11 নভেম্বর, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Nov 12 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

11 নভেম্বর, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. স্বাধীনতার পর 1947-58 পর্যন্ত ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রতি বছর 11 নভেম্বর জাতীয় শিক্ষা দিবস পালিত হয়। 
  2. ন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড লিমিটেড (NIIFL), জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (JBIC)-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।     
  3. 7 থেকে 18 নভেম্বর জেনেভাতে ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিল (UNHRC)-এ ইউনিভার্সাল পিরিওডিক রিভিউ ওয়ার্কিং গ্রুপের 41তম অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে।    
  4. 9 নভেম্বর কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত নয়াদিল্লিতে সমগ্র দেশের জন্য প্রগতিশীল ভূগর্ভস্থ জলসম্পদ মূল্যায়ন রিপোর্ট প্রকাশ করেছেন।    
  5. 10 নভেম্বর কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং হরিয়ানার ফরিদাবাদে ‘ইন্ডিয়ান বায়োলজিক্যাল ডেটা সেন্টার’ (IBDC)নামক ভারতের প্রথম জাতীয় জীবন বিজ্ঞান তথ্যভান্ডার-এর উদ্বোধন করেছেন।      
  6. ভারতীয় সেনাবাহিনী বীর নারীদের (সেনা স্ত্রীদের)জন্য বীরাঙ্গনা সেবা কেন্দ্র (VSK) নামক একটি পরিষেবা চালু করেছে যেখানে তাদের কল্যাণ ও অভিযোগ নিষ্পত্তির জন্য সমস্ত সুবিধা থাকবে ।‘Taking Care of Our Own, No Matter What’ -এই নীতির উপর ভিত্তি করে ভারতীয় সেনাবাহিনী এই সুবিধা চালু করেছে।      
  7. 10 নভেম্বর ভারত নয়াদিল্লিতে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টেকনিকাল এন্ড ইকোনমিক কোঅপারেশন(BIMSTEC)-এর দ্বিতীয় কৃষি মন্ত্রী পর্যায়ের বৈঠকের আয়োজন করেছে।   
  8. ভারতীয় কৃষকদের জন্য সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম, ‘কৃষিফাই’(Krishify), e-NAM (ন্যাশনাল এগ্রিকালচারাল মার্কেট)-এর প্ল্যাটফর্ম অফ প্ল্যাটফর্মস পোর্টালের সাথে একীভূত হয়েছে৷  
  9. 10 নভেম্বর মৎস্য, পশুপালন এবং দুগ্ধ শিল্প প্রতিমন্ত্রী সঞ্জীব বালিয়ান, জাতীয় মৎস্য উন্নয়ন বোর্ড (NFDB)-কে ‘ইন্ডিয়া এগ্রিবিজনেস অ্যাওয়ার্ড 2022’ প্রদান করেছেন।   
  10. গান্ধী শান্তি প্রতিষ্ঠান, দ্য ওয়্যার-এর সিনিয়র সম্পাদক আরফা খানম শেরওয়ানিকে 2022 সালের জন্য মর্যাদাপূর্ণ কুলদীপ নায়ার পত্রকারিতা সম্মান পুরস্কারের বিজয়ী হিসাবে ঘোষণা করেছে।   
  11. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসন্ন G20 সম্মেলনে বিশ্ব নেতাদের হিমাচল প্রদেশে তৈরি স্থানীয় শিল্পকর্ম উপহার দেবেন। ইন্দোনেশিয়ার রাজধানী বালিতে G20 সম্মেলন অনুষ্ঠিত হবে ।  
  12. ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি প্রথম ব্যাটার হিসাবে T20 আন্তর্জাতিক ক্রিকেটে 4000 রান করে ইতিহাস তৈরি করেছেন।   
  13. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেঙ্গালুরুর ক্রান্তিভেরা সাঙ্গোল্লি রেলওয়ে স্টেশনে মাইসুরু-চেন্নাই রুটের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেছেন। 
  14. 19 বছর বয়সী ড্যানিশ খেলোয়াড়, হোলগার রুনে ছয়বারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচকে পরাজিত করে প্যারিসে পুরুষ একক বিভাগে তার প্রথম 2022 সালের মাস্টার্স শিরোপা জিতেছেন।      
  15. রিলায়েন্স জিও বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদে তার Jio True 5G পরিষেবার বিস্তার করবে৷ রিলায়েন্স ইতিমধ্যেই মুম্বাই, দিল্লি, কলকাতা, চেন্নাই, বারাণসী এবং নাথদ্বারা এই প্রধান শহরগুলিতে Jio True-5G-এর বিটা-লঞ্চ সফলভাবে  সম্পন্ন করেছে।     
  16. অল ইন্ডিয়া রাবার ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (AIRIA), রমেশ কেজরিওয়ালকে সভাপতি এবং শশী সিংকে সিনিয়র সহ-সভাপতি হিসাবে নির্বাচিত করার কথা ঘোষণা করেছে ।      

 

Related Post