25 নভেম্বর, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Nov 26 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

25 নভেম্বর, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

 

  1. প্রতি বছর 25 নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন করা হয়। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসের 2022 সালের  থিম হল “UNITE! Activism to End Violence against Women and Girls”।       
  2. 23 নভেম্বর কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিমে্টিক্স (C-DOT)-এর দিল্লি ক্যাম্পাসে Entrepreneurship Cell and Centre of innovation –এর উদ্বোধন করেছেন।      
  3. 23 নভেম্বর মৎস্য, পশুপালন ও দুগ্ধজাত মন্ত্রক 2022 সালের ন্যাশনাল গোপাল রত্ন অ্যাওয়ার্ডস-এর ঘোষণা করেছে৷     
  4. 22-23 নভেম্বর আগরতলায়, উত্তর পূর্বের ডিজিপি এবং সিপিও প্রধানদের 27তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
  5. যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক 2021 সালের  'তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড' (TNNAA)-এর ঘোষণা করেছে। গ্রুপ ক্যাপ্টেন ভবানী সিং সামিয়ালকে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার প্রদান করা  হয়েছে।   
  6. রাশিয়ান বিশ্লেষক এবং প্রাক্তন হোয়াইট হাউস উপদেষ্টা অ্যান্ড্রু এস ওয়াইস ‘Accidental Czar: The Life and Lies of Vladimir Putin’ নামক বইটি লিখেছেন ।    
  7. 23 নভেম্বর ভারত, ওড়িশার এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, অগ্নি-3-এর সফল প্রশিক্ষণ সম্পন্ন করেছে।      
  8. 23 নভেম্বর লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা,  কাশ্মীর বিশ্ববিদ্যালয়ে বার্ষিক যুব উৎসব ‘Sonzal-2022’-এর উদ্বোধন করেছেন।       
  9. 24 নভেম্বর ভারত এবং Gulf Cooperation Council (GCC) একটি মুক্ত বাণিজ্য চুক্তির ব্যাপারে আলোচনা শুরু করার কথা ঘোষণা করেছে।     
  10. ইসরোর বহুমুখী সাউন্ডিং রকেট, RH200, তিরুবনন্তপুরমের থুম্বা উপকূল থেকে তার 200তম সফল উৎক্ষেপণ  সম্পন্ন করেছে৷ এটি ইসরো দ্বারা পরিচালিত হয়েছে।     
  11. উত্তর দিল্লির গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহকারী টাটা পাওয়ার দিল্লি ডিস্ট্রিবিউশন লিমিটেড (TPDD), 27 নভেম্বর একটি বিশেষ 'লোক আদালত'-এর আয়োজন করবে৷
  12. 28-30 নভেম্বর ভারতীয় বিমান বাহিনী, আগ্রা এয়ার ফোর্স স্টেশনে বার্ষিক  Humanitarian Assistance and Disaster Relief (HADR) অনুশীলন ‘Samanvay 2022’-এর পরিচালনা করবে।    
  13. পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল আসিম মুনিরকে 24 নভেম্বর নতুন সেনা প্রধান হিসাবে নিযুক্ত করা হয়েছে।     
  14. 2022 সালের অক্টোবর মাস পর্যন্ত ভারতের মোট কয়লা উৎপাদনের পরিমাণ 448 মিলিয়ন টন।  2021 সালের অক্টোবর মাস পর্যন্ত কয়লা উৎপাদনের তুলনায় এটি 18 শতাংশ বেশি।      
  15. ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (FICCI), অষ্টম FICCI হায়ার এডুকেশন এক্সিলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এনআইআইটি-এর চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা রাজেন্দ্র সিং পাওয়ারকে  'লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2022' দ্বারা সম্মানিত করেছে৷   
  16. বাংলাদেশের ঢাকায় অনুষ্ঠিত ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন(IORA)-এর 22তম মন্ত্রী পরিষদের বৈঠকে, ভারত অংশগ্রহণ করেছে।পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডঃ রাজকুমার রঞ্জন সিং ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছিলেন।       
  17. 21 নভেম্বর,কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর গোয়াতে দক্ষিণ এশিয়ার বৃহত্তম চলচ্চিত্র বাজার,  ফিল্ম বাজার-এর  উদ্বোধন করেছেন।

 

 

Related Post