16 অক্টোবর, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Oct 17 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

16 অক্টোবর, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. প্রতি বছর 16 অক্টোবর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়। 2022 সালের বিশ্ব খাদ্য দিবসের থিম হল, “Leave NO ONE behind”।      
  2. 16 অক্টোবর বিশ্ব অ্যানাসথেসিয়া দিবস পালিত হয়। 2022 সালের বিশ্ব অ্যানাসথেসিয়া দিবসের থিম হল, “Anaesthesia and children: Caring for your kids”।       
  3. 14 অক্টোবর প্রকাশিত পাবলিক অ্যাফেয়ার্স ইনডেক্স (PAI) 2022 অনুযায়ী, হরিয়ানা 18টি বড় রাজ্যের মধ্যে সেরা শাসিত রাজ্য হিসাবে স্থান অর্জন করেছে।   
  4. 14 অক্টোবর দক্ষিণ কোরিয়ার জেজুতে অনুষ্ঠিত 2022 সালের ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ হর্টিকালচার প্রোডিউসারস (AIPH) ওয়ার্ল্ড গ্রিন সিটি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে তেলেঙ্গানার হায়দ্রাবাদ শহর সামগ্রিকভাবে 'ওয়ার্ল্ড গ্রিন সিটি অ্যাওয়ার্ড 2022' জিতেছে।      
  5. 14 অক্টোবর কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী রাজস্থানের জয়পুরে তিনদিনব্যাপী আয়োজিত পঞ্চম দক্ষিণ এশীয় জিওসায়েন্স কনফারেন্স (GEO India 2022)-এর উদ্বোধন করেছেন৷        
  6. নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও 14 অক্টোবর একটি সার্বজনীন স্বাস্থ্য বীমা প্রকল্প চালু করেছেন।
  7. 8-11 ডিসেম্বর গোয়া নবম ওয়ার্ল্ড আয়ুর্বেদ কংগ্রেস এন্ড আরোগ্য এক্সপো আয়োজন করবে৷ এই অনুষ্ঠানটির প্রধান থিম হল ‘Ayurveda for One Health’ ৷         
  8. 17 অক্টোবর নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী মোদী ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটে, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান সম্মেলনের উদ্বোধন করেছেন৷         
  9. সিনিয়র IFS অফিসার পার্থ সতপথীকে বসনিয়া ও হার্জেগোভিনাতে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করা হয়েছে।   
  10. 23 অক্টোবর ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO), যুক্তরাজ্যের বিশ্বব্যাপী যোগাযোগ ব্যবস্থা সংক্রান্ত নেটওয়ার্ক, OneWeb-এর 36টি উপগ্রহ উৎক্ষেপণ করবে৷     
  11. 13 অক্টোবর কেন্দ্রীয় সরকার তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের মধ্যে সংযোগস্থাপনকারী কৃষ্ণা নদীর উপর একটি আইকনিক কেবল স্টেয়োড-কাম-সাসপেনশন সেতু নির্মাণের অনুমোদন দিয়েছে।       
  12. ভারত 2022 সালের মহিলা এশিয়া কাপ ফাইনালে  শ্রীলঙ্কাকে 8 উইকেটে পরাজিত করেছে৷ ভারত সপ্তমবার এই শিরপাটি জিতেছে৷      
  13. বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব ডঃ আদর্শ স্বয়িকাকে কুয়েতে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করা হয়েছে৷  
  14. ব্রিটিশ ক্রাইম সিরিজ ‘ক্র্যাকার’ এবং হ্যারি পটার সিনেমার ফ্র্যাঞ্চাইজিতে অভিনয়ের জন্য বিখ্যাত প্রবীণ কৌতুক অভিনেতা রবি কোলটেন, 72 বছর বয়সে প্রয়াত হয়েছেন।      
  15. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিমাচল প্রদেশের উনাতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (IIIT)-র উদ্বোধন করেছেন।   
  16. 12 অক্টোবর, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, রাজ্যসভা (ওড়িশা)-র সাংসদ সদস্য ডঃ অমর পট্টনায়েক  দ্বারা রচিত ‘Pandemic Disruptions and Odisha’s Lessons in Governance’ নামক বইটি প্রকাশ করেছেন।      

 

Related Post