ভারতীয় কূটনীতিক বিদিশা মৈত্র প্রশাসনিক ও বাজেটের প্রশ্নাবলীর জন্য জাতিসংঘের উপদেষ্টা কমিটিতে নির্বাচিত হয়েছেন।

Editor1 Jan 29 2021 কারেন্ট অ্যাফেয়ার্স

 
 
ভারতীয় কূটনীতিক বিদিশা মৈত্র প্রশাসনিক ও বাজেটের প্রশ্নাবলীর জন্য জাতিসংঘের উপদেষ্টা কমিটিতে নির্বাচিত হয়েছেন। নির্বাচনটি কঠোরভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল, তবে মৈত্র এশিয়া-প্যাসিফিক গ্রুপের একমাত্র পদে তার প্রার্থিতা সমর্থনকারি জাতিসংঘের 126 সদস্যের সমর্থন নিয়ে জিতেছেন এবং ইরাকের বিরোধী প্রার্থীকে 62 ভোটের ব্যবধানে পরাজিত করেছেন ।

1946 সালে প্রতিষ্ঠার পর থেকেই ভারত এই কমিটির সদস্য ছিল। এই কমিটিতে ভারতের জয় এমন সময়ে এসেছে যখন ভারত জাতিসংঘ সুরক্ষা কাউন্সিলে ১০ জানুয়ারী ২০২১ সাল থেকে দুই বছরের মেয়াদে ১০ টি অস্থায়ী সদস্যের একজন হিসাবে আসন গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। 

 

Related Post