12 নভেম্বর, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Nov 13 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

12 নভেম্বর, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. নিউমোনিয়া রোগের ব্যাপারে সচেতনতা ছড়িয়ে দিতে এবং এর বিরুদ্ধে লড়াই করার জন্য মানুষকে শিক্ষা প্রদান করতে প্রতি বছর 12 নভেম্বর বিশ্ব নিউমোনিয়া দিবস পালন করা হয়।2022 সালের বিশ্ব নিউমোনিয়া দিবসের থিম হল “Pneumonia Affects Everyone”।          
  2. 1947 সালে দিল্লিতে, অল ইন্ডিয়া রেডিওতে মহাত্মা গান্ধীর একমাত্র সফরকে স্মরণ করে প্রতি বছর 12 নভেম্বর পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং ডে পালিত হয়।   
  3. 11 নভেম্বর ভারতে স্বাধীনতা সংগ্রামী আচার্য কৃপালানীর জন্মবার্ষিকী পালন করা হয়েছে ।    
  4. জম্মুতে ISBTI-এর বার্ষিক জাতীয় সম্মেলনের 47তম সংস্করণ শুরু হতে চলেছে৷ 11 নভেম্বর জম্মু ও কাশ্মীরের, জম্মুতে সরকারি মেডিকেল কলেজে একটি জাতীয় স্তরের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।     
  5. জম্মু ও কাশ্মীর গ্রামীণ জীবিকা মিশন(JKRLM)-এর UMEED প্রকল্প কেন্দ্রশাসিত অঞ্চলটির গ্রামীণ মহিলাদের ক্ষমতায়ণে সহায়তা করছে৷   
  6. 8 নভেম্বর গোয়ার মুখ্যমন্ত্রী রাজ্য দ্বারা সাহায্যপ্রাপ্ত একটি তীর্থযাত্রা প্রকল্প, 'মুখ্যমন্ত্রী দেবদর্শন যাত্রা যোজনা' চালু করেছেন।    
  7. ডোমেস্টিক জায়ান্ট মুম্বাই ফাইনাল ম্যাচে হিমাচল প্রদেশকে তিন উইকেটে পরাজিত করেছে এবং কলকাতার ইডেন গার্ডেন্সে তাদের প্রথম সৈয়দ মুশতাক আলী T20 ট্রফির শিরোপা জিতেছে।     
  8. সুইজারল্যান্ডের পর্যটন বিভাগ অলিম্পিকে স্বর্ণপদক বিজয়ী নীরজ চোপড়াকে ভারতীয় পর্যটকদের কাছে দেশের অঞ্চলগুলির প্রদর্শন এবং প্রচার করার জন্য ‘Friendship Ambassador’ হিসাবে নিযুক্ত করেছে।    
  9. ‘নির্বাচন বিদ্যার জনক' নামে পরিচিত স্যার ডেভিড বাটলার 98 বছর বয়সে প্রয়াত হয়েছেন।    
  10. মহেন্দ্র কুমার শর্মা, যিনি 1970-এর দশকে ভারতে মহিলাদের ক্রিকেটের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, 8 নভেম্বর প্রয়াত হয়েছেন। 
  11. বিশিষ্ট লেখক মধু কঙ্করিয়া এবং ডঃ মাধব হাদা যথাক্রমে 31তম এবং 32তম বিহারী পুরস্কারে ভূষিত হয়েছেন।
  12. কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি উত্তর-পূর্ব ভারতে 1.6 লক্ষ কোটি টাকার নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছেন৷  
  13. 11 নভেম্বর ভারতীয় বক্সার লভলীনা বোরগোঁহাই এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে 75 কেজি বিভাগে স্বর্ণপদক জিতেছেন।   
  14. 11 নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেঙ্গালুরুতে 108 ফুট লম্বা শ্রী নদপ্রভু কেম্পেগৌড়ার একটি ব্রোঞ্জ মূর্তি উন্মোচন করেছেন।  
  15. মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ঘোষণা করেছেন যে, ওড়িশা সরকার 2023 সালের শেষ নাগাদ ওড়িশাকে বস্তিমুক্ত করার লক্ষ্য নিয়েছে।    
  16. দুইবার অলিম্পিক পদক বিজয়ী, পিভি সিন্ধু 2022 সালের ফিট ইন্ডিয়া মুভমেন্টের ফিট ইন্ডিয়া স্কুল সপ্তাহ উদ্যোগের জন্য ‘Toofan and Toofani’ ম্যাসকট উদ্বোধন করেছেন।  

 

Related Post