20 নভেম্বর, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Nov 21 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

20 নভেম্বর, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

 

  1. 20 নভেম্বর বিশ্ব শিশু দিবস পালন করা হয়। 2022 সালের বিশ্ব শিশু দিবসের থিম হল “Equality and Inclusion, for every child”।     
  2. 20 নভেম্বর World Day of Remembrance for Road traffic Victims  পালন করা হয়। 2022 সালের World Day of Remembrance for Road traffic Victims -এর থিম হল “Remember. Support. Act”.      
  3. 17 নভেম্বর নিউ দিল্লির ন্যাশনাল মিউজিয়াম এবং ডেনমার্কের মিউজিয়াম কোল্ডিং-এর মধ্যে একটি  সমঝোতা স্মারক  স্বাক্ষরিত হয়েছে।        
  4. 17 নভেম্বর  মুম্বাইতে অষ্টম নরওয়ে-ভারত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মেরিটাইম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।    
  5. 17 নভেম্বর নয়াদিল্লিতে অর্থ প্রতিমন্ত্রী ভাগবত কারাদ  অষ্টম FICCI উচ্চ শিক্ষার শ্রেষ্ঠত্ব পুরস্কার 2022 প্রদান করেছেন৷   
  6. ভারতের প্রথম বেসকারীভাবে নির্মিত বিক্রম সাবরবিটাল রকেট 18 নভেম্বর শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে  উৎক্ষেপণ করা হয়েছে।        
  7. 19 এবং 20 নভেম্বর ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনস্ত সঙ্গীত নাটক অ্যাকাডেমি ইন্ডিয়া গেটে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে৷     
  8. 18 নভেম্বর গুজরাটের কেভাদিয়ায় ভারতীয় তটরক্ষী বাহিনী (ICG) 20তম National Maritime Search and Rescue (NMSAR) বোর্ডের সভা পরিচালনা করেছে।        
  9. মেজর জেনারেল ইয়েন কার্ডোজো, যিনি যুদ্ধক্ষেত্রে তার পা কেটে ফেলেছিলেন, 13 নভেম্বর নতুন বই প্রকাশ করেছেন। বইটির নাম ‘Cartoos Saab: A Soldier’s Story of Resilience in Adversity’। 
  10. প্রবীণ পাঞ্জাবি অভিনেত্রী দলজীত কৌর, যিনি পুট জাত্তান দে, সরপঞ্চ এবং আরও অনেক সিনেমায় অভিনয়ের জন্য পরিচিত, 17 নভেম্বর প্রয়াত হয়েছেন।    
  11. তেলেঙ্গানা রাজ্য সরকার 2023 সালের 18 জানুয়ারী থেকে রাজ্য জুড়ে কান্তি ভেলুগু স্কিম পুনরায় চালু করবে। 
  12. কর্ণাটক সরকার সুরেশ বাবু, রবি কুমার ওয়াই আর এবং অশ্বথামা নামক তিনজন রূপান্তরকামীকে সরকারী স্কুলে শিক্ষক হিসাবে নিযুক্ত করে ইতিহাস রচনা করেছে।  
  13. উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশকে দেশের ধর্মীয় ও আধ্যাত্মিক পর্যটনের কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠার লক্ষ্যে রাজ্যের নতুন পর্যটন নীতিকে অনুমোদন করেছেন।   
  14. আসাম জুড়ে বাজরা চাষ সম্প্রসারণের লক্ষ্যে, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আসাম মিলেট মিশন চালু করেছেন৷  
  15. 17 নভেম্বর সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে প্যারিসের লেস ইনভালাইডেস-এ গার্ড অফ অনার দ্বারা ভূষিত হয়েছেন।     
  16. 16 নভেম্বর আঞ্চলিক ক্রীড়া প্রতিযোগিতা, নর্থ-ইস্ট অলিম্পিক গেমসের দ্বিতীয় সংস্করণে  মণিপুর  85টি স্বর্ণপদক সহ মোট 237টি পদক জিতে, টানা দ্বিতীয়বার শীর্ষস্থান অর্জন করেছে।           
  17. 14তম দলাই লামাকে হিমাচল প্রদেশের রাজ্যপাল ধর্মশালার ম্যাক্লাওডগঞ্জের থ্যাকফ্যান ফয়লিং-এ রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার গান্ধী ম্যান্ডেলা পুরস্কার 2022 প্রদান করেছেন।          

 

Related Post