহিলা ইউরোপীয় কমান্ডার হয়েছেন।
  15. প্রয়াত হলেন পদ্মশ্রী ডাঃ টেমসুলা আও; তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাহিত্যে স্বতন্ত্রতার জন্য তিনি নাগাল্যান্ডের গভর্নরের পুরস্কার, মেঘালয়ের গভর্নরের স্বর্ণপদক এবং আরও অন্যান্য স্বীকৃতির মধ্যে সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারেও ভূষিত হন। 

 

Related Post