“বরুণাস্ত্র”

Editor1 Nov 27 2020 কারেন্ট অ্যাফেয়ার্স

Defence Research and Development (DRDO) মাধ্যমে বিশাখাপত্তনমের Bharat Dynamics Limited (BDL) -র প্রথম দফায় তৈরী Heavy Weight Torpedo (HWT) - “বরুণাস্ত্র” ভারতীয় নৌবাহিনীর অন্তর্ভুক্ত হল।
 
“বরুণাস্ত্র” সম্পর্কে:
• বরুণাস্ত্র হল একটি জাহাজ থেকে নিক্ষেপিত দেশিয় প্রযুক্তিতে তৈরী  হেভিওয়েট অ্যান্টি-সাবমেরিন টর্পেডো। 
• এটি একাধিক 250 কিলোওয়াটস সিলভার অক্সাইড জিংক (AgOZn) ব্যাটারি সহ বৈদ্যুতিক প্রপুলেশন সিস্টেম দ্বারা চালিত।
• 250 কেজি পর্যন্ত বিস্ফোরক বহনে সক্ষম এবং গতিবেগ 74km/hr
• “বরুণাস্ত্র” টর্পেডো ভারত প্রয়োজনে রফতানির করবে।

Related Post