ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (IPPB) সরকারী সুবিধাথেকে বঞ্চিত ও দারিদ্রসীমার নীচে বসবাসকারী জনগোষ্ঠীর বৃহৎ অংশকে আর্থিক মূলধারায় আনতে স্বল্পমূল্যে বীমা প্রকল্প ‘প্রধানমন্ত্রীর জীবন জ্যোতি বিমা যোজনা (PMJJBY)’ চালু করেছে। India Post Payments Bank এই প্রকল্পের জন্য PNB MetLife India Insurance Company -র সাথে চুক্তিবদ্ধ হয়েছে।
PMJJBY বৈশিষ্ট্য:
●দরিদ্র ও সরকারী সুবিধাবঞ্চিত,ভারতের প্রান্তিক ও দুর্গম অঞ্চলে বসবাসকারী এবং পরিবারের প্রধান রোজগারী সদস্যের অপ্রত্যাশিত ও দুর্ভাগ্যজনক ঘটনায় আর্থিক সুরক্ষা প্রদানের জন্য।
●India Post Payments Bank যার যার সঞ্চয়ী অ্যাকাউন্ট রয়েছে।
●সর্বনিম্ন বয়স 18 বছর এবং সর্বোচ্চ বয়স 50 বছর।
●PMJJBY প্রকল্পের আওতায় একাধিক অ্যাকাউন্ট / একাধিক সার্টিফিকেট উপভোক্তা পাবে সর্বোচ্চ ২,০০,০০০ টাকার কভারেজ।
●প্রিমিয়াম দিতে হবে বার্ষিক 330 টাকা।
●55 বছর বয়সে সমাপ্তি।