21 অক্টোবর, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Oct 22 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

21 অক্টোবর, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. যে সমস্ত পুলিশ কর্মচারীবৃন্দ কর্তব্যরত অবস্থায় প্রয়াত হয়েছেন তাদের শ্রদ্ধা জানাতে প্রতি বছর 21 অক্টোবর জাতীয় পুলিশ স্মৃতি দিবস পালিত হয় ।     
  2. প্রধানমন্ত্রী আবাস যোজনা শহুরে প্রকল্পের অধীনে ‘সেরা পারফর্মিং স্টেট’ বিভাগে দেশের রাজ্যগুলির  মধ্যে  মধ্যপ্রদেশ দ্বিতীয় স্থান অর্জন করেছে।      
  3. 19 অক্টোবর ভারতের রমিতা জিন্দাল মিশরের কায়রোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্যুটিং স্পোর্টস ফেডারেশন (ISSF)  ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের রাইফেল/পিস্তল-এ 10-মিটার এয়ার রাইফেল মহিলা জুনিয়র ইভেন্টে বিশ্ব চ্যাম্পিয়নের শিরোপা জিতেছেন।         
  4. কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান 20 অক্টোবর নয়াদিল্লিতে ফাউন্ডেশনাল স্টেজের জন্য 2022 সালের ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক চালু করেছেন।     
  5. 20 অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের উপস্থিতিতে গুজরাটের স্ট্যাচু অফ ইউনিটিতে মিশন LiFE চালু করেছেন।      
  6. 19 অক্টোবর স্পেনে অনুষ্ঠিত অনূর্ধ্ব-23 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে সজন বানওয়াল প্রথম ভারতীয় গ্রিকো-রোমান কুস্তিগীর হিসাবে পদক জিতেছেন।     
  7. 19 অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের গান্ধীনগরে ‘মিশন স্কুল অফ এক্সিলেন্স’ নামক একটি প্রকল্প চালু করেছেন।     
  8. প্রাক্তন সিভিল অ্যাভিয়েশন সেক্রেটারি প্রদীপ সিং খারোলা, ইন্ডিয়া ট্রেড প্রোমোশন অর্গানাইজেশন (ITPO) -এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছেন।     
  9. 19 অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের বানসকান্থা জেলার ডিসাতে ভারতীয় বিমান বাহিনীর (IAF) নতুন বিমানঘাঁটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।     
  10. ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া (IRDAI)  ‘বিমা সুগম’নামক সমস্ত স্বাস্থ্য এবং জীবন বীমা পলিসি তালিকাভুক্ত করার জন্য একটি অনলাইন মার্কেটপ্লেস চালু করার কথা ঘোষণা করেছে ।    
  11. 20 অক্টোবর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাস  নিয়োগের মাত্র ছয় সপ্তাহ পরে তার পদ থেকে পদত্যাগ করেছেন।   
  12. শিক্ষা মন্ত্রক 16 নভেম্বর থেকে বারাণসীতে এক মাসব্যাপী 'কাশী তামিল সঙ্গম'-এর আয়োজন করবে।   
  13. IIT-Madras, 2021 এবং 2022 সালের জন্য ন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি পুরস্কারে ভূষিত হয়েছে।   
  14. তাজুনি নামক একটি মজাদার, ফুটবল-প্রেমী পেঙ্গুইনকে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে আয়োজিত 2023 সালের ফিফা মহিলা বিশ্বকাপের অফিসিয়াল ম্যাসকট হিসাবে উন্মোচন করা হয়েছে৷     
  15. ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ডঃ শঙ্করসুব্রহ্মণিয়াম কে – কে আদিত্য-এল1 মিশনের প্রধান বিজ্ঞানী হিসাবে মনোনীত করেছে।   

 

 

Related Post